আপনার Windows এ অতিরিক্ত CPU Usage হলে সমাধান নিন

(Problems Solved) 100% CPU Usage and High CPU Usage

পিসিতে কোন সফটওয়্যার অথবা অন্য কিছু ব্যবহার করলে সাধারণত CPU বেশী ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু কিছু পিসিতে সফটওয়্যার বা কিছু ব্যবহার না করলেও CPU 100% অথবা অতিরিক্ত Usage% দেখায়। কেন দেখায় এবং কি ভাবে তা সমাধান করবেন, তা নিয়েই আজকের টিউন। CPU এর পূর্ণ রূপ Central Processing Uni.অনেকেই CPU ব্যভারের বিষয়টা গুরুত্ব দেইনা, আমি মনে করি পিসি স্পীড থাকা ও ভাল থাকার পিছনে এর অনেক কারণ আছে।

আপনি যখন পিসিতে কোন সফটওয়্যার  ইন্সটল করেন, তখন সেই সফটওয়্যারটি ব্যবহার করলে কিছু না কিছু CPU Usage হবে, যদি সফটওয়্যারটি বেশী সাইজের হয়ে থাকে সে ক্ষেত্রে আপনার CPU Usage বেশী হওয়ার সম্ভাবনাটা বেশী। এখন কথা হচ্ছে কিছু অ্যাপ শুধু ইন্সটল করলেই CPU Usage হওয়া শুরু হয়ে যায়, যার ফলে আপনি বুঝতে পারেনা না, যে আপনার Windows এর  CPU Usage হচ্ছে কেন! আবার অনেকেই আছেন যে অকারণেই প্রয়োজন ছাড়াই পিসিতে অতিরিক্ত অ্যাপ ইন্সটল করেন, পিসি বা ল্যাপটপ ভাল রাখার ক্ষেত্রে এটা মোটেও ঠিক নয়। তবে আমার কিছু নিয়ম অনুস্মরণ করলে আপনি বেশী অ্যাপ ইন্সটল দিলেও সমস্যা হবেনা। তবে আমার মতে শুধু কাজে লাগেনা এমন সফটওয়্যার ইন্সটল করার কোন মানে হয়না, আপনি যদি প্রযুক্তি প্রেমি হয়ে থাকেন তাহলে ইন্সটল করলেও নিচের নিয়ম ফলো করুন।

যেভাবে CPU Usage কমাবেন & যাদের ১০০% দেখায় তারা সমাধান করবেন

  • প্রথমেই আমার ল্যাপটপের বর্তমানে CPU Usage এর একটা স্ক্রিন দিলাম, আমার মতে আমার ল্যাপটপটা CPU Usage এর অবস্থা অনেক ভাল, একটু সতর্কতার সাথে চললেই হয়

CPA Usage Condition

  • আপনার পিসির Task Manager এ যাবেন> এর পর Startup এখন আপনার সকল অ্যাপ Disable করে দিন।
  • নিচের চিত্রে দেখুন আমার সকল অ্যাপ Disable করা, আপনি যদি এই ভাবে Disable করে ব্যবহার করেন, তাহলে আপনি অনেক অ্যাপ ইন্সটল করলেও পিসি স্লো এবং অতিরিক্ত CPU Usage হবেনা

নোটঃ আপনি যদি সকল সফটওয়্যার Disable তথা পিসি চালু হওয়ার সাথে সাথে যেই সকল সফটওয়্যার গুলো Start হয়ে যেত যে গুলো বন্ধ করে দেন, সেক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, আপনি কোন গুরুত্বপূর্ণ সফটওয়্যার Disable না করাই ভাল, যেমন এন্টিভাইরাস।

  • আর যাদের ১০০%  CPU Usage দেখাচ্ছে তারা এই কাজটি করে পিসি Restart দিন, আশা করি আপনার সমস্যা সমাধান হবে।
  • এই কাজ করলে আপনার পিসির স্পীড আগের থেকে বেড়ে যাবে
  • কাজ শেষে PC Restart দিন

Disable Startup Programs in Windows 10

আপনার যদি কোন সফটওয়্যার চালু করার প্রয়োজন হয় তাহলে যে কোন সময় Enable করে দিতে পারবেন
প্রয়োজনীয় টিপস তাই সকলের সাথে শেয়ার করুন 

Level 0

আমি ফয়সাল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।