হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি। আর এটি আমি চেইন টিউন হিসেবে আপনাদের দিতে পারব বলে আশা করছি। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সিএসএস। এ বিষয়ে যেহেতু আমরা ধারাবাহিক আলোচনা করব তাই এর সমন্ধে আমাদের প্রাথমিক কিছু জানা থাকা দরকার তাই আমি আপনাদের সামনে এর বেসিক কিছু আলোচনা করব এরপর আমরা আমাদের টিউন নিয়ে আলোচনা করব।
চলুন প্রথমেই জেনে নিই সিএসএস কী? কেন ব্যবহার করতে হয়? এতে আমাদের লাভ কী? আপনি এটি কেন শিখবেন? আমরা এই প্রশ্নের উত্তর জেনে নিই চলুন। সিএসএস হচ্ছে একটি স্টাইল সিট তৈরীর জন্য ব্যবহৃত একটি ভাষা। এর মাধ্যমে আপনি যেকোনো আপনার তৈরী ওয়েব পেজ বা টেমপ্লেট সুন্দর ভাবে সাজাতে পারবেন। আর আপনাকে এই জন্যেই এটি ব্যবহার করতে হবে। এতে করে আমাদের লাভ হলো যে আপনি যেখানেই ওয়েব পেজ বা টেমপ্লেট এর কাজ করতে চান কেন ক্লায়েন্টের হোক বা আপনার স্টাইল না করলে তা কখনো গ্রহণীয় হবে না। তাই এটি ব্যবহার করা হয়ে থাকে।
তো আমরা মোটামুটি সবাই এটা জানলাম যে কেন আমাদের এটা শেখা জরুরী। তো আপনারা এখন ভাবতে পারেন আমরা এখানে কি কি শিখব? আপনাদের এটা জানানোর জন্যে বলছি আমরা টপিক বাই টপিক আলোচনা করব। তো এতে দেখা যেতে পারে কোনো কারণে সিরিয়াল অনুযায়ী নাও হতে পারে তবে যথাসম্ভব চেষ্টা করা হবে সিরিয়াল অনুযায়ী করার।
তো আমরা কি কি শিখব চলুন দেখে নিই:
এমন আরো অনেক আছে শুধু তাদের নাম দিতে চাই না পরে যখন আলোচনা হবে তখন এমনিতেই এসে যাবে।
এমন আরো অনেক আছে শুধু তাদের নাম দিতে চাই না পরে যখন আলোচনা হবে তখন এমনিতেই এসে যাবে। আমরা এগুলো শেখার চেষ্টা করব কেননা এগুলো শিখতে পারলে আপনি ওয়েব ডিজাইন সহজে করে আয়ও করতে পারবেন। আর এগুলো আপনি বাইরে শিখতে গেলে প্রচুর খরচ করতে হতো কিন্তু এখানে আপনি একদম ফ্রিতেই পাচ্ছেন।
এর মানে আবার এই নয় এখানে আপনি শিখে বড় ওয়েব ডিজাইন হয়ে যাবেন। আপনাকে আমরা শেখানোর চেষ্টা করব সমস্যার সমাধান দেব। আপনাকে নিজেকে প্রচুর অনুশীলন করতে হবে। গুগল থেকে আরো শেখার চেষ্টা করতে হবে। ভালো মানের ভিডিও দেখতে পারেন। তবে আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাকে শেখানোর এবং একজন ভালো মানের ওয়েব ডিজাইন হওয়ার জন্য সহযোগিতা করার। আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন।
আমি মাহাদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু শিখতে ভীষণ আগ্রহী
প্রিয় টিউনার,
আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –
চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …
চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….
চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু
এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।
এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।
টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।
চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ http://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।