বার্নার ফোন কী? বার্নার ফোন কিভাবে কাজ করে?

টিউন বিভাগ সাইবার সিকিউরিটি
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

টিভিতে বা ইন্টারনেটে বিভিন্ন কমার্শিয়াল বিজ্ঞাপণে আপনি বার্নার ফোনগুলো দেখে থাকবেন, তবে আপনি কোথা থেকে এই বার্নার ফোন কিনবেন এবং এই ফোনগুলো কিভাবে কাজ করে ও আপনার কি বার্নার ফোন ব্যবহার করা উচিৎ কিনা তা জানতে পারবেন আমার এই টিউন থেকে। তো কথা না বাড়িয়ে আসল আলোচনায় যাওয়া যাক।

বেশিরভাগ ক্ষেত্রেই, আমরা দীর্ঘদিন ব্যবহার করার জন্য ফোন কিনে থাকি, তবে মাঝে মাঝে আমরা অল্প দিন ব্যবহার করার জন্য "বার্নার ফোন" ও কিনি। তাহলে, কেন লোকেরা বেশি দিন ফোন ব্যবহার না করার উদ্দেশ্যেই ফোন কিনে থাকে, তা নিয়েই খুঁটুনটি সব তথ্য নিয়ে আজকের টিউনটি সাজানো হয়েছে।

আসুন নিচের ভিডিও থেকে বার্নার ফোনগুলোর কনসেপ্ট গুলো দেখে ফেলি এবং ভবিষ্যতে আপনি একটি বার্নার ফোন ব্যবহার করবেন কিনা তা নিয়েও একবার ভেবে দেখতে পারেন।

বার্নার ফোন কি?

যখন কেউ সাময়িক সময়ের জন্য সেলফোন কিনে থাকে তখন ঐ ফোনকে বার্নার ফোন বা মাঝে মাঝে "বার্ন ফোন" ও বল হয়। এই ফোনগুলো সাধারণত প্রিপেইড গ্রাহকরা কিনে থাকে, যারা নতুন সিম কিনে নতুন অফার উপভোগ করতে চায় তারাই মূলত এই ধরনের ফোনগুলো কিনে থাকে।

যখন কেউ বার্নার ফোন কিনতে যায়, তখন তারা সাধারণত সবচেয়ে সস্তায় যে ফোনটি পাওয়া যাবে তার খোঁজ করে যার মাধ্যমে তারা ফোনের বেসিক ফিচার গুলো ব্যবহার করতে পারে। উদাহরণস্বরূপ, ৪জি এবং টাচ-স্ক্রিন ফোনগুলো এই ফিচারের কারণে অনেক বেশি দাম হয় এবং এর বিপরীতে বার্নার ফোনগুলোতে এমন কোন ফিচার নাই বললেই চলে ও দামেও সস্তা।

ফলস্বরূপ, বার্নার ফোনগুলো হচ্ছে সাধারণ সেলফোন যা ২০০০ সালের দিকে বাজারে ব্যাপক জনপ্রিয় ছিল, যতক্ষণ এই সেলফোন দিয়ে কল করা এবং ম্যাসেজ পাঠানো এবং গ্রহণ করা যায় ততক্ষণ এই সেলফোন ব্যবহার করার জন্য উপযোগী।

বার্নার ফোন ব্যবহার করার ৫টি কারণ

সাধারণত, বার্নার ফোনগুলো বাসার বয়স্ক সদস্যরা ব্যবহার করে থাকেন। তবে অপরাধীরাও বার্নার ফোন কিনে অবৈধ কাজ করার জন্য ব্যবহার করে যাতে করে পুলিশ তাদেরকে সনাক্ত করতে না পারে। যাইহোক, বার্নার ফোন কিনে অবৈধ কাজের থেকে বৈধ কাজগুলোই বেশি করা হয়ে থাকে তাই দুশ্চিন্তার কোন কারণ নেই।

১. আপনার মূল ফোন থেকে স্প্যাম ম্যাজেসগুলো রিডাইরেক্ট করতে

আপনি যদি দীর্ঘদিন ধরে স্মার্টফোন ব্যবহার করে থাকেন তবে আপনি স্প্যাম ম্যাসেজ কি তা জানবেন। যখন মার্কেটার'রা আপনার নাম্বার তাদের ডাটাবেসে স্টোর করে রাখে, আর এরপরে আপনাকে অযাচিত ম্যাসেজ এবং রোবট এর মাধ্যমে কল করে বিভিন্ন অফার ও তাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিয়ে থাকে যাতে করে আপনি তাদের প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করেন।

সৌভাগ্যক্রমে, বার্নার ফোনে এই সমস্যাটি পাবেন না। কেননা, যখন মার্কেটার'রা কোন সার্ভিসের জন্য সাইন আপ করার জন্য আপনাকে অনুরোধ করবে তখন আপনি আপনার বার্নার ফোনটি দেখিয়ে বলবেন আমি সাধারণ ইউজার। তারপরে যখন আপনার ফোন নাম্বার চাওয়া হবে তখন দ্রুত আপনি আপনার সিম কার্ডটি ফোন থেকে খুলে ফেলবেন।

অথবা আপনি কিছু বিক্রি করার সময় লোকেরা আপনাকে কল করতে চাইলে এই বার্নার ফোনটি খুবই কার্যকর। উদাহরণস্বরূপ, আপনি যদি গাড়ি অথবা বাড়ি বিক্রি করে থাকেন তাহলে একটি আলাদা বার্নার ফোন ব্যবহার করতে পারেন যাতে যারা বাড়ি বা গাড়ি কিনতে চায় তারাই শুধু ঐ ফোনে কল দিবে।

২. রোমিং চার্জ ব্যতীত অন্য দেশে ভ্রমণে করুন

আপনি যখন বিদেশে যান, এই অবস্থায় আপনার কাছে বার্নার ফোন রাখা ভাল। দুর্ভাগ্যক্রমে, বেশিরভাগ সিম ক্যারিয়ার অন্য দেশে তাদের সার্ভিস প্রদান করে না, অথবা খুবই হাই রোমিং চার্জ কাটে বা অন্য কোন ডেটা প্যাক অফার করে থাকে।

তবে আপনি বার্নার ফোন ব্যবহার করে এই সমস্যাগুলো এড়াতে পারবেন। বিদেশ ভ্রমণের আগে, একটি সস্তায় বার্নার ফোন কিনুন এবং আপনার গন্তব্য-স্থলের সার্ভিস দেয় এমন কোন সিম-কার্ড কিনে তাতে ব্যবহার করতে থাকুন। তারপরে দেশে ফিরে বার্নার ফোনটিকে আপনার ব্যবসায়ের কাস্টমার কেয়ার ইউনিটে ব্যবহার করতে পারবেন।

৩. বার্নার ফোনটিকে বিপজ্জনক জায়গায় নিয়ে যান

মনে করুন আপনার দামি ফোন যেমনঃ আইফোন বা স্যামসাং পকেটে নিয়ে কোন পর্বতে বেয়ে উপরে উঠতেছেন, যদি আপনি পা পিছলে পড়ে যান তাহলে আপনার দামি ফোনটি নষ্ট হয়ে যেতে পারে। অথবা আপনি নৌকা ভ্রমণে যাচ্ছেন তখন যদি হাত ফসকে দামি ফোনটি পানিতে পড়ে যায় তাহলে আপনার কেমন লাগবে একবার চিন্তা করুন।

আপনার দামি ফোনটিকে বাড়িতে রেখে যান এবং একটি সস্তা বার্নার ফোন কিনুন ফলে আপনি আপনার যেকোনো এডভেঞ্চার করার সময়ও তা ব্যবহার করতে পারবেন। আর যদি কোন কারণে এই বার্নার ফোনটি নষ্টও হয়ে যায় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি না করেই আরেকটি বার্নার ফোন কিনতে পারবেন মুহূর্তেই।

৪. আপনার মূল ফোনটি চুরির হাত থেকে রক্ষা করুন

আপনার দামি ফোনটিকে চুরি থেকে বাঁচাতে বার্নার ফোন ব্যবহার করা হচ্ছে একটি দুর্দান্ত আইডিয়া। কেননা যদি কোন চোর আপনাকে জিম্মি করে তাহলে আপনি যা হারাবেন তা হল একটি সস্তা দামের বার্নার ফোন এবং যার মধ্যে কোন গুরুত্বপূর্ণ তথ্যও নেই।

উদাহরণস্বরূপ, আপনি যদি এমন কোন যায়গায় যাওয়ার পরিকল্পনা করেন যেখানে খুবই চুরি, ছিনতাই এর ঘটনা ঘটে তাহলে আপনি সেই এলাকায় বার্নার ফোন ব্যবহার করতে পারেন। ফলে চোর অথবা ছিনতাইকারী আপনার এই অল্প দামি ফোন নাও নিতে পারে এবং যদি কেও নেয় ও তাহলেও আপনি খুব অল্পই হারাবেন।

একইভাবে, আপনি যদি চোরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনি আরও বেশি ক্ষতির সম্মুখীন হবেন যা চিন্তা করতে পারবেন না। অতীতে অনেক প্রতিবাদকারীরা জনসাধারণের কাছ থেকে অথবা পুলিশের কাছ থেকে কোন সাহায্যই পায়নি।

তবে পুলিশ ফোনের ডেটা দিয়ে ফোনটি জব্দ করতে পারে। তবে আপনার পকেটে যদি বার্নার ফোন থাকে তাহলে আপনি নিজের গোপনীয়তার কথা চিন্তা করে খুশি হয়ে বার্নার ফোনটি চোরের হাতে তুলে দিবেন।

৫. আপনার সাথে বারংবার যোগাযোগ করা থেকে ডেটিং ক্রিপস বন্ধ করুন

আপনি এমন কাউকে পেয়েছেন যাকে আপনি পছন্দ করা শুরু করেছেন এবং আরও এক ধাপ এগিয়ে আপনার নিজের ফোন নাম্বার আদান প্রদান করা না করা নিয়ে চিন্তায় পরেছেন। সর্বোপরি, যদি এই বিষয়টি নিয়ে আপনার পছন্দের মানুষটি আপনাকে প্রেশার দিচ্ছে এবং সে আপনার আসল নাম্বারটি উত্ত্যক্ত করার জন্য ব্যবহার করে তাহলে কি হবে চিন্তা করেছেন?

আপনি যদি এমন সিচিউয়েশন দিয়ে যেয়ে থাকেন তাহলে তাকে বার্নার ফোন নম্বর দিন। আপনি ম্যাসেজ পাঠাতে এবং কল করতে এই বার্নার ফোন ব্যবহার করতে পারেন।

নির্বিশেষে, যদি সে আপনার জন্য উপযুক্ত না হয় তাহলে আপনি আপনার আসল ফোন নাম্বারটি তাকে না দিয়ে অনেক ঝামেলা থাকে নিজেকে বাঁচাতে পারবেন।

কিভাবে বার্নার ফোন পাবেন

সুতরাং আপনি বার্নার ফোন কিনতে চান কিন্তু একটি প্রশ্ন রয়েই যায়, এই বার্নার ফোনটি কোথায় পাবেন? দামি ফোনগুলো সহজেই খুঁজে পাবেন, চটকদার ফোনও সহজে খুঁজে পাবেন- কেবল বিজ্ঞাপনগুলো দেখুন। তাই $30 বা ২৫০০ টাকার আশেপাশের ফোন গুলো খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায়।

পুরানো ফোন পুনরায় ব্যবহার করুন

নতুন বার্নার ফোন কেনার আগে আপনার বাসার পুরানো ইলেকট্রনিক্স এর ড্রয়ারটিতে খুঁজে দেখুন। আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হন তাহলে আপনার বাসায় একটি পুরানো মডেলের বার্নার ফোন থাকার সম্ভাবনা রয়েছে।

যদি বার্নার ফোনটি পেয়ে থাকেন তাহলে সেটি চালু করে দেখুন যে তা ভাল আছে কিনা। যদি তা ভাল থাকে তাহলে এর জন্য নতুন একটি সিম-কার্ড অর্ডার করুন। তো আর চিন্তা কেন বাসায় থাকা পুরানো বার্নার ফোন ব্যবহার করে নিজের অর্থ সাশ্রয় করুন।

যেখান থেকে বার্নার ফোন কিনবেন

যদি আপনার বাসায় পুরানো ফোন না থাকে তবে আপনি আপনার স্থানীয় ফোনের দোকানে যেয়ে দেখতে পারেন অথবা অনলাইনে তাদের ওয়েব সাইট ব্রাউজ করে দেখতে পারেন। একটু খুঁজে দেখলে এখনও অনেক ভাল মানের বার্নার ফোন পাওয়া সম্ভব।

যদি স্থানীয় ফোনের দোকানেও বার্নার ফোন খুঁজে না পান তাহলে আপনি দারাজ, আজকের-ডিল এর মত অনলাইন শপ গুলোতে দেখতে পারেন। তাছাড়াও ওয়ালটন ও সেম্ফনির ওয়েব সাইট থেকেও বার্নার ফোন কিনতে পারবেন।

আপনার মূল ফোনে অতিরিক্ত নম্বর যুক্ত করুন

আপনি যদি নতুন আরেকটি ফোন না কিনতে চান তাহলে আপনার মূল ফোনটিতে একটি অতিরিক্ত নম্বর যুক্ত করতে পারেন। একটি নতুন ফোন কেনার বিপরীতে, একটি নতুন নম্বর যুক্ত করলে আপনার মূল ফোনটিকে চুরি বা ক্ষতি থেকে রক্ষা করবে না। তবে ফোন চেঞ্জ না করেই আপনি নতুন একটি নাম্বার ব্যবহার করলে কিছু টাকা সেভ ও করতে পারবেন।

যদি আপনার ফোনে ডুয়াল-সিম সেটআপ থাকে তবে আপনি সেখানে অন্য একটি সিম কার্ড যুক্ত করতে পারেন। এটি আপনাকে একই সাথে দুইটি সিম-কার্ড ব্যবহার করার সুবিধা দেয়, আপনার কাজ হয়ে গেলে আবার সিম-কার্ডটি খুলে রাখতে পারেন।

বিকল্প হিসেবে, আপনি বার্নার ফোন অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপ গুলো আপনাকে ফোন নম্বর বা সিম কার্ডের অদলবদল না করেই দ্রুত এবং সহজে ফোন নম্বর তৈরি এবং ডিলিট করার সুবিধা দিয়ে থাকে। আপনি যদি এই পদ্ধতি ফলো করতে চান তাহলে টেম্পোরারি বার্নার ফোন অ্যাপ লিখে গুগলে সার্চ করলেই বেস্ট বার্নার অ্যাপ পেয়ে যাবেন।

শেষ কথাঃ আপনার মূল ফোনটিকে সুরক্ষিত রাখুন

আপনি পাহাড়ে ঘুরতে যান বা কোন অপরাধ-প্রবণ এলাকায় যান না কেন ইত্যাদি কারণ ছাড়াও আপনার বার্নার ফোন ব্যবহার করার অনেক কারণ রয়েছে। কি কি কারণ, কিভাবে একটি বার্নার ফোন কিনবেন তা আপনারে এখন জানেন। তো আজকের টিউনটি কেমন হয়েছে তা টিউনমেন্ট করে জানিয়ে দিন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস