যেসব ভাইয়েরা আগে থেকেই জানেন, তারা উল্টা পাল্টা Comment না করলেই খুশি হবো।
এইবার শুরু করি
কেমন আছে সবাই?
আমরা যারা Computer ব্যবহার করি, তাদের মধ্যে km player এর নাম শুনি নাই এমন হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে না।
আমরা যারা Computer এ Internet ব্যবহার করি, তারা হয়তোবা একটা বিষয় খেয়াল করেছি। আর সেটা হলো km player এর বিজ্ঞাপণ। আজ আপনাদের দেখাবো কিভাবে এই বিজ্ঞাপণ থেকে মুক্তি পাওয়া যায়।
বেশি কথা না বলে চলেন শুরু করি।
এবার km player ওপেন করে মজা দেখেন।
সহজ ভাবে বুঝানোর চেষ্টা করেছি।
ভালো থাকুন, সুস্থ থাকুন, টেকটিউনস এর সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।
আমি বিক্রম জিৎ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনেস আমি নতুন ! শিখতে এবং শেখাতে এসেছি......