PDF Portfolio এবং 3D PDF প্রসঙ্গঃ ফেলে দিন Foxit Reader, ব্যাবহার করুন Adobe



(বিষয়টি যদি কারো জানা থাকে তবে মাফ করবেন। যাদের জানা নেই তাদের জন্য।)

PDF - Portable Document Format. Adobe Systems Inc. এর ডেভেলপ করা ফরম্যাট। এই ফরম্যাটের বিশেষত্ব হলো cross-platform portability. অর্থাত এটি বিভিন্ন প্লাটফর্মে পড়ার উপযোগী। এ কারণে ডকুমেন্ট শেয়ারিং এর অন্যান্য স্ট্যান্ডার্ডকে (Doc, Vuje, Mart, etc.) ছাড়িয়ে PDF হয়ে উঠেছে সর্বাধিক ব্যাবহৃত। কিন্তু একটি বড় সমস্যা আছে। PDF ফরম্যাট হলো Adobe Systems Inc. এর proprietary ফরম্যাট। ফলে এই ফাইল ফরম্যাটের বিস্তারিত খুঁটিনাটি পুরোপুরি ওপেন নয়। এজন্য কোন সফ্‌টওয়্যার ডেভেলপার কোম্পানি যদি PDF reader তৈরি করে বিনামূল্যে দেয় তাহলে তা হলো কেবল সাধারণ PDF ফাইল পড়ার জন্য। আমরা আমরা সচরাচর যেসব PDF ফাইল তৈরী করি সেগুলো পড়ার জন্য যে কোন PDF reader হলেই যথেষ্ট। কিন্তু বিশেষ ধরণের PDF আছে যেগুলো PDF ফরম্যাটের শ্রেষ্টত্বের অন্যতম কারণ। যেমন - '3D PDF' এবং 'PDF Portfolio'.  technical communication এর ক্ষেত্রে এগুলো খুবই প্রয়োজনীয়। কিন্তু দুঃখের বিষয় হলো এসব ফ্রী সফ্‌ওয়্যারসমূহ Portfolio এবং 3D PDF রিড করতে পারে না। আপনি যদি কোনো 3D PDF ফাইল ফ্রী Foxit Reader দিয়ে ওপেন করেন তাহলে সে ঐ ফাইলটি রিড করতে পারবে না এবং ঐই PDF এই মেসেজটি throw করবে - "Enable 3D View". অনুরূপভাবে Portfolio গুলোর ক্ষেত্রেও এরর মেসেজ throw করবে। আপনি যদি Adobe Acrobat X কিংবা Adobe Reader X ব্যাবহার করেন তাহলে যে কোন PDF ফাইল পড়তে পারবেন কোনো সমস্যা ছাড়া। তাই, Adobe Systems Inc. এর ডেভেলপ করা এই ফরম্যাটের সকল টেকনোলজি যদি ব্যাবহার করতে চান তাহলে Adobe এর তৈরী করা সফ্‌টওয়্যারই হলো best choice. কিন্তু এখানেই অনেকের একটা অভিযোগ আছে যেটা বিভিন্ন পত্র-পত্রিকার আইটি টিপ্‌স সেকশন এ দেখা যায়, সেটা হলো - Adobe Reader/Acrobat অনেক ভারী সফ্‌টওয়্যার (this is right)। Foxit Reader হালকা তাই ব্যাবহারে সুবিধা। আসলে যেসব বিজ্ঞ টেকিরা এইসব লেখে তাদের Adobe Systems Inc. এ প্রোগ্রামার হিসেবে চাকরি পাওয়ার যোগ্যতাই নাই। Foxit Reader ফ্রী। Adobe Reader/Acobat এর মতো সব ফীচার এবং সুবিধাদি নেই বিধায় এটি হালকা তো হবেই। তাই বলে সুবিধা বঞ্চিত হয়ে থাকা যায় নাকি! জিনিস যেটা ভালো সেটার ওজন তো বেশি হবেই।

এবার আসুন Adobe Reader এবং Adobe Acrobat এর প্রসঙ্গে

আপনি জানেন। Adobe Reader হলো PDF পড়ার জন্য এবং এটি ফ্রী। আর Adobe Acrobat হলো PDF সংক্রান্ত যাবতীয় সব কাজের জন্য। অর্থাত এটি দিয়ে আপনি PDF ফাইল পড়া এবং তৈরী করা থেকে শুরু করে PDF ফরম্যাটের উপর সমস্ত কন্ট্রোল নিতে পারবেন যেটা অন্যান্য সফ্‌টওয়্যারে পাবেন না। Adobe Acrobat Pro এর crack করা ভার্সন ডাউনলোড করে নিতে পারেন http://thepiratebay.org থেকে।

এবার আসা যাক PDF Portfolio এবং 3D PDF সম্পর্কে

PDF Portfolio:

এই প্রকার PDF ফাইলের মধ্যে বিভিন্ন ধরণের ফাইলকে embed করে রাখা যায় (somewhat like folders or archives). আছে ঐসব ফাইলসমূহকে সাজানোর জন্য বিভিন্ন লেআউট। Adobe Acrobat দিয়ে PDF Portfolio তৈরী করা যায়।

3D PDF:

এই প্রকার PDF ফাইলের মধ্যে বিভিন্ন 3D সফ্‌টওয়্যার-এ তৈরী করা 3D মডেল embed করা যায়। এই প্রকার ফাইল Adobe Reader কিংবা Adobe Acrobat দিয়ে খোলার পর ওই 3D মডেলটিকে rotate, pan, zoom in, zoom out, ইত্যাদি করা যায় (without the software that created the 3D model)। FANTASTIC একটা ব্যাপার। SolidWorks, Google Sketchup, AutoCAD, ইত্যাদি সফ্‌টওয়্যার থেকে 3D PDF তৈরী করা যায়। এছাড়া থার্ড -পার্টি সফ্‌টওয়্যার ব্যাবহার করতে পারেন।

Forgive for any mistake. Thanx for reading.

আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে ভুলে গিয়েছি, এজন্য দুঃখিত। বিষয়টি হলো PDF Security. Adobe Readerকিংবা Adobe Acrobat দিয়ে কোনো কোনো PDF ফাইল ওপেন করলে টাইটেল বারে ফাইলটির নামের সাথে (SECURED) কথাটি লেখা থাকে। অর্থাৎ ঐ ফাইলটিতে সিকিউরিটি দেওয়া আছে। Adobe Acrobat এর সাহায্যে PDF ফাইলে কয়েক ধরণের সিকিউরিটি দেওয়া যায়। যেমন ধরুন পাসওয়ার্ড সিকিউরিটি। পাসওয়ার্ড সিকিউরিটির মধ্যেও আবার দুই প্রকার আছে। Open Password এবং Modify Password।  আপনি যদি Open Password সেট করেন তাহলে আপনি ছাড়া অন্য কেউ ফাইলটি খুলতে পারবে না। this is not appreciated. কিন্তু Modify Password সেট করলে ফাইলটি সবাই পড়তে পারবে কিন্তু অন্যান্য সিকিউরিটি বহাল থাকবে। যেমন আপনি চাইলে এমন করতে পারবেন - ফাইলটি পড়া যাবে কিন্তু ফাইলে কোনো প্রকার editing বা সম্পাদনা ঘটানো যাবে না। প্রফেশনাল/অফিসিয়াল কাজে এই প্রকার সিকিউরিটির গুরুত্ব আছে। কারণ আপনি যে ফাইলটি ডিসট্রিবিউট করছেন তা হতে পারে আপনার নিজস্ব কোন লেখা বা পাবলিকেশন। কিন্তু এই নিরাপত্তার ফীচার সমুহও সব সফ্‌টওয়্যার থেকে ব্যাবহার করা যায় না। একমাত্র Adobe Acrobat-ই PDF ফরম্যাটের সমস্ত ফীচার নিয়ন্ত্রণ করার সুযোগ দেয় (তবে পাসওয়ার্ড ভাঙতে দেবে না, দুঃখিত)। অনেকে বলেন Foxit Reader দিয়ে PDF ফাইলে কমেন্ট, নোট যুক্ত করা সহ বিভিন্ন প্রকার প্রয়োজনীয় সম্পাদনা করা যায়। তা তো Adobe Acrobat এ ও করা যায়। বরং Adobe Acrobat এ Foxit Reader বা অন্যান্য সফ্‌টওয়্যারের চেয়ে অনেক বেশি কিছু করা যায়।

উপরে যে ছবিটি দেওয়া হয়েছে এটি একটি 3D PDF ফাইল যেটি Adobe Reader/Acrobat দিয়ে ওপেন করা হয়েছে এবং এখানেই গাড়িটিকে ঘুরিয়ে বিভিন্ন দিক থেকে দেখা, জুম আউট, জুম ইন করার ব্যাবস্থা আছে। 3D Studio Max এ গাড়ির মডেলটি তৈরী করার পর এটিকে 3D PDF ফাইলে রূপান্তর করা হয়েছে। সময় থাকলে আমার নিজের ব্লগ থেকে ঘুরে আসুন।

Level 0

আমি যাযাবর সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Currently in professional field at Engineering Inspection Services of Bangladesh (EISB) Ltd. Passed Mechanical Engineering degree from Rajshahi University of Engineering and Technology (RUET) in 2011.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর হয়েছে। চালিয়ে যাও। তথ্যমূলক পোষ্ট।

ধন্যবাদ শেয়ার করার জন্য , foxit reader এ pdf খুলতে সহজ এটা ঠিক কিন্তু pdf পড়ার অনেক সুবিধা পাওয়া যায় না , এ জন্য আমি আগা গোঁড়া Adobe ব্যবহার করি

Level 2

foxit phantom suite টা আমার মতে সাধারণ বই পরা নোট এডিট, মার্কিং বিভিন্ন কাজে বেশ লাগে। এডোব টাও ভাল। তবে ফক্সিট কে ফেলে দিতে পারেন এটা বলা ঠিক না। এটার প্রয়োজনীয়তা আছে।

    @nipu: নিপু ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি মনে করিয়ে দেওয়ায় আমার টিউনের শেষে আরও দুটি প্যারাগ্রাফ যোগ করলাম।

ধন্যবাদ

ধন্যবাদ

Adobe মানে Adobe
আমি Adobe এর ডাইরেক্ট ভক্ত!!

পোর্টফলিও তৈরি করার জন্য কি সব থেকে বেশি ভালো হবে? ওযেবসাইটের জন্য কোন থীমটা ভালো হবে এবং পিডিএফ এর জন্য কেমন হলে ভালো হয় কেউ কি বলতে পারেন? লেআউটটাই বুঝতাছি না কোনটা ভালো হবে?