বিসমিল্লাহির রাহমানির রাহীম পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু করছি।
কম্পিউটারের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে পাসওয়ার্ড রিমুভ করা প্রক্রিয়া।
প্রথমে স্টাড মেনু ক্লিক করি। সেটিং এ ক্লিক করি।
একাউন্ট এ ক্লিক করি।
সাইন এ ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড সেট করা আছে। পাসওয়ার্ড ডিলিট করার কোন অপশন নেই।
স্টাড মেনু মাউস রেখে রাইট বাটম ক্লিক করি। Command Prompt(Admin) এ ক্লিক করি।
net user লিখে এন্টার দেই।
net user user name * লিখে এন্টার দেই. পাসওয়ার্ড অপশন খালি রেখে এন্টার দেই।
কনফার্ম পাসওয়ার্ড অপশন খালি রেখে এন্টার দেই।
এভাবে কম্পিউটারের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে পাসওয়ার্ড রিমুভ যায়।
আমি মোঃ রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।