আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আমি অনলাইন নিরাপত্তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক।
চলতি বছরের শুরুর দিকে গুগল তার ব্যবহারকারীদের অনলাইনে আরও অধিক নিরাপত্তার স্বার্থে পাসওয়ার্ড চেকআপে এক্সটেনশন লঞ্চ করেছে যার মাধ্যমে একজন ব্যবহার কারী চেক করে নিতে পারবে তার পাসওয়ার্ড কতটা শক্তিশালী বা নিরাপদ। এই সুবিধাটি পাওয়া যাবে গুগল ক্রোমের এক্সটেনশনের মাধ্যমে। অথবা সরাসরিও ব্যবহার করা যাবে এই সুবিধা।
একজন ইউজারের পাসওয়ার্ড কোন কারণে লিক বা হ্যাক হয়ে গেলে এটি সাথে সাথে ওয়ার্ন করবে এবং সাথে সাথে নতুন পাসওয়ার্ড রিপ্লেস করার ব্যবস্থা করবে। গুগল জানিয়েছে অতি দ্রুত এই ফিচারটি তারা ক্রোমে ডিফল্ট ভাবেই দিয়ে দেবে। গত বছরের শেষ দিকে ফায়ার-ফক্স একই ধরনের একটি টুল ব্যবহারকারীদের জন্য নিয়ে আসে সেটার নাম ছিল Email Monitor Tool।
বর্তমানে প্রায় সকল ব্রাউজার গুলোতে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট এর ব্যবস্থা আছে। তারা ওই ব্রাউজার দিয়ে লগইন করা সকল পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখে এবং পরবর্তীতে দ্রুত লগইনে সাহায্য করে। ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ও একই ভাবে ইউজারের পাসওয়ার্ড নিয়ে সংরক্ষণ করে এবং যেকোনো ডিভাইস থেকে ব্রাউজারে লগইন করলে সেই পাসওয়ার্ড গুলো সিনক্রোনাইজ হয়। অতিসম্প্রতি গুগল নিয়ে এসেছে পাসওয়ার্ড সিকিউরিটির চেক। এটি নিশ্চিত করে যে ইউজারের পাসওয়ার্ড কোথাও লিক হয়েছে কিনা বা বর্তমান পাসওয়ার্ড কতটা শক্তিশালী।
গুগলের কাছে পাসওয়ার্ড রাখবেন কি রাখবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে অনেকে মনে করে গুগলকে সব তথ্য দেয়া ঠিক না। তাই অনেকে বাজারের অন্য সফটওয়্যার গুলো যেমন, keep password, অথবা Master password ব্যবহার করে।
অফিসিয়াল লিংক @ Google Password Manager
কিভাবে গুগলের এই দারুণ ফিচারটি ব্যবহার করবেন চলুন দেখে নেয়া যাক।
প্রথমে Google Password Manager ক্লিক করুন। গুগল একাউন্টে লগইন করা না থাকলে লগইন করে নিন। নিচের মত একটি পেজ দেখতে পারবেন।
পেজটি স্ক্রল করে নিচের দিকে গেলে এমন একটি পেজ পাবেন, এখান থেকে Password Manager এ ক্লিক করুন।
আপনাকে Password Manager এর পেজে নিয়ে যাওয়া হবে, Get started এ ক্লিক করুন।
এবার আমাদের পাসওয়ার্ড চেক করার পালা, check passwords এ ক্লিক করুন।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাসওয়ার্ড লিক হয়ে গেলেও সেটা ব্যবহার হতেই থাকে মানে হ্যাকাররা চেঞ্জ করে না। গুগল পেয়েছে প্রায় ৪ মিলিয়নের বেশি পাসওয়ার্ড লিক হয়েছে বিভিন্ন থার্ড পার্টি সার্ভিস ব্যবহারের কারণে। যদি আপনার পাসওয়ার্ড অন্য পাসওয়ার্ড এর সাথে মিলে যায় তাহলে সেটা রেড মার্ক দিয়ে দেখিয়ে দেবে। আমার এমন কোন সমস্যা ছিল না তাই প্রথমটি সবুজ। নিচে দুইটার মানে হচ্ছে ৯৫ টি ওয়েবসাইটে আমার পাসওয়ার্ড সেইম এবং ৬ টি একাউন্টে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করছি।
আমরা মাঝ মাঝে একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করি এটা বড় ধরনের বোকামি কারণ এক জায়গায় হ্যাক হলে, সব জায়গা ঝুঁকিতে পরে যাবে তাই বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করাই ভাল।
এবার সমস্যা অনুযায়ী ক্লিক করুন আমি Reused Password এ ক্লিক করেছি এবং চাইলে এখান থেকে পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে নিতে পারব।
আমি বলব গুগল যত জায়গায় রিস্ক বলবে তত-জায়গায় ক্লিক করুন এবং প্রয়োজনে পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। পাসওয়ার্ড চেঞ্জ হলে সেটা অটোমেটিক গুগল পাসওয়ার্ড এ সেভ হবে। এবং আপনাকে আলাদা করে আবার সব জায়গায় লগইন করতে হবে।
আমাদের অনলাইন নিরাপত্তার জন্য এটি খুবই দরকার চলুন জেনে নিই কেন এটি ব্যবহার করবেন।
আমরা সবাই জানি বর্তমানে ইন্টারনেট ডাটা প্রাইভেসি কতটা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তেমনি হ্যাকাররাও হচ্ছে আরও শক্তিশালী। আপনার অজান্তেই আপনার সকল ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারের হাতে। তাই আজকেই সচেতন হোন।
কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবে। আপনার কাছে ব্যবহার করে কেমন লাগলো সেটাও বলতে ভুলবেন না।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
উপকারী তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।