Quad 9 – IBM এর সুপার পাবলিক DNS ব্যবহার করুন! নিরাপদ থাকুন ইন্টারনেটে!

টিউন বিভাগ সাইবার সিকিউরিটি
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে কথা বলব IMB এর নতুন DNS সার্ভার নিয়ে যার মাধ্যমে আপনি নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করা যাক।

ইন্টারনেট ব্যবহারে পাশাপাশি ইন্টারনেটে নিরাপদ অবস্থান করা টাও জরুরী। আমাদের বিভিন্ন ভুলে অফারের ফাঁদে পরে হারিয়ে ফেলতে পারি আমাদের গুরুত্বপুর্ণ ডাটা। ঝুকিতে পড়তে পারে আমাদের প্রাইভেসি। আপনার প্রাইভেসি বিভিন্ন ভাবেই রক্ষা করতে পারেন এবং ব্যবহার করতে পারেন নিরাপদ ইন্টারনেট। বাড়তি সফটওয়্যার বা এপ ছাড়া সেইফ ইন্টারনেট ব্যবহারের একটি মাধ্যম হচ্ছে DNS ব্যবহার।

গত কিছু বছর যাবত বিভিন্ন কোম্পানি ফ্রি Public DNS সার্ভিস লঞ্চ করছে। যেমন গুগলও তার ইউজারদের জন্য দুইটি ইউজার ফ্রেন্ডলি আইপি 8.8.8.8 এবং 8.8.4.4 দিয়েছে। অন্য দিকে OpenDNS ও এমন DNS সার্ভিস দিচ্ছে যার মাধ্যমে এটি একই সাথে ফিশিং সাইট গুলোকে ব্লক করার ক্ষমতা রাখে।

আপনি যদি বিভিন্ন সার্ভারে শিফট করতে চান তাহলে বলব, Public DNS Server Tool ও ChrisPC DNS এই দুইটি টুল ট্রাই করে দেখতে পারেন।

Quad 9 কি?

International Business Machines - IBM কে চিনে না এরকম লোক কমই পাওয়া যাবে। কারণ IBM ই হলো কম্পিউটিং জগতে এক অনন্য প্রতিষ্ঠান। পারসোনাল কম্পিউটার থেকে ইন্টারনেট সব কিছুতেই IBM এর বিচরণ। আপনি বর্তমানে যে প্রযুক্তিই ব্যবহার করেন না কেন এর পিছনে রয়েছে IBM.

ইদানীং IBM ইউজারদের এই ধরনের সেবা দিতে আগ্রহী হয়েছে। তারা নতুন একটি Public DNS সার্ভিস নিয়ে এসেছে যা আপনাকে নেটওয়ার্ক ও প্রাইভেসি নিরাপত্তা দেবে বলে আশা করা যায়। এটি Global Cyber ​​Alliance, এবং Packet Clearing House এর সহযোগিতায় নতুন এই DNS সার্ভিস লঞ্চ করেছে।

এটি “9.9.9.9” এই সুপার ফ্রেন্ডলি আইপি এড্রেসটি ব্যবহার করে বাজারের বাকি সার্ভার গুলো থেকে বেশি সার্ভিস দিতে প্রতিজ্ঞাবদ্ধ। IMB এর দাবী তারা ডোমেইন এনালাইসিস করে ফিশিং সাইট এবং ঝুঁকিপূর্ণ সাইট গুলোকে ব্লক করবে যার মাধ্যমে ইউজারের প্রাইভেসি আরও শক্তিশালী হবে এবং ইন্টারনেটও হবে আরও দ্রুত।

এটি উইন্ডোজ, ম্যাক, অন্যান্য অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। শুধু মাত্র আইপি এড্রেস মডিফাই করেই ইউজার এই সার্ভিস ব্যবহার করতে পারবে, দিতে হবে না কোন সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল।

ইন্টারনেটে ইউজারদের মতামত ছিল এটি গুগল DNS থেকে কিছুটা স্লো। তবে Quad জানিয়েছে এটি বর্তমানে প্রক্রিয়াধিন আছে এবং দ্রুত ভাল সার্ভিস দিতে পারবে।

Quad 9

অফিশিয়াল ওয়েবসাইট @ Quad 9

কিভাবে ব্যবহার করবেন

চলুন দেখে নেয়া যাক কিভাবে এই Quad 9 ব্যবহার করবেন।

উইন্ডোজ

প্রথমে আমরা দেখব কিভাবে উইন্ডোজে Quad 9 ব্যবহার করবেন।

ধাপ ১

প্রথমে Control Panel এ যান। Network and Internet এ ক্লিক করুন।

এবার Network and Sharing Center এ ক্লিক করুন।

উপরে বামপাশ থেকে Change adapter Settings  এ ক্লিক করুন

ধাপ ২

এবার Ethernet এ গিয়ে Right Click করে Properties যান

এবার internet Protocol Version  4 এ ক্লিক করুন

ধাপ ৩

নিচের মত স্ক্রিন আসবে এখান থেকে ২য় বক্সের Use the following DNS server adresses এ ক্লিক করুন।

বক্সে বসিয়ে দিন 9.9.9.9 এবং ok ক্লিক করুন।

এবার নিশ্চিন্তে এবং নিরাপদে ব্যবহার করুন ইন্টারনেট।

ম্যাক-বুক

এবার আমরা দেখব কিভাবে ম্যাক-বুকে Quad 9 এই সার্ভার ব্যবহার করবেন।

ধাপ ১

প্রথমে এপল লোগো তে ক্লিক করে তারপর System Preferences এ ক্লিক করুন।

এবার Network সেটিংস এ যান।

ধাপ ২

Advanced এ ক্লিক করুন

এখান থেকে DNS সার্ভারে যান এবং প্লাস বাটনে ক্লিক করুন।

এবার ফাকা ঘরে 9.9.9.9 বসিয়ে Apply  করে দিন কাজ শেষ।

IBM এর মতে তারা আপনার কোন ব্যক্তিগত ডাটা কালেক্ট করবে না। তাদের দাবী তারা যেহেতু একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান সুতরাং নিরবচ্ছিন্ন সার্ভিস দেয়াই তাদের প্রধান উদ্দেশ্য।

Quad 9 এর কিছু সুবিধাঃ

চলুন জেনে নেয়া যাক কেন Quad 9 ব্যবহার করবেন এবং Quad 9 এর কিছু সুবিধা

  • এটি ফিশিং এবং ঝুঁকিপূর্ণ সাইট গুলো ব্লক করে দেবে
  • ইউজারের প্রাইভেসি হবে আরও শক্তিশালী
  • বিনা মূল্যে উইন্ডোজ, ম্যাক, এবং বাকি অপারেটিং সিস্টেম গুলোও এই DNS সুবিধা ভোগ করতে পারবে

শেষ কথা

আমরা প্রতিদিন আমাদের ইন্টারনেট নিরাপত্তা নিয়ে ভয়ে থাকি, কখন হ্যাক হয় বা কখন হ্যাকিং এর শিকার হই। আমি মনে করছি এই দিক থেকে এই DNS সার্ভারটি খুবই উপকারী।

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন।  সাথে সাথে জানান আপনার কাছে কেমন লেগেছে IBM এর এই DNS।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস