কি-বোর্ডের ১০ শর্টকাট

যাঁরা নিয়মিত কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের অনেকেরই হয়তো জানা আছে, মাউসের বদলে কি-বোর্ড চেপেই কম্পিউটারের কিছু কাজ দ্রুত করা যায়। এ ধরনের সহজ পদ্ধতিকে বলা হয় কি-বোর্ড শর্টকাট। দৈনন্দিন কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজতর করতে পারে কি-বোর্ডের এমন ১০ শর্টকার্ট থাকছে এখানে।

দ্রুত সফটওয়্যার পরিবর্তন

যদি আপনি একই সময়ে একাধিক সফটওয়্যারে কাজ করে থাকেন, তবে বারবার মাউসের মাধ্যমে নির্দেশনা দেওয়া বিরক্তির মনে হতে পারে। তাই ALT ও TAB বোতাম দুটি একসঙ্গে চেপে সহজেই এক সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যারে যেতে পারবেন। ম্যাক ওএস-এ COMMAND ও TAB বোতাম চেপে এই সুবিধা পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড ফোনের সাতটি অতি প্রয়োজনীয় ফিচার - আপনি কখনো ট্রাই করে দেখেছেন কি?

কম্পিউটার লক করতে

কম্পিউটারে ব্যক্তিগত বা গোপনীয় কোনো কাজের ফাঁকে হুট করে কোথাও যেতে হলে কম্পিউটারটি লক করে যাওয়া ভালো। না, সত্যিকার তালা লাগিয়ে যেতে বলছি না। কম্পিউটারে দ্রুত ভার্চ্যুয়াল লকটি সক্রিয় করতে চাইলে উইন্ডোজ লোগো ও L বোতামটি একসঙ্গে চাপলেই তা হয়ে যাবে। ম্যাক ওএসের সর্বশেষ সংস্করণে COMMAND, CTRL ও Q বোতাম একসঙ্গে চাপলেই কম্পিউটার লক হবে।

সফটওয়্যার বন্ধ করতে চাইলে

তড়িঘড়ি করে কোনো খোলা সফটওয়্যার বন্ধ করতে চাইলে একসঙ্গে চাপতে পারেন ALT ও F4 বোতাম। ম্যাক ওএসে এই সুবিধা পাওয়া যাবে COMMAND ও Q বোতাম একসঙ্গে চেপে।

আন্ডুর বিপরীত রেডু করতে চাইলে

বেশির ভাগ ক্ষেত্রে কম্পিউটারে লেখার সময় কোনো কিছু পরিবর্তন করে ফেললে তা আবার ফিরিয়ে আনা যায় আন্ডুর মাধ্যমে। তবে আন্ডু করা অংশ আবার পুনরায় ফিরিয়ে আনতে ব্যবহৃত হয় রেডু। কম্পিউটারে CTRL ও Y একসঙ্গে চাপলেই যেকোনো পরিবর্তন রেডু হয়ে যাবে। ম্যাক ওএসে এই সুবিধা পেতে একসঙ্গে চাপতে হবে COMMAND, SHIFT ও Z বোতাম।

যেকোনো কিছু সিলেক্ট করতে

মাউসের বাম বোতাম চেপে যেকোনো কিছুই সিলেক্ট বা নির্দিষ্ট করা যায়। তবে কম্পিউটারে কোনো লেখা বা ক্ষুদ্র কিছু সিলেক্ট করতে মাউসের ব্যবহারে রয়েছে বেশ ঝামেলা। সে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কি-বোর্ড শর্টকাট। CTRL ও SHIFT বোতামের সঙ্গে দিকনির্দেশক কি (Arrow Keys) চেপে যেকোনো দিকে যেকোনো কিছু সিলেক্ট করা যাবে। ম্যাক ওএসে সুবিধাটি ব্যবহার করতে CTRL এর বদলে চাপতে হবে COMMAND বোতাম।

গুগল প্লে স্টোর এর চারটি গোপন ফিচার – কখনো ট্রাই করেছেন কি?

ডেস্কটপে যেতে

কোনো সফটওয়্যার ব্যবহার করার সময় ডেস্কটপে যেতে চাইলে সফটওয়্যারটি বন্ধ করার প্রয়োজন নেই। সে ক্ষেত্রে উইন্ডোজ লোগো ও D একসঙ্গে চাপলেই ডেস্কটপ দেখা যাবে।

সেটিংস খুলতে

কন্ট্রোল প্যানেলের ভেতরেই থাকে কম্পিউটারের সাধারণ সেটিংস। সেটি চটজলদি খুলতে চাইলে উইন্ডোজ লোগো বোতাম ও I (আই) একসঙ্গে চাপলেই বেরিয়ে আসবে সাধারণ সেটিংস।

টাস্ক ম্যানেজার চালু করতে

কম্পিউটারে সাধারণত কোনো সফটওয়্যার আটকে গেলে টাস্ক ম্যানেজারের প্রয়োজন পড়ে। সহজেই তা চালু করতে CTRL, SHIFT ও ESC বোতাম একসঙ্গে চাপলেই চালু হয়ে যাবে টাস্ক ম্যানেজার। ম্যাক ওএসে COMMAND, OPTION ও ESC বোতাম একসঙ্গে চাপলেই এ সুবিধা পাওয়া যাবে।

স্থায়ীভাবে ফাইল মুছে ফেলতে

কম্পিউটারে কোনো ফাইল মুছে ফেলতে ডিলিট বোতামে চাপলেই সেটি মুছে যায়, তবে অস্থায়ীভাবে। ফাইলটি জমা হয় রিসাইকেল বিনে। স্থায়ীভাবে কিছু ফেলতে চাইলে একসঙ্গে SHIFT ও DEL বোতাম চাপলেই তা মুছে যাবে। ম্যাক ওএসে COMMAND, OPTION ও DELETE বোতাম চেপে স্থায়ীভাবে মুছে ফেলা যাবে যেকোনো ফাইল।

স্ক্রিনশট নিতে

স্মার্টফোনের মতো কম্পিউটারেও প্রায়শ প্রয়োজন পড়ে স্ক্রিনশট নেওয়ার। উইন্ডোজ কম্পিউটারে সেই সুবিধা পেতে চাপতে হবে CTRL ও PRTSCN বোতাম। ম্যাক ওএসে চাপতে হবে COMMAND, SHIFT ও 3 বোতাম।

কোন ভুল তথ্য থাকলে দয়া করে টিউমেন্ট করে জানাবেন। ভাল থাকবেন সবাই। আপনার যদি আরো কিছু জানার থাকে আপনি আমার ব্লগ থেকে ঘুরে আস্তে পারেন অথবা facebook এ আমাকে follow করতে পারেন।

Level 0

আমি sopnilsohan.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস