স্কুল/কলেজ এর ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস এ করেছেন? তাহলে কিছু প্রশ্ন ও পরামর্শ (Update)

শুভেচ্ছা সবাইকে আশা করি ভাল আছেন। আমি আজ স্কুল-কলেজ এর ওয়েব সাইট নিয়ে কিছু কথা বলতে টিউন করেছি। আমরা অনেকে ওয়ার্ডপ্রেস এ সাইট করছি, আমিও করেছি http://pjmp.edu.bd কিন্তু কথা হচ্ছে আমি সাইটি তৈরি করে এর ডিসপ্লেটা সুন্দর দেখাচ্ছে। এই সাইটে কাজকি আপনি/আমি করব? না, কে করবেন স্কুল কলেজের শিক্ষক, যার ওয়েব সাইট সর্ম্পকেই ধারণা খুবই কম তার উপর ওয়ার্ডপ্রেস কাজ বুঝতেই পারছেন (সব শিক্ষক কথা বলছি না যারা পারেন না) বেশির ভাগই। আমি যে প্রতিটা অপশন প্লাগিং দিয়ে তৈরি করলাম উনি কি পারবেন প্রতি কাজ মনে রাখতে ?  আপনার কি মনে হয়, আমার মনে হয় না। আমি খুবই কম জানি অনেক বড় ভাই আছেন যারা খুব ভাল বুঝেন তারা হয়ত খুবই সহজ ভাবে কাজটা করেছেন কিন্তু আমার মনে হয় ওয়ার্পপ্রেস এডমিন সবারটায় সমান। আমি এই অনুভুতি থেকে চিন্তা করতে থাকি কি করা যায় শেষে এক ভাই-এর সহযোগিতায় পেমেন্ট করে নিলাম পিইচপিতে করা একটি সাইট।  নতুন যে কেউ সাইটিতে তার তথ্যাদি সহজে আপলোড করতে পারবে। নিচে এর এডমিন প্যানেল এর কিছু ছবি দিলাম।

 

আমি খুবই দু:খিত ছবিগুলি সরিয়ে নিতে হল  ডেভেলপার ভাই এর নিষেধ এর কারণে, ওনি চাননা এটি বানিজিক ভাবে প্রকাশ পাক(বড় ভাই আমাকে নিজের ছোট ভাই এর মত দেখেন তাই আমাকে দিয়েছেন)। আমি শুধু আপনাদের বিষয়টি বুঝার জন্য লেখাগুলি রাখরাম। এটি প্রকাশ করার জন্য ডেভেলপার ভাই এর কাছে উন্মোক্ত ক্ষমা প্রার্থী। 

 

1. http://postimg.org/image/6c8sjuh9r/

 

2. http://postimg.org/delete/4f2bnqwgw/

 

3. http://postimg.org/delete/a60b704jy/

 

4. http://postimg.org/delete/xdn27kqkm/

এডমিন প্যানেল রিকোয়েস্ট

ই-মেইল- [email protected]  স্কাইপি- royalnoman

আমার করা সাইট - http://arban.org.bd/school

এটি আমি যে ভাবে সেটাপ করেছি- ভিডিও টিউটরিয়াল দেখতে পারেন-  https://youtu.be/lGKz1s6BmLs

ওয়ার্ডপ্রেসে তৈরি করলে প্রতিটা স্কুলের স্যারদের বুঝাতে বুঝাতে শেষে পাগল হয়ে যেতে হবে।

আমার পূবে করা টিউন - দেখুন এখানে /

Level 2

আমি প্রযুক্তি প্রেমী-রয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আমি একটা স্কুল সাইট বানাইছি… কেমন হইছে দেখে বললে ভাল লাগবে…… http://pafmadrasha.edu.bd 01812993761