ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহারে আবশ্যকীয় ৮টি নিরাপত্তা টিপস

বিশ্ব জুড়ে করোনা মহামারির কারনে সবাই যতটা সম্ভব ঘরে থেকে দৈনন্দিন লেনদেন পরিচালনা করার চেষ্টা করছেন। ই-কমার্স ওয়েব সাইটের ও ডিজিটাল মানির কল্যানে হয়ত বেশির ভাগ কাজ বাসায় বসেই করেও ফেলছেন। সেক্ষেত্রে আপনারা হয়ত বিভিন্ন ই-কমার্স ওয়েব পোর্টাল ব্যবহার করছেন, কিন্তু জানেন কি সকল পোর্টালে লেনদেন নিরাপদ নয় বরং ঝুঁকিপুর্ন। কার্ড ব্যবহারের সচেতনতাই পারে আপানাকে সাইবার নিরাপত্তা ঝুঁকি থেকে রক্ষা করতে।

আসুন আমরা সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে কার্ড ব্যবহারের ৮টি নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জেনে নিই।

ভিডিও এর মাধ্যমে ধাপে ধাপে জানতে প্রবেশ করুন কার্ড ব্যবহারের ৮টি নিরাপত্তা পরামর্শ লিঙ্কে।

১। কোন ওপেন নেটওয়ার্কে লেনদেন করবেন না।

২। https নাই এমন ই-কমার্স সাইডে লেনদেন করবেন না।

৩। কার্ড কখনও খোলা অবস্থায় রাখবেন না।

৪। পিন নাম্বার কার্ডের উপর লিখবেন না।

৫। অপরিচিত কেউকে কোন অবস্থাতেই কার্ড নাম্বার বা পিন বলবেন না।

৬। কার্ডের ফটোকপি কেউকে দিলে CVV নামার ঢেকে দিবেন।

৭। কোন ওয়েব সাইটে কার্ড নাম্বার সেভ করবেন না।

৮। কার্ড নাম্বার, পিন বা CVV কখনই মেইল করবেন না এবং ফোনে বলবেন না।

ভিডিও লিঙ্কঃকার্ড ব্যবহারের ৮টি নিরাপত্তা পরামর্শ লিঙ্কে।

ধন্যবাদ

TheTechSenses

সাবস্ক্রাইব করুন

Level 2

আমি দি টেক সেন্সসেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস