[start][img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/Cover.jpg[/img]
সাধারণত সিস্টেম তথা উইন্ডোজ এর
কোন ফাইল Corrupt বা Damage হয়ে গেলে,
আমাদের নতুন করে উইন্ডোজ সব ড্রাইভার ও
সফটওয়্যার নতুন করে Install করতে হয়। এভাবে
নতুন করে সবকিছু Install করতে অনেক সময়
লাগে। কিন্তু আপনি যদি সিষ্টেমের একটি ব্যাকআপ বা
সেডো ইমেজ রেখে দেন তাহলে আপনার
অনেক মূল্যবান সময় বাঁচতে পারে। প্রথমে আপনার
পিসিতে উইন্ডোজ (এখানে আমি Windows 7-এর
ব্যবহার দেখাচ্ছি) ইন্সটোল করুন এবং বাকি যে সকল
সফটওয়্যার, ড্রাইভার মোটকথা আপনার পিসিতে যা যা
লাগবে সব ইনস্টোল করুন। এরপর Step by step
আমার দেওয়া নীচের ছবিগুলো অনুসরন করুন।
[b]প্রথমে আমি Image Backup রাখার পদ্ধতি দেখাচ্ছি [/b]
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/1-1-300x221.jpg[/img]
প্রথমে Control Panel যান, ওখানে যাওয়ার পর Back up
your computer-এ ক্লিক করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/2-1-300x227.jpg[/img]
Back up or restore your file এ অপশনটি আসলে এখান
Back up now-এ ক্লিক করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/3-1-300x260.jpg[/img]
Select where you want to save your backup এ অপশনটি
হচ্ছে আপনি কোন ড্রাইভে আপনার Image Back up
রাখবেন সিটি সিলেক্ট করতে বলছে। যেমন আমি F
ড্রাইভ সিলেক্ট করেছি। এখানে একটা বিষয় বলে রাখা
দরকার সেটা হলো আপনি যে ড্রাইভই সিলেক্ট
করেননা (C ড্রাইভ বাদে) কেন সেখানে মোটামুটি
30-50GB জায়গা ফাঁকা থাকতে হবে। যাইহোক এবার Next
–এ ক্লিক করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/4-2-300x261.jpg[/img]
এ অপশনটি আপনি Windows-এর উপরেই ছেড়ে দিন শুধু
Next –এ ক্লিক করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/5-2-300x261.jpg[/img]
এখানে Save settings and exit উপরে ক্লিক করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/6-1-300x222.jpg[/img]
আপনাকে শেষবারের মত confirm হতে বলছে। শুধু
Back up now –এ ক্লিক করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/7-1-300x168.jpg[/img]
আপনার Windows Back up শুরু হয়ে গেছে, সম্পুর্ন
Back up নিতে ৩০-৪০ মিনিট সময় হয়ত লাগতে পরে তাই।
এটা নির্ভর করে আপনার পিসির হার্ডওয়া্রের
পারফরমেন্সের উপর এবং আপনি কতগুলো সফটওয়্যার
ও ড্রাইভার ইনস্টোল করেছেন তার উপর। কাজ শেষ
হলে নিচের কনফারমেশন বক্সটি আসবে এখান
থেকে Close বাটনে ক্লিক করে বের হয়ে যান। ব্যাস
হয়ে গেল আপনার কম্পিউটারের সিস্টেমের শ্যাডো
ব্যাকআপ। এরপর দেখাব কিভাবে এই Back up থেকে
System Restore করতে হয়।
[b]System Restore করার পদ্ধতিঃ[/b]
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/System-Restore-1-300x224.jpg[/img]
উপরে দেখানো চিত্র-1 এর মত এখানেও Control
Panel -এ যান এবং Back up your computer-এ ক্লিক
করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/System-Restore-2-300x224.jpg[/img]
এবার এখান থেকে Recover system settings or your
computer -এ ক্লিক করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/System-Restore-3-300x223.jpg[/img]
এখান থেকে Advanced recovery methods –এই
অপশনে ক্লিক করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/System-Restore-4-300x223.jpg[/img]
এখান থেকে Use a system image you created earlier
to recover your computer –এই অপশনে সিলেক্ট
করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/System-Restore-5-300x222.jpg[/img]
এখান থেকে Restart –এই বক্সে ক্লিক করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/System-Restore-6-300x196.jpg[/img]
পিসি Restart হওয়ার পর এই অপশনটিই প্রথম আপনার সামনে
আসবে। কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক
করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/System-Restore-7-300x186.jpg[/img]
এখানে আপনার পিসিতে যদি Password দেওয়া থাকে
তবে সেটা দিয়ে OK করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/System-Restore-8-300x238.jpg[/img]
এখানে থেকে System Image Recovery এই অপশনটি
সিলেক্ট করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/System-Restore-9-300x246.jpg[/img]
Select a system image backup এই অপশনটি সাধারনত
ডিফল্টভাবে আপনার ব্যাকআপ হওয়া ফাইলগুলির
লোকেশন খোঁজে নিবে। তাই কোন কিছু পরিবর্তন
না করে Next-এ ক্লিক করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/System-Restore-10-300x248.jpg[/img]
এখানে কোন কিছু পরিবর্তন না করে Next-এ ক্লিক
করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/System-Restore-11-300x250.jpg[/img]
শুধু Finish-এ ক্লিক করুন।
[img]http://techlearnbd.com/wp-content/uploads/2017/11/System-Restore-12-300x253.jpg[/img]
এখানে আপনার ব্যাকআপ হওয়া ডাটা সিস্টেম ড্রাইভে
রেস্টোর হবে তাই আপনাকে চুড়ান্ত ভাবে নিশ্চিত
হতে বলছে। Yes-এ ক্লিক করুন।
এখন আপনার পিসিতে ব্যাকআপ হওয়া ডাটাগুলো
রেস্টোর হতে থাকবে। একটু ধৈর্য্য ধরে অপেক্ষা
করুন, এখানেও ব্যাকআপ হওয়ার সময় যতটা সময় নিয়েছিল
প্রায় অনুরুপ সময়ই লাগবে। ব্যাস হয়ে গেল Image
Restore, আপনি পিসির একেবারে নতুন একটি অপারেটিং
সিস্টেম (সাথে সফটওয়্যার ও ড্রাইভার) পেয়ে
গেলেন কোন ইনস্টোলেশনের ঝামেলা ছাড়াই।
[end]
আমি পারভেজ মাহমুদ। , noakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
নীচের ছবিগুলো অনুসরন করতে বলেছেন তা ছবি গুলো কোথাই।