আজকাল ইন্টারনেটের যুগে বাংলাদেশ যখন ডিজিটাল হতে চলেছে তবুও আমাদের সবার নিকট কি কম্পিউটার আছে?
কম্পিউটার মানেই আমরা মনে করি ইয়া বড় একখানা টিভি সাইজ মনিটর যার মূল্য ৩০/৪০ হাজার টাকা!
আবার স্লিম ল্যাপটপ কিনতে গেলে তো পঞ্চাশ হাজার হতে লাখ টাকা পর্যন্ত লাগে এতো টাকা কি সকলের পক্ষে সহজলভ্য?
আসুন এবার ঘরে বসেই মাত্র ৩০০০ টাকাতে নিজের জন্য একটা মিনি পিসি বানিয়ে নিন:
মিনি পিসি হলো সেই কম্পিউটার যা আকারে হবে খুবই ছোট অনেকটা পাওয়ার ব্যাংক সাইজের আর সেটা হবে ল্যাপটপের মতোই স্লিম। আর মূল্যের দিক থেকে মাত্র ৩০০০ টাকা যা কিনা একটা এনড্রোয়েড ফোনের চেয়েও কম দামে পেতে পারেন।
মূলত এখানে মিনি পিসি তৈরী করতে আপনি Raspberry Pi 3 Model B এর একটি আর্ডুইনো প্রজেক্ট ব্যবহার করবেন।
গুগল হতে দেখে নিন বর্তামানে এর মূল্য:
লিংক পেতে পারেন
আসুন দেখি এই রাসবেরি পাই এর বৈশিষ্ট্য:
*Quad core 1.2GHz Broadcom BCM2837 CPU (64-bit ARM Cortex A53)
*1GB RAM
*BCM43143 WiFi (802.11n)
*Bluetooth Low Energy (BLE)
*40 pin GPIO
*4x USB 2 ports
*CSI camera port
*DSI display port
*MicroSD card slot
*HDMI
*4 pole stereo and composite video port
*Upgraded Switched power source up to 2.4A
ডাইনামিক চিত্র:
মূলত এটি নিজেই একটি সেল্ফ অ্যারেঞ্জড সার্কিট তাই আলাদা করে এটির সোটআপ করার প্রয়োজন নেই, আপনি পিনের সহিত মিনি মনিটর (টিএফটি স্ক্রিন) এবং ইউএসবি হতে কিবোর্ড এবং মাউসে কানেক্ট করিয়ে মোবাইল চার্জার হতে পাওয়ার সাপ্লাই করে এমন একটি পকেট সাইজ পিসি বানিয়ে নিতে পারেন। এছাড়াও এতে এসডি কার্ডে অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিলেই রেডি আপনার স্মার্ট মিনি পিসি।
অপারেটিং সিস্টেম:
*রাসবেরি
*উইন্ডোজ ১০
*কালি লিনাক্স
এতে আলাদা করে কাস্টম রম নিতে পারবেন তাই আর মেমরী স্কেস নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।
আসুন এবার নিজেই রাসবেরি পাই হতে মিনি পিসি তৈরীর ডেমো দেখে নিই:
কাজ:
অন্যান্য কম্পিউটারে যা যা করতে পারেন তাই করতে পারবেন এই পিসি হতে যেমন ডাটা এন্ট্রির কাজ, ওয়েব ডেভলপিং, সফটওয়ার ডেভেলপিং, ইন্টারনেট ব্রাউজিং, গ্রাফিক্স ডিজাইন(কাস্টম রম ইমপোর্ট) সহ আউটসোর্সিং এর যাবতীয় কাজ করতে পারবেন।
মিনি পিসি এর লুকআপ:
কিভাবে আপনি রাসবেরি পাই পাবেন?
সত্য বলতে বাংলাদেশে এটা এভিলেবল নয় তবে আপনি এমাজন হতে সংগ্রহ করতে পারেন তবে তাদের ট্রান্সপারেসি খরচ বেশী পড়বে আর সেটার জন্য আপনার ইন্টারন্যাশনাল কার্ড প্রয়োজন হবে।
আপনি চাইলে আমার নিকট হতে এমন সেট রাসবেরি পাই পিসি (আপারেটিং সিস্টেম ইনস্টলসহ মনিটর+কিবোর্ড+মাউস+এক্সেসরিজ) টোটাল সেটআপ মিনি পিসি নিতে পারেন উক্ত মাত্র ৩০০০ টাকা হতে।
এখন আপনি আমাকে কিভাবে ট্রাস্ট করবেন?
দেখুন বিশ্বাসে পৃথিবী টিকে আছে আর বিশ্বাস নিয়ে আমরা বাঁচি। এছাড়া আমি টেকটিউনসের ভেরিফাইড ব্যাজ প্রাপ্ত টিউনার তাই আশা করি টাকার বিষয়ে নিশ্চিত হতে পারেন।
আমার সাথে যোগাযোগ করতে কিংবা পিসি পেতে ইমেইল করতে পরেন।
[email protected]
[স্টুডেন্ট এবং যাদের অর্থনৈতিক প্রবলেম আছে তারা চাইলে প্রথমে নামমাত্র মূল্য পরিশোধ করে পরে টাকা পেইড করার চুক্তিতে পিসি নিতে পারেন]
ইমেইল করতে পরেন→ [email protected]
আমি আসিফ ইব্রাহীম। Tech Expert, Bangladesh Cyber Security, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।
Technology Expert