কোন কোন সময় বই থেকে বা অন্য কোন হার্ডকপি থেকে লেখা হুবহু টাইপ করতে হয়। কখনো কখনো পাওয়া পিডিএফ ফাইল যেগুলো এডিট করা যায়না এমনটি ওয়ার্ডেও কনভাট করা যায় না। আবার মাঝে মধ্যে কিছু তথ্য প্রদান করতে হয় যেগুলোর স্ক্যান করা কপি দেয়া হয় নমুনা হিসেবে।
চোখের সামনে সুন্দর ঝকঝকে লেখা থাকা সত্বেও পূনরায টাইপ করাটা যে কতটা কষ্টদায়ক সেটা যারা করেন শুধু তারাই জানেন। এই সমস্যা থেকে মুক্তি দিতে এক ধরনের সফটওয়্যার যেগুলোকে বলা হয় OCR (Optical character Recognition)। এই সফটওয়্যারগুলো যেকোন ছবি অথবা পিডিএফ ফাইল থেকে টেক্সট উদ্ধার করতে পারে। মজার ব্যাপার হচ্ছে আপনার যদি স্ক্যানার নাও থাকে আপনি আপনার মুঠোফোন অথবা ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। আরো আশ্চর্যের বিষয় হলো এটা কিন্তু আপনার হাতের লেখাও পড়তে পারে।
কিভাবে কি করবেন তা দেখতে ভিডিওটি দেখুন।
বুঝতে কোন সমস্যা হলে আমার গ্রুপে জানান।
চাকরি সম্পর্কিত ওয়েবসাইট সময় হলে ঘুরে আসবেন।
টিউনটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।