গুরুত্বপূর্ণ ৭ টি বেসিক কম্পিউটার স্কিল, যেগুলো সবার লাইফে প্রয়োজন

আসসালামু আলাইকুম, আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।

যারা ছাত্র-ছাত্রী এখনো পড়াশোনা করছেন, পড়াশোনা শেষ করে কর্মজীবনে যেতে চাচ্ছেন তাদের জন্য কম্পিউটারের কিছু স্কিল অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে, ছাত্র জীবনেও আপনাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করবে। আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে বেসিক ৭ টি কম্পিউটার স্কিল আপনার মধ্যে থাকা খুব বেশি প্রয়োজন, যে স্কিল গুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার বিভিন্ন সময় অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে ৭টি স্কিল যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি অনেক বেশি এগিয়ে যাবেন, আপনি কর্মজীবনেও এগিয়ে থাকবেন বা আপনার ব্যক্তিগত অনেক কাজ সহজেই করে ফেলতে পারবেন।

১. প্রথম স্কিল: বেসিক কম্পিউটার

কম্পিউটার কীভাবে অন করতে হয়, অফ করতে হয়, কম্পিউটার উইন্ডোজ অপারেটিং কীভাবে করতে হয় এ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আমরা স্মার্টফোন ব্যবহার করি, স্মার্টফোনে কীভাবে নাম্বার সেভ করতে হয় এ-সকল বিষয় কিন্তু আমরা জানি, ঠিক একই ভাবে কম্পিউটার অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ। উইন্ডোজ সম্পর্কে আপনার একটি ভালো ধারণা থাকতে হবে যাতে কম্পিউটার ভালো ভাবে অপারেট করতে পারেন।

২. দ্বিতীয় স্কিল: ইন্টারনেট ব্রাউজিং

কোন একটি তথ্য আপনি কীভাবে গুগল থেকে খুঁজে বের করবেন, কীভাবে ওয়েবসাইট থেকে খুঁজে বের করবেন, কোন একটি ওয়েবসাইটে গিয়ে কীভাবে আপনি ফরম পূরণ করবেন এগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে যাতে আপনি যেকোনো সময় যেকোনো তথ্য ব্রাউজিং করে বের করতে পারেন। মোবাইল ফোনে কিন্তু স্ক্রিন ছোট থাকার কারণে অনেক সময় অনেক কাজ করা যায় না, কম্পিউটারে স্ক্রিন বড় এবং অন্যান্য সুবিধার কারণে যে কোন কাজ সহজেই করা যায়। আপনাকে ইন্টারনেট ব্রাউজিং শিখতে হবে।

৩. তৃতীয় স্কিল: টাইপিং দক্ষতা

কম্পিউটারের সকল স্কিল গুলোর মধ্যে টাইপিং দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন ছাত্র হন তাহলে আপনাকে বিভিন্ন সময় অ্যাসাইনমেন্ট লিখতে হয়। ছাত্র জীবনে যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ভালো লেখালেখি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে এটক অনেক কাজে দিবে। আমরা অনেক সময় দেখি বিভিন্ন কোম্পানির শিট, গাণিতিক সমস্যা, আমাদের ব্যক্তিগত জীবনেও হিসাব নিকাশ এগুলো যদি আমরা মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে করতে পারি, এক্সেল এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, বড় বড় কোম্পানির হিসাব করতে পারবেন লক্ষ লক্ষ টাকার ঠিক তেমনই আপনি নিজে যদি এক্সেল এ দক্ষ হোন তাহলে কিন্তু এক্সেল আপনার লাইফে বিভিন্ন উপায়ে সহযোগিতা করবে।

৪. চতুর্থ স্কিল: প্রেজেন্টেশন

আমরা যখন ভিডিও দেখি ভিডিও এর মাঝখানে বিভিন্ন ধরনের বাংলা লেখা অথবা ইংলিশ লেখা আসে, আমরা যখন কোন স্লাইড শো করে দেখি বিভিন্ন জিনিস উপস্থাপন করা, তাই পাওয়ার পয়েন্টের কাজ যদি আপনি ভালো করে শিখে নিতে পারেন তাহলে আপনি বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন উপস্থাপন করতে পারবেন, অনেক সময় আমরা ইউটিউবে ভিডিও দেখে থাকি যে কেউ সামনে না এসে স্লাইড শো এর মাধ্যমে কিছু বোঝাচ্ছে এটাও কিন্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে করে থাকে। আপনি যদি মনে করেন যে আমি ইউটিউবিং শুরু করব তাহলেও কিন্তু এই স্কিল আপনার উপকারে আসবে।

