অ্যামাজন ওয়েব সার্ভিসেস [পর্ব-০৪] :: ক্লাউডে উইন্ডোজ সার্ভার ২০১৬

টিউন বিভাগ কম্পিউটিং
প্রকাশিত
জোসস করেছেন

টিউনের শুরুতে আমার সালাম ও শুভেচ্ছা রইল। এই পর্বে আমরা শিখব কিভাবে অ্যামাজন ক্লাউডে একটি উইন্ডোজ সার্ভার ইন্সটল করা যায় ও কিভাবে আমরা রিমোটলি কানেক্ট হব। কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন।

আমাদের অনেকের বাসায় কম্পিউটার থাকলেও আমরা কনফিগারেশনের কারনে উইন্ডোজ সার্ভার ইন্সটল করতে পারি না। আবার অনেকে ইন্সটল করলেও অনেক ধীরগতি সম্পূর্ণ হয়ে যায়। এই সব সমস্যা দূরে ফেলে দিয়ে আপনি অ্যামাজন ক্লাউডে উইন্ডোজ সার্ভার ইন্সটল দিয়ে আরামে প্র্যাকটিস করতে পারেন। আপনার ধীর গতি সম্পূর্ণ ইন্টারনেট কানেকশন দিয়ে  কাজ করতে পারবেন। আবার অনেকে চিন্তা করছেন আপনার কোন কম্পিউটার নেই তাহলে আপনি কি পারবেন কিনা? আপনি পারবেন তবে আপনার একটি এন্ড্রোয়েড স্মার্ট ফোন থাকতে হবে। আপনার মোবাইল উইন্ডোজ রিমোট সফটওয়্যার ইন্সটল করে নিতে হবে।

কিভাবে একটি ইন্সট্যান্স বানাতে হয় আপনি আমার পূর্বে ভিডিওতে দেখেছেন। ঠিক একই ভাবে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইন্সটল করবেন। তারপর রান হলে আপনার কি ফাইলটি উপলোড করে আপনার রিমোট পাসওয়ার্ড দেখে নিবেন। আপনার তিনটি জিনিসের প্রয়োজন হবে ১#আইপি অ্যাড্রেস ২#ইউজার ৩#পাসওয়ার্ড। এবার আপনার কম্পিউটারের রিমোট ডেস্কটপ একটিভেট করে নিন। আপনার রিমোট ডেক্সটপ যদি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে প্রথমে আপনি অ্যামাজন ক্লাউড থেকে পাবলিক ডিএনএস কপি করে কম্পিউটার নেমের জায়গা পেস্ট করে দিন। তারপর আপনি ইউজার নেম  (Administrator) দিবেন। আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে ক্রেডেনশিয়াল চেকমার্ক করে দিতে পারেন। তারপর কানেক্ট ক্লিক করবেন। এর পর একটি পপআপ আসবে আপনার পাসওয়ার্ড চাইবে। সেখানে অ্যামাজন থেকে পাওয়া পাসওয়ার্ড দিবেন। সব কাজ শেষ এখন আপনি অ্যামাজন ক্লাউডে কানেক্ট (কাজের মধ্যে যদি ভুল না করে থাকেন)।

একটি সতর্কতা না বললেই নয়!  আপনি যদি পাবলিক আইপি ব্যবহার করেন তাহলে আপনাকে চার্জ প্রদান করতে হবে। এই জন্য আপনার জন্য রিয়েল আইপি বরাদ্দ হবে। এই আইপি দিয়ে আপনি আপনার নেটওয়ার্ক সেটআপ করে নিতে পারেন। এই নিয়ে পরবর্তীতে টিউন করব। উপরের ছবির মত আপনার সেটআপ ঠিক থাকলে আপনি এখন ক্লাউডে উইন্ডোজ সার্ভার ব্যবহার করছেন। তবুও কোন প্রকার সমস্যা হলে আমাকে নক করতে পারেন। আপনার সহযোগিতার জন্য নিচের ভিডিওটি দেওয়া হল। কনফিগারেশন ভুলে গেলে দেখতে পারেন।

সর্বপরি আজ এইখানে শেষ। পরবর্তীতে নতুন কোন টিউন নিয়ে হাজির হব। আল্লাহ্‌ হাফেজ।

 

 

Level 0

আমি মোনারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস