আমাদের কম্পিউটার একটি প্রয়োজনীয় এবং গুরত্বপূর্ণ জিনিস হয়েগেছে। কম্পিউটার দীর্ঘদিন কাজ করলে স্লো হয়ে যায় এবং সেটাই সাভাবিক। তাই আসুন আমরা নিচের থেকে জেনে নেই কি করলে কম্পিউটারটি আর স্লো কাজ করবেনা।
১। কাজ করার ফাঁকে ফাঁকে যেটা করবেন, স্টার্ট থেকে রান এ ক্লিক করবেন এবং সেখানে লিখবেন tree এবং enter চাপুন। এতে আপার পিসির র্যামের ক্ষমতাটা বৃদ্ধি পাবে।
২। পিসির কীবোর্ড থেকে Ctrl + Alt + Delete চেপে Task Manager খুলুন এবং তারপর Processes-এ ক্লিক করুন। বিভিন্ন Program এর তালিকা আসবে। যে program গুলো আপনার কাজে লাগবেনা সেই সেগুলো সিলেক্ট করে End Process- এ ক্লিক করে বন্ধ করে দিন।
৩। পিসি বা কম্পিউটারের র্যাম যদি কম থাকে তাহল। কম্পিউটার স্লো হয়ে যাবেই। আপনার পিসির ভার্চুয়াল মেমোরি বাড়িয় অনেকটা গতি বাড়িয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে My Computer- এ কার্ছর রেখে রাইট মাটনে ক্লিক করে properties- এ গিয়ে Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। পূনরায় Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের Ram Mamory size-এর দ্বিগুন এবং Maximum size-এ Ram size-এর চারগুন দিলে ভাল হয়।
৪। সেটিং থেকে কন্ট্রোল প্যানেলে যান সেখান থেকে, Add or Remove-এ ডাবল ক্লিক করুন। এরপর Add/Remove windows components-এ ক্লিক করুন। এরপর নতুন যে উইন্ডো আসবে সেখানের বাম পাশ থেকে অপ্রোজনীয় প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন। এরপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে, সেটি থেকে যে program গুলো আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন। Successful meassage আসলে Finish-এ ক্লিক করুন।
Visit Blog71.com
আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।