৫. পঞ্চম স্কিল: গ্রাফিক্স ডিজাইন

আমি মনে করি বর্তমান সময়ে সবার গ্রাফিক্স ডিজাইন শিখা উচিত কারণ আপনি যখন ফেসবুকে একটা টিউন করবেন, ইন্সটাগ্রামে টিউন করবেন আপনার নিজের ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন করা তার জন্য অনলাইন খুব সহজ একটি প্লাটফর্ম হলো ক্যানভা, ক্যানভা দিয়ে শিখতে পারেন, Adobe Photoshop দিয়ে শিখতে পারেন। বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে, গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন অথবা কোথাও চাকরি করতে পারেন।

৬. ষষ্ঠ স্কিল: ই-মেইল

অনেকেই মনে করেন যে কম্পিউটারে ই-মেইল পাঠানো একেবারেই সহজ কিন্তু আমি বলব আপনার ধারণা একদম সঠিক নয়, ই-মেইল কীভাবে লিখতে হয়, ই-মেইল কীভাবে পাঠাতে হয়, অনেক গুলো ই-মেইল কীভাবে পাঠাতে এসব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এই স্কিল ভালো করে শিখে গেলে আপনি কর্ম জীবনে ভালো কিছু করতে পারবেন। বর্তমানে আমরা ছাত্র জীবনেও অনেক ই-মেইল পাঠাই কিন্তু অফিসিয়াল ভাবে ই-মেইল পাঠানোর অনেক নিয়ম রয়েছে এ-সকল বিষয়ে ভালো করে জানতে হবে বুঝতে হবে।

৭. সপ্তম স্কিল: কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার

মনে করুন আপনি বাজার থেকে একটি এন্টিভাইরাস কিনে আনলেন অথবা একটি গেমস কিনে আনলেন বা কোন একটি সফটওয়্যার কম্পিউটারে ইন্সটল করবেন সেটা কীভাবে ইন্সটল করতে হয় তা ভালো করে শিখতে হবে। মনে করুন আপনার কম্পিউটারে অনেকগুলো সফটওয়্যার রয়েছে এখান থেকে কয়েকটি সফটওয়্যার এর প্রয়োজন নেই আপনি এগুলো Uninstall করবেন এগুলো কীভাবে করবেন তা শিখতে হবে। আপনি যদি একটা ডেক্সটপ কিনে আনেন এই ডেক্সটপে মাউস, কিবোর্ড, পাওয়ার ক্যাবল, এসব কীভাবে সেট করতে হয় তা জানতে হবে আপনাকে। একটা কম্পিউটার কীভাবে উইন্ডোজ দিতে পারেন সেটা শিখতে হবে।

বর্তমান সময়ে কম্পিউটারের কোন তুলনা নেই, আপনার কম্পিউটার স্কিল যত বেশি থাকবে আপনি কর্ম জীবনে তত বেশি এগিয়ে থাকবেন। আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ রয়েছে কিন্তু তাদের কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা না থাকায় কিন্তু তারা এখন পর্যন্ত কোন বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছে না। আপনার যদি বেসিক এই কম্পিউটার স্কিল গুলো থাকে তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়া সহজ হয়ে যাবে। আপনাকে এই স্কিল গুলো শেখার জন্য কোন প্রতিষ্ঠানে না গিয়ে ইউটিউব থেকেও কিন্তু শিখতে পারবেন।

আমি আশাবাদী আজকের এই টিউন আপনাদের ভালো লেগেছে, এরকম টিউন সহ আরো আধুনিক টিউন পেতে টেকটিউনস এর সাথেই থাকুন, ভালো ও সুস্থ থাকুন খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস