কিভাবে কম্পিউটারের পাসওয়ার্ড রিমুভ করা যায় উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে

বিসমিল্লাহির রাহমানির রাহীম পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি।

কম্পিউটারের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে পাসওয়ার্ড রিমুভ করা প্রক্রিয়া।

প্রথমে স্টাড মেনু ক্লিক করি। সেটিং এ ক্লিক করি।

একাউন্ট এ ক্লিক করি।

সাইন এ ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড সেট করা আছে। পাসওয়ার্ড ডিলিট করার কোন অপশন নেই।

স্টাড মেনু মাউস রেখে রাইট বাটম ক্লিক করি। Command Prompt(Admin) এ ক্লিক করি।

net user লিখে এন্টার দেই।

net user user name * লিখে এন্টার দেই. পাসওয়ার্ড অপশন খালি রেখে এন্টার দেই।

কনফার্ম পাসওয়ার্ড অপশন খালি রেখে এন্টার দেই।

এভাবে কম্পিউটারের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে পাসওয়ার্ড রিমুভ যায়।

Level 4

আমি মোঃ রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস