টেকি ভাইদের কাছে আমার অনেক কষ্টের একটি কাজ শেয়ার করছি। সময় থাকলে অ্যানিমেশনটি দেখে নিন। এই অ্যানিমেশনে একটি টেবিল ফ্যানের কল-কব্জা দেখিয়েছি, যদিও পুরোপুরি নয়। এটি আমাদের দেশের মিডিয়া ব্র্যান্ডের ফ্যান। আমি ব্যাবহার করি। ১০-১২ দিন সময় লাগিয়ে SolidWorks-এ আমার ফ্যানটির সব পার্টস্ এর মডেল তৈরী করেছি এবং অ্যাসেম্বলি করেছি। বেশ কয়েকটি ইমেজও রেন্ডার করেছি। (http://saif1024bd.wordpress.com) ভাল কথা। কিন্তু যখন এই অ্যানিমেশনটি রেন্ডার করতে গিয়েছি তখনই বুঝতে পেরেছি আমি এবং আমরা কোথায় আছি।
অ্যানিমেশনটির duration 68 seconds, frame rate 25, resolution 853X480 (16:9). এতে প্রায় 1700 টি frame আছে যেগুলো 3d-রেন্ডার করতে হয়েছে। এক একটি frame রেন্ডার হতে সময় লেগেছিল গড়ে ৮ মিনিটেরও বেশি। এবং এই 68 seconds রেন্ডার একটানা করা সম্ভব হয় নি। কারণ যেসময় কাজটি করেছিলাম সে সময় রাজধানী ঢাকায় প্রতিদিনই লোডশেডিং হতো। 68 seconds একবারে রেন্ডার করার জন্য টানা কয়েকদিন কম্পিউটার চালু রাখতে হতো। আমার প্রসেসরের স্পীড মাত্র 2.60 GHz. ফলে ভেঙ্গে ভেঙ্গে রেন্ডার করতে হয়েছিল। প্রতিবারে 2-3 seconds করে। ফলে frame এর wastage হয়েছিল প্রচুর, প্রায় পাঁচ ভাগের এক ভাগ।
এভাবে টানা কয়েকদিন অক্লান্ত ধৈর্য্যর মধ্য দিয়ে রেন্ডারিং শেষ হলো। এই প্রজেক্ট রেন্ডার করতে গিয়ে হাতেনাতেই বুঝে গেলাম 3D অ্যানিমেশনের realistic rendering এর জন্য আমাদের কত উচ্চগতির কম্পিউটার প্রয়োজন। এই কাজে উচ্চগতির জন্য NVIDIA Quadro সিরিজের গ্রাফিক্স কার্ড ব্যাবহার করা হয় যা আমাদের দেশে আনা হয় না। যেগুলো আমাদের দেশে আনা হয় এগুলো হলো গেমিং কার্ড। এখন আমি আমার কম্পিউটারের গতি এবং আমার গ্রাফিক্স কার্ড আপডেটের সামর্থ্য নিয়ে হতাশ।
আপনাদের সময় থাকলে আমার ওয়ার্ডপ্রেস ব্লগ এ আমার পাগলামি দেখে আসুন।
আমি যাযাবর সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Currently in professional field at Engineering Inspection Services of Bangladesh (EISB) Ltd. Passed Mechanical Engineering degree from Rajshahi University of Engineering and Technology (RUET) in 2011.
আমার YouTube ভিডিও ইনসার্ট করতে সমস্যা হচ্ছে। কেউ সাহায্য করলে উপকৃত হব।