অ্যানোনিমাসঃ অ্যানোনিমাস একটা বৈশ্বয়িক হ্যাক্টিভিস্ট মানে, হ্যাকার দের গ্রুপ। এখানে একটু ছোট্ট কথা আছে, অ্যানোনিমাস আসলে একটা গ্রুপ বলে আমরা জানলেও আসলে অ্যানোনিমাস কোন গ্রুপ না, এটা একটা মতবাদ বা বিশ্বাস। একজন অ্যানোনিমাস হ্যাকার নিজেকে এই দলের একজন সদস্য ভাবেন, এবং কোন রকম লাভের চিন্তা না করেই কাজ করে যান নিজের অবস্থান থেকে।
এরা সাধারনত কোনো ওয়েবসাইটে Dos / DDos এর মাধ্যমে হামলা করে থাকে। ২০০৩ সালে এই দলটি সাড়া বিশ্বের কিছু ইন্টারনেট ব্যবহারকারীর দ্বারা গঠিত হয়। অ্যানোনিমাসের সদস্যরা “অ্যানোন” নামেও পরিচিত। তার সাধারনত কোন প্রতিবাদ মিছিলে আসলে এক ধরনের মাস্ক ব্যবহার করে
অ্যানোনিমাস অন্যায় সহ্য করে না, অ্যানোনিমাস প্রতিবাদ করে, অ্যানোনিমাস Open Worlds এর সপক্ষে, অ্যানোনিমাস মানুষের প্রাইভেসী
তে বিশ্বাস করে। অ্যানোনিমাস যুদ্ধ করে সত্যের পক্ষে। মনে করেন কোন একটা কোম্পানী কোনভাবে দুর্বল কোন গ্রুপ বা খোদ একটা দেশের সাথে অন্যায় করতেছে, তারা অফকোর্স অ্যানোনিমাসের চোখে অপরাধী। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, তাহলে বুঝবেন,
গেলবার বিশ্বকাপ ফুটবল হলো ব্রাজিলে, তাই না? তো ব্রাজিলের মানুষ নিজেদের হাজার হাজার সমস্যায় বাচে না, খুব বেশী অভাবে বাস করে, তাদের দিকে সরকারের লক্ষ্য নাই, এদিকে বিশ্বকাপের জন্য বিলিওন বিলিওন ডলার খরচ করে ফেললো। ব্যাপার টা অ্যানোনিমাসের কাছে অন্যায় মনে হলো, সো বাশ খাওয়া শুরু করলো ব্রাজিলের প্রতিটা সরকারী সাইট, খোদ ফিফার সাইট, শুধু তাই না, যেই যেই কম্পানী সেবার স্পন্সর ছিলো সবাই ফেস করলো তারা সবাই বুঝল অ্যানোনিমাস কি জিনিষ।
অ্যানোনিমাস Open Source সবকিছুকেই প্রমোট করে, লিনাক্সের মত Open Source অপারেটিং সিস্টেম গুলোকে সবসময় ই নানা ভাবে সাপোর্ট দিয়ে আসছে অ্যানোনিমাস। ইভেন নিউবি হ্যাকার দের অতি ফেভারেট টুল LOIC বা Low Orbit Ion Canon যেটা অ্যানোনিমাসের এক প্রোগ্রামার এর বানানো।
VPN:- VPN এর মানে হলো Virtual Private Network এটি একটি Encrypted Connection যাকে ব্যবহার করে আমরা ইন্টারনেটের মাধ্যমে যেকোনো Device সুরক্ষিত ভাবে নেটওয়ার্কের সাথে সংযোগ করতে পারি। VPN বা Virtual Private Network আপনার ব্যবহার করা ইন্টারনেট Connection এ অধিক Security এবং Privacy যোগ করে, যেকোনো Public Network / Private Network, Open Wifi Hotspot Connection কে সুরক্ষিত করে দেয়। এতে, Hacker এবং data Sealers দের থেকে নিজেকে এবং নিজের Device ও Network কে বাঁচিয়ে রাখতে পাড়া যায়।
Tor:- The Onion Router এর সংক্ষেপ নামই হচ্ছে TOR। Onion অর্থ হচ্ছে পেঁয়াজ। এই নেটওয়ার্কের গঠন মূলত পেঁয়াজের মতোই তাই এর নাম দেওয়া হয়েছে Onion Router। Onion Routing নীতির উপর ভিত্তি করে এই নেটওয়ার্ক তৈরী করা হয়েছে। টর নেটওয়ার্কে নিরাপত্তা থাকে অনেকগুলো স্তরে কারণ এরা অনেকগুলা। এই সকল স্তরে ব্যবহারকারীদের তথ্য এনক্রিপ্ট করে রাখা হয়। এর ফলে ব্যবহারকারীদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না। সম্পূর্ণ গোপণীয়ভাবে ব্রাউজিং করা যায়। এটা দিয়ে ডার্ক ওয়েব ও ব্রাউজ করা যায়।
এটা কিভাবে কাজ করে?
টর নেটওয়ার্কে আপনার অনলাইন পরিচয়কে ছদ্মবেশে বিভিন্ন টর সার্ভার দিয়ে এনক্রিপশন করিয়ে তারপরে সেই ট্র্যাফিককে নির্দিষ্ট স্থানে পাঠানো হয়; ফলে আপনার পরিচয় ট্র্যাক করা অসম্ভব হয়ে পড়ে।
এটা কারা ব্যবহার করতে পারে?
যদি আপনি অনলাইনে নিজের অ্যাকটিভিটি লুকিয়ে রাখতে চান তাহলে TOR নেটওয়ার্ক সবচাইতে সহজ এবং ভরসা যোগ্য। VPN ব্যবহার করে এই কাজ করা গেলেও, VPN সাধারনত এই সার্ভিস দেওয়ার জন্য চার্জ করে থাকে কিন্তু TOR ব্রাউজার সকলের জন্য ফ্রী। যদি আপনার প্রাইভেসি নিয়ে আপনি খুব সচেতন হোন কিংবা আপনার অনলাইন একটিভিটি সকলের কাছ থেকে লুকিয়ে রাখতে চান তবে অবশ্যই TOR আপনাকে অনেক সাহায্য করতে পারে। অনেক হ্যাকার রা গভর্নমেন্ট থেকে বাঁচার জন্য টর ব্রাউজার ব্যবহার করে।
টর নেটওয়ার্ক এবং টর ব্রাউজার ব্যবহার করা অনেক সহজ এবং সাধারন কাজের জন্য এটি অনেক উপকারী কিন্তু এটা মনে করবেন না আপনি টর ব্যবহার করছেন তো আপনি সম্পূর্ণ নিরাপদ। লুকিয়ে থাকা আর নিরাপদ থাকা এই দুইটি সম্পূর্ণ আলাদা ব্যাপার। আপনি টর ব্যবহার করে কোন ওয়েবসাইট ফর্মে আপনার নাম ঠিকানা ইত্যাদি তথ্য প্রবেশ করালেন, এক্ষেত্রে আপনার নিজের প্রাইভেসি আপনি নিজেই নষ্ট করলেন। কোন সাইটে আপনি নিজে কোন তথ্য প্রবেশ করালে আপনি নিরাপদ থাকতে পারবেন না, সে সাইট তো জেনেই গেলো আপনি কে, তাই না?
অনেক বড় ফাইল ডাওনলোড এর জন্যে এটা ব্যবহার করা ঠিক হবে না কারণ TOR এর Bandwidth খুবই কম তাই VPN ব্যবহার করতে পারেন।
আমি তানভীর খন্দকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।
Ethical Hacker || Bug Hunter || Red Team Member at @SynackRedTeam|| Admin at CTF_Community_Bangladesh || Admin at Bug_Bounty_Community_Bangladesh