BaitBlock – ইন্টারনেটে আর নষ্ট হবে না আপনার মনোযোগ! কাজে হয়ে উঠুন আরও প্রোডাক্টিভ!

টিউন বিভাগ সাইবার সিকিউরিটি
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব কিভাবে অনলাইনে কাজের প্রতি আরও মনযোগী হতে পারবেন।

শুরুর কথা

ইন্টারনেট আজকে এত তথ্যবহুল যে আপনি চাইলেই যেকোনো তথ্য যেকোনো সময় পেয়ে যাচ্ছেন। গুগলে সার্চ দিয়ে দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধানও পাওয়া যাচ্ছে। আবার মাঝে মাঝে দেখা যায় আপনার প্রয়োজনীয় কোন পণ্যের এড দেখাচ্ছে যার কথা আপনি ভাবছিলেন কিছুদিন যাবত। তো ইন্টারনেট এত বুদ্ধিমান কিভাবে হল? কিভাবেই বা আপনার প্রয়োজন তারা জানতে পারে? কিভাবে বুঝতে পারে আপনি কোন দেশে, কোন এরিয়াতে বাস করছেন? কিভাবে জানতে পারে আপনার দেশের Grab নেই আছে Uber আপনাকে শুধু Uber এর এডই দেখাতে হবে? তারা কিভাবে বুঝতে পারে আপনাকে অনলাইন ফূড ডেলিভারি এড দেখাতে হবে বা আপনাকে সার বা কীটনাশক এর এড দেখাতে হবে?

এই সকল প্রক্রিয়াই কিন্তু হয় আপনাকে ব্যবহার করে আপনার ব্যক্তিগত ডাটা ব্যবহার করে। আপনি যখন কোন ব্রাউজারে কিছু সার্চ করছেন কোন শোশ্যল মিডিয়াতে লগইন করছেন সাথে সাথে ইন্টারনেট আপনার Cookies কালেক্ট করছে, পরবর্তী সমাধানের জন্য আগে থেকে ডাটা নিয়ে রাখছে। আমাদের ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুলোই মূলত বেশি ব্যবহার করে আমাদের cookies। যেমন গুগলের বিরুদ্ধেও কয়েকবার ইউজারদের ডাটা ব্যবহারের অভিযোগ এসেছে। এজন্য অনেক ইউজার বিকল্প সার্চ ইঞ্জিনও ব্যবহার করে, যেগুলোকে বলা হয় প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন।

আমাদের এই ধরনের ডাটা ব্যবহার যেমন একদিক থেকে ভাল অন্য দিকে এর আছে মন্দ দিকও। আমাদের কুকিজ ব্যবহার বিজ্ঞাপণী প্রতিষ্ঠান গুলো আমাদের প্রতিনিয়ত বিভিন্ন পণ্যের এড দেখাচ্ছে যা সব সময় আমাদের জন্য দরকারি নয়। এড দেখানোর পাশাপাশি যা হয় মাঝে মাঝে আমরা ইন্টারনেট বিষয়টাতেই বিরক্ত হয়ে যাই। ধরুন কোন কাজ করছেন হটাৎ কোন তথ্যের জন্য গুগলে সার্চ দিলেন, দেখবেন মনের অজান্তেই কখন অন্য কোন ওয়েবসাইটে চলে গিয়ে সময় চলে যাচ্ছে আপনার খেয়াল নেই। গুরুত্বপূর্ণ এসাইনমেন্টের করছেন এই মুহূর্তে কোন এড এসে আপনাকে নিয়ে গেল অন্য সাইটে কোন দিক দিয়ে সময় চলে গেল টেরই পেলেন না।

Internet Distractions কি?

বর্তমানে উপরের বর্ণিত বিষয়টিই হচ্ছে Internet Distraction। যেকোনো PopUp বা এড আপনার কাজের মনোযোগ নষ্ট করে ফেলতে পারে৷ সার্চ ইঞ্জিন বা এড কোম্পানি গুলো প্রতিনিয়তই গবেষণা করে যাচ্ছে কিভাবে আপনার মনোযোগ নষ্ট করা যায় কিভাবে তাদের পণ্যের প্রতি আপনাকে আকৃষ্ট করা যায়। অনেক মানুষ দেখেছি যারা এমন সমস্যা থেকে মুক্তি পেতে গুরুত্বপুর্ণ কাজ করার সময় ডাটাই অন করে না।

অনলাইনে এই ধরনের সমস্যার অনেক সমাধানই আছে, আজকে আমি এমন একটি এক্সটেনশন এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি আপনার কাজের প্রতি মনোযোগ ধরে রাখতে পারবেন এবং ব্রাউজিং হবে নিরাপদ।

BaitBlock কি?

Bait Block একটি ফ্রি ব্রাউজার এক্সটেনশন যা ব্যবহার করে আপনি নিরাপদে৷ নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। এটি আপনার জন্য দারুক দারুণ সব ফিচার প্যাক করে রেখেছে যেমন, Block Website, Third Party Cookies ইত্যাদি। এটির ওয়েবসাইট ব্লকিং ফিচারটি দারুণ স্মার্ট এটি শুধু আপনার পছন্দের সাইটের URL ই শুধু ব্লক করবে না সাথে সাথে সার্চ ইঞ্জিন বা অন্য কোথাও ম্যানশন করাও ব্লক করে দেবে। এটি বর্তমানে Google Chrome এবং অনন্য Chromium ব্রাউজারে সাপোর্ট করে।

Baitblock: Distraction Blocker

  • গুগল ক্রোম এক্সটেনশন @ Baitblock
  • অফিসিয়াল ওয়েব সাইট @ Baitblock

BaitBlock এর চমৎকার ফিচার গুলো

চলুন দেখে নিই কোন ফিচারে কাজ কি,

  • Intelligent Blocker: যেকোন ওয়েবসাইট এমন ভাবে ব্লক করবে সকল জায়গা থেকে আপনার কাছে হাইড হয়ে যাবে।
  • Website Blocker: অপ্রয়োজনীয় সকল ওয়েবসাইট লিস্ট আকারে  ব্লক করে দিতে পারবেন
  • Tracking Resistance: যেকোন ওয়েবসাইটের সকল ধরনের ট্র্যাকার ব্লক করে দেবে যাতে করে কেউ আপনার কোন তথ্য ট্র্যাক করতে পারবে না।
  • Hide Recommendations on YouTube: ইউটিউবের Recommendations গুলো মুছে দিয়ে পরিস্কার একটা ইন্টারেফেস আসবে।
  • Block Cookie Notices: যেকোন ওয়েবসাইটে গেলেই আমরা দেখি কুকিজ ব্যবহারের নোটিশ আসে, এটা এই নোটিশ গুলো বন্ধ করে দেবে
  • Show TL;DR of links: লিংকে ক্লিক করার আগে দরকারি লিংক গুলো খুঁজে পেতে সাহায্য করবে।

BaitBlock এর পছন্দ করার মত কিছু ফিচার

Block Cookies & Trackers

আপনি খেয়াল করে দেখবেন যখন কোন নতুন ওয়েবসাইটে যান তখন এটি কুকিজ ব্যবহারের পারমিশন চায়। যদি আপনি না বুঝে অচেনা কোন ওয়েবসাইটে পারমিশন দিয়ে দেন তাহলে আপনার প্রাইভেসি চলে যেতে পারে তাদের হাতে। আপনার কুকিজ ব্যবহার করে তারা আপনার ভাল লাগা মন্দ লাগা জেনে যেতে পারে এবং পরবর্তীতে এড দেখাতে পারে আরও ভয়াবহ তথ্য হচ্ছে এই কুকিজ ব্যবহার করে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্ট ও হ্যাক হয়ে যেতে পারে। তাই আপনি যখন এর Block Cookies ব্যবহার করবেন তখন এই ধরনের ঝুঁকি থেকে বেচে যাবেন।

Remove Recommendations from YouTube

আমরা ইউটিউবে সবাই ভিডিও দেখি কিন্তু ইউটিউবের Recommendations গুলো মাঝে মাঝে আমাদের বিরক্তির হয়ে যায়। এমনকি যারা ডাটা দিয়ে ইন্টারনেট চালাই তাদের এই Recommendation গুলোর জন্য খরচ হয় অতিরিক্ত ডাটা।

Website Blocker

আমরা জানি ইন্টারনেটে কাজের অকাজের অনেক ধরনেরই ওয়েবসাইট রয়েছে। ওই সমস্ত ওয়েবসাইট আমাদের মনোযোগ তো নষ্ট করেই সাথে সাথে আমাদের ধাবিত করে অন্য কাজে। অনলাইনের এডাল্ট সাইট গুলোর কথাই ধরুন। কিন্তু আপনার জন্য সুসংবাদ হচ্ছে এই এক্সটেনশনটি ব্যবহার আপনি ওই সমস্ত সাইট ব্লক করে দিতে পারবেন। আমরf সাধারণত যে সমস্ত ব্লকার গুলো ব্যবহার করি সেগুলো হয়তো শুধু মাত্র URL ব্লক করে কিন্তু এই এক্সটেনশনের Website Blocker ফিচারটি আপনার URL ব্লক করার পাশাপাশি এটিকে ব্লক করে দেবে সার্চ ইঞ্জিন থেকেও। এমনকি অন্য ওয়েবসাইটের রেফারেন্স থেকেও।

কিভাবে ব্যবহার করবেনঃ

চলুন দেখে নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন দারুণ এই Baitblock এক্সটেনশনটি।

ধাপ ১

প্রথমে আপনার গুগল ক্রোমে গিয়ে Baitblock এক্সটেনশনটি ইন্সটল করে নিন।

ধাপ ২

এক্সটেনশনবার থেকে Baitblock আইকনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন কত গুলো ফিচার। ফিচার গুলো হল Intelligent Blocker, Website Blocker, Tracking Resistance, Hide Recommendations on YouTube, Block Cookie Notices, ও Show TL;DR of links।

ধাপ ৩

আপনি সেটিং আইকন এ ক্লিক করে যেকোন ওয়েব সাইটও ব্লক করতে পারেন।

BaitBlock এর সুবিধা

চলুন এবার দেখে নেয়া যাক কেন ব্যবহার করবেন Baitblock। এবং Baitblock এর কিছু সুবিধা,

  • যেকোন ওয়েবসাইট এমন ভাবে ব্লক করবে সকল জায়গা থেকে আপনার কাছে হাইড হয়ে যাবে
  • অপ্রয়োজনীয় সকল ওয়েবসাইট লিস্ট আকারে  ব্লক করে দিতে পারবে
  • যেকোন ওয়েবসাইটের সকল ধরনের ট্র্যাকার ব্লক করে দেবে যাতে করে কেউ আপনার কোন তথ্য ট্র্যাক করতে পারবে না
  • ইউটিউবের recommendations গুলো মুছে দিয়ে পরিস্কার একটা ইন্টারেফেস দেখাবে
  • লিংকে ক্লিক করার আগে দরকারি লিংক গুলো খুঁজে পেতে সাহায্য করবে

শেষ কথাঃ

এই এক্সটেনশনটি ব্যবহারের মাধ্যমে আপনার কাজের মনোযোগ ধরে রাখতে পারবেন। এটি আপনাকে অযথা ব্রাউজিং করে সময় নষ্ট করা থেকে বাঁচাবে। একই সাথে আপনি পাবেন কুকিজ সংক্রান্ত নিরাপত্তা এবং কম ডাটা খরচের নিশ্চয়তা।

কেমন হল আজকের টিউন টিউমেন্টের মাধ্যমে জানান। আমাদের জানান আপনার কাছে কেমন লাগে এই এক্সটেশনটি।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস