হ্যাকার থেকে বাচার ৫টি পদ্ধতি

১। পাবলিক ওয়াইফায়ে পার্সোনাল বা কোম্পানির কোন একাউন্ট ব্যবহার না করাঃ

আমরা অনেক সময় পাবলিক ওয়াইফাই ব্যবহার করে কেনাকাটা করি বা লেন দেন করি। তাছাড়া আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ একাউন্ট আমরা পাবলিক ওয়াইফায়ে ব্যবহার করি। এভাবে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য যেমন- পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নাম্বার ইত্যাদি চলে যেতে পারে। তাই পাবলিক ওয়াইফাই ব্যবহার করা বন্ধ করুন।

২। যা প্রয়োজন নেই, তা থেকে দূরে থাকুনঃ

হ্যাকাররা আপনার তথ্য, অবস্থান ইত্যাদি জানার জন্য আপনার ফোনের কিছু বৈশিষ্ট ব্যবহার করতে পারে। তাই জিপিএস লোকেশন, ওয়্যারলেস সংযোগ, জিও ট্র্যাকিং ইত্যাদি সব সময় ওপেন না রেখে যখন প্রয়োজন শুধু মাত্র তখন ব্যবহার করুন।

৩। ট্রাস্টেড সফটওয়্যার ব্যবহার করুনঃ

আপনি নিশ্চিত হউন আপনি এমন সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করছেন সেই সাইট বিশ্বস্ত। যাদের বিশ্বস্ততার কারনে তারা খ্যাতি অর্জন করেছে। তাই সেই সকল সাইট থেকে শুধুই প্রয়োজনীয় সফটওয়্যার ন্ডাউনলোড।

৪। লক কোড বা এনক্রিপ্ট করা পাসওয়ার্ড ব্যবহার করুনঃ

আপনার পাসওয়ার্ডটি যেন কমপক্ষে ৮টি অক্ষর হয়, বড় এবং ছোট হাতের অক্ষর, স্পেশিয়াল চিহ্নগুলো দিয়ে তৈরি হয়। আর সবচেয়ে ভাল যদি আপনার পাসওয়ার্ড র‍্যানডম ভাবে মানে এলোমেলো আকারে তৈরি করা যায়। আপনার ডাটা সুরক্ষার জন্য অবশ্যই এনক্রিপ্ট করা পাসওয়ার্ড ব্যবহার করুন।

৫। সন্দেহভাজন লিংক বা ফাইল থেকে দূরে থাকুনঃ

যেহেতু অনলাইনে আপনার পদচারনা রয়েছে, তাই আপনি এমন লিংক বা ফাইলের মুখোমুখি হতে পারেন যা ভাইরাস  আক্রান্ত। যদি এই সকল লিংকে ক্লিক করেন, তাহলে অবশ্যই আপনার পিসি বা মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হতে। সুতরাং আপনার উচিৎ সন্দেহভাজন লিংক বা ফাইল থেকে দূরে।

 -

আমার ব্লগে আপনাকে স্বাগতম

Level 0

আমি মোহাম্মাদ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

হাই বন্ধুরা, আমি মোহাম্মাদ আলী। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং বাংলায় ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখা-লেখি করি। আমি এই ব্লগের ফাউন্ডার। প্রয়োজনে ব্লগটি ঘুরে আসতে পারেনঃ Blog: https://digitalmarketingsoldier.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস