SolidWorks-এ তৈরী আমার টেবিল ফ্যানের অ্যানিমেশন

টেকি ভাইদের কাছে আমার অনেক কষ্টের একটি কাজ শেয়ার করছি। সময় থাকলে অ্যানিমেশনটি দেখে নিন। এই অ্যানিমেশনে একটি টেবিল ফ্যানের কল-কব্‌জা দেখিয়েছি, যদিও পুরোপুরি নয়। এটি আমাদের দেশের মিডিয়া ব্র্যান্ডের ফ্যান। আমি ব্যাবহার করি। ১০-১২ দিন সময় লাগিয়ে SolidWorks-এ আমার ফ্যানটির সব পার্টস্‌ এর মডেল তৈরী করেছি এবং অ্যাসেম্বলি করেছি। বেশ কয়েকটি ইমেজও রেন্ডার করেছি। (http://saif1024bd.wordpress.com) ভাল কথা। কিন্তু যখন এই অ্যানিমেশনটি রেন্ডার করতে গিয়েছি তখনই বুঝতে পেরেছি আমি এবং আমরা কোথায় আছি।

অ্যানিমেশনটির duration 68 seconds, frame rate 25, resolution 853X480 (16:9). এতে প্রায় 1700 টি frame আছে যেগুলো 3d-রেন্ডার করতে হয়েছে। এক একটি frame রেন্ডার হতে সময় লেগেছিল গড়ে ৮ মিনিটেরও বেশি। এবং এই 68 seconds রেন্ডার একটানা করা সম্ভব হয় নি। কারণ যেসময় কাজটি করেছিলাম সে সময় রাজধানী ঢাকায় প্রতিদিনই লোডশেডিং হতো। 68 seconds একবারে রেন্ডার করার জন্য টানা কয়েকদিন কম্পিউটার চালু রাখতে হতো। আমার প্রসেসরের স্পীড মাত্র 2.60 GHz. ফলে ভেঙ্গে ভেঙ্গে রেন্ডার করতে হয়েছিল। প্রতিবারে 2-3 seconds করে। ফলে frame এর wastage হয়েছিল প্রচুর, প্রায় পাঁচ ভাগের এক ভাগ।

এভাবে টানা কয়েকদিন অক্লান্ত ধৈর্য্যর মধ্য দিয়ে রেন্ডারিং শেষ হলো। এই প্রজেক্ট রেন্ডার করতে গিয়ে হাতেনাতেই বুঝে গেলাম 3D অ্যানিমেশনের realistic rendering এর জন্য আমাদের কত উচ্চগতির কম্পিউটার প্রয়োজন। এই কাজে উচ্চগতির জন্য NVIDIA Quadro সিরিজের গ্রাফিক্স কার্ড ব্যাবহার করা হয় যা আমাদের দেশে আনা হয় না। যেগুলো আমাদের দেশে আনা হয় এগুলো হলো গেমিং কার্ড। এখন আমি আমার কম্পিউটারের গতি এবং আমার গ্রাফিক্স কার্ড আপডেটের সামর্থ্য নিয়ে হতাশ।

আপনাদের সময় থাকলে আমার ওয়ার্ডপ্রেস ব্লগ এ আমার পাগলামি দেখে আসুন।

Level 0

আমি যাযাবর সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Currently in professional field at Engineering Inspection Services of Bangladesh (EISB) Ltd. Passed Mechanical Engineering degree from Rajshahi University of Engineering and Technology (RUET) in 2011.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার YouTube ভিডিও ইনসার্ট করতে সমস্যা হচ্ছে। কেউ সাহায্য করলে উপকৃত হব।

আপনার চেষ্টাকে সাধুবাদ জানাই। কোন অ্যাপ দিয়ে কাজটা করেছেন জানাবেন কি? শুভ কামনা রইল 🙂

ভাই কি সফটওয়্যার দিয়ে কাজটা করেছেন জানাবেন কি ? জানালে খুশি হতাম

আপনার মতো আরও অনেক পাগল আমাদের দরকার। এই ধরনে কাজের practice আমাদের দেশে একদমই হয় না। লেগে থাকেন বুঝে পাবেন।

Level 0

share korar jonno dhonnobad

Level 2

আপনার কাজ অনেক ভালো হয়েছে । আমিও 3d কাজ শিকতে অনেক আগ্রহী । কিন্তু শেখানোর মানুষ পাছিনা । যারা আছেন তারা আত বেশি চাই যেন আমি তাদের কাছে রকেট বানানো শিকতে চাচ্ছি 🙁

    @inferon: আপনি কোন সফ্‌টওয়্যারের কাজ শিখবেন? আপনার সম্পর্কে জানতে চাই

      Level 2

      @inferon: @যাযাবর সাইফ: আমি বর্তমানে architecture এ পরাশনা করছি cuet এ । আমার পড়াশোনার খাতিরেই আমাকে 3d কাজ শিকতে হবে । কিন্তু যেটা বললাম আমি আপনাকে যে সঠিক মানুষ পাচ্ছি না 🙁 কি করি বলেন তো ভাইয়া । আমি personal ভাবে maya শেখার খুব ইচ্ছা ।

দুরুণ একটা জিনিস দেখাইলেন সেই সাথে দুরুণ সফ্ট সর্ম্পকে জানতে পালাম ।
এই সফ্টওয়্যারটা কোথায় পেতে পারি একটু বলবেন কি ।
IDB তে পাওয়া যাবে ? অথবা টরেন্ট লিংক থাকলে দিয়েন।

    @বিদ্রোহী Abdullah Sayed: IDB তে এই সফ্‌টওয়্যার পাবেন না হয়ত। কারণ এই সফ্‌টয়্যারের সাইজ more than 5 GB যেটা ১২-১৫ টাকা দামের single layer DVD (4.38 GB) তে ধরবে না। এটি ধরবে double layer DVD তে যার ধারণ ক্ষমতা 7.92 GB. এই ডিভিডি গুলোর দাম সিঙ্গেল লেয়ারের চেয়ে অনেক বেশি এবং সব জায়গায় কিনতেও পাবেন না। এইবার চিন্তা করেন আইডিবিতে পাবেন কি না 🙂 তবে বিভিন্ন যায়গায় SolidWorks কিনতে পাওয়া যায় অন্যান্য 3D সফ্‌টওয়্যরের সাথে একই ডিভিডিতে। ওগুলো ভাল না। তাই ভাল ভার্সন ডাউনলোড করতে চাইলে চলে যান thepiratebay.org.

Level 0

আপনার সাইটাও দেখলাম কাজগুল বেশ ভাল হয়েছে । আসলেই ভাই নেট চালাতে বসলে মনে হয় কোন দেশে আছি, আর কতদিন থাকব ।

Level New

অসধারন হয়েছে ভাই

Level 0

অনেক সুন্দর হয়েছে।

Level New

ভাই আমি 3ds max শিখতে আগ্রহী। আমি প্রধানত VFX এর কাজের জন্যই 3ds max এর কাজ শিখতে চাচ্ছি। আমি ইন্টারনেট থেকে কিছু টিউটোরিয়াল নামিয়ে সেগুলো কমপ্লিট করেছি, কিন্তু এই ক্ষেত্রে অধিকাংশ ব্যাপারই আমি না বুঝে শুধু অন্ধের মত করে গেছি। এই ব্যাপারে আপনার পরামর্শ চাচ্ছি।

    @বাধন: ami mechanical engineer. kintu computer niye ghataghati kora ebong 2d, 3d, graphics, hardware, software, etc somporkito internal bapar-sapar study korte alsemi kori na. ami esob study o kori kaj o kori. tai kaj korar somoy amar belai ondotter bapar ghote na. kono kisu na bujle 1 min o deri noy, as soon as possible setar explanation khojakhuji shuru kore dei ami. apnio jodi erokom koren tahole ondhotto bole kisu thakbe na. Apnar vfx works valo hoyese. photo ta o relevant hoyece.

সুন্দর হইছে,ধন্যবাদ শেয়ার করার জন্য।