প্রতিদিনের মতো কম্পিউটারের সামনে বসলেন, কম্পিউটার অন করলেন, কিন্তু কম্পিউটার অন হতে না হতেই আবার রিস্টার্ট নিয়ে নিলো। অথবা বারবার প্রোগ্রাম ক্রাশ করছে না হলে হাং হয়ে যাচ্ছে, কখনো কখনো নীল স্ক্রীন শো করে আজব আজব সব এরর ম্যাসেজ দেখিয়ে কম্পিউটার রিস্টার্ট নিয়ে নিচ্ছে।
এসব ব্যাপার আপনার সাথে ঘটা তো দুরের কথা, জাস্ট চিন্তা করতে ভয়ানক দুঃস্বপ্ন ফিল হচ্ছে তাই না? ব্যাট উপরের সুবিধা গুলো মটেও কিন্তু কোন কল্পনা নয়, যেকোনো সময় আপনার পিসি'র সাথেও এমনটা ঘটতে পারে। কিন্তু কিভাবে বুঝবেন, কেন এমন হচ্ছে? অবশ্যই এই অসুবিধা গুলো ফিক্স করার জন্য আপনার জানতে হবে, ঠিক কোথায় গণ্ডগোল রয়েছে।
এই টিউনে আমি এই বিষয় গুলো খুঁজে পাওয়ার চেষ্টা করবো, কেন আপনার কম্পিউটার বারবার হাং হয় বা ক্রাশ হয়ে যায়, বা অটো রিস্টার্ট নিয়ে নেয়!
নানান কারণে আপনার কম্পিউটার হাং বা ফ্রিজ হয়ে যেতে পারে। অনেক সময় হার্ডওয়্যার জনিত কারণে আবার অনেক সময় ত্রুটিপূর্ণ ড্রাইভারের জন্যও কম্পিউটার ফ্রিজ হয়ে যেতে পারে। আমি একটি আলাদা টিউনে আলোচনা করেছিলাম, কিভাবে বুঝবেন আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের সমস্যা নাকি সফটওয়্যারের সমস্যা —এই টিউনটি পড়ে নেওয়াটা প্রথমে ভালো হবে। বেশিরভাগ অজানা প্রবলেমের ক্ষেত্রে আমাদের কোনই আইডিয়া থাকে না, ঠিক কি করতে হবে? যদি প্রবলেমের কারণ না জানা থাকে, সে যতোবড়ই কম্পিউটার গীক হোক না কেন, কম্পিউটার ফিক্স করা তার জন্য মুশকিলের টাস্কে পরিনত হতে পারে।
বাকি টিউনে আমি কিছু ইউটিলিটি নিয়ে আলোচনা করবো, যেগুলো আপনার কোথায় প্রবলেম হয়েছে, বা কি ধরণের এরর ম্যাসেজ তৈরি করছে আপনার সিস্টেম, সেগুলো জানতে সুবিধা হবে আপনার। অন্তত এরর ম্যাসেজ আপনার কাছে থাকলে আপনি গুগল করে সমস্যার হাল খুঁজতে পারবেন।
তবে কিছু কথা বলে নিতে চাই, যদি আপনার কম্পিউটার হঠাৎ করে ক্রাশ করে বা হাং হয়ে যায়, সেটা একেবারেই স্বাভাবিক ব্যাপার, কেনোনা কোন সিস্টেমই পারফেক্ট হয়না। হতে পারে আপনার যেকোনো ত্রুটিপূর্ণ সফটওয়্যার আপনার সিস্টেমকে হাং করছে বা ক্রাশ করছে। আর যদি আপনার সিস্টেম প্রতিনিয়তই ক্রাশ করে বা হাং করে, তো অবশ্যই সেটার সাথে সমস্যা রয়েছে, এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রবলেম খুঁজে পেতে হবে এবং সেটা ফিক্স করার চেষ্টা করতে হবে।
রিলাইবিলিটি মনিটর আপনার উইন্ডোজ কম্পিউটারের ডিফল্ট একটি টুল, যেটা দ্রুত এবং অত্যন্ত সাধারণ একটি ইন্টারফেস প্রদান করে। এই টুলটি উইন্ডোজ ভিস্তার সাথে প্রথম এসেছিলো এবং বর্তমান মডার্ন উইন্ডোজ গুলোতেও এটি রয়েছে। জাস্ট সার্চ থেকে "“reliability,” টাইপ করলেই টুলটি চলে আসবে।
এই টুলটি আপনাকে প্রত্যেকদিনে রিপোর্ট গুলো দেখাতে সাহায্য করে। কোন সফটওয়্যার কিভাবে ক্রাশ করেছিলো, উইন্ডোজ কেন আচমকা রিস্টার্ট নিয়ে নিয়েছিলো, ইত্যাদি প্রবলেম গুলোর সম্পূর্ণ রিপোর্ট এখানে পেয়ে যাবেন। শুধু ডেইলি রিপোর্ট নয়, টুলটিতে কয়েক সপ্তাহ পর্যন্ত রিপোর্ট গুলো পেয়ে যাবেন। কোন সফটওয়্যার কখন সমস্যা করেছিলো, সেই অনুসারে একটি গ্রাফে লাল ক্রস উঠে থাকে। ক্রস গুলোতে সিলেক্ট করলে নিচে এর এরর হওয়ার কারণ গুলো প্রদর্শিত করে।
আপনি এখান থেকে সহজেই বুঝতে পারবেন, ঠিক কম্পিউটারের কোন অংশের জন্য হাং বা রিস্টার্ট প্রবলেম ঘটেছিলো। আবার আপনি চাইলে নিচের “Check for solutions to all problems” লিঙ্ক থেকে সলিউসন খুঁজতে পারেন, এখানে উইন্ডোজ নিজে থেকেই প্রবলেম সল্ভ করার চেষ্টা করবে। কিন্তু সেটা যদি সম্ভব না হয়, তো বেস্ট হবে জাস্ট হার্ডওয়্যার ড্রাইভারটিকে আপডেট করে নেওয়া।
আপনার কম্পিউটারের সাথে যে ড্রাইভার ডিভিডি দিয়েছিল, সেটার উপর যুগের পর যুগ ধরে নির্ভরশীল হয়ে থাকবেন না। প্রস্তুতকারি কোম্পানি ওয়েবসাইট ভিজিট করুণ, চেক করে দেখুন অবশ্যই ড্রাইভার আপডেট এসেছে, ডাউনলোড করে জাস্ট ইন্সটল করে নিন। এই রিলাইবিলিটি মনিটর হয়তো আপনার সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু অন্তত আপনি এটা তো জানলেন, কোথায় সমস্যা।
যদি গ্রাফিক্স রিলেটেড সমস্যা শো করে, তো গ্রাফিক্স ড্রাইভার আপডেট করে নিন, যদি হার্ড ডিস্ক থেকে সমস্যা করে তো হার্ড ড্রাইভ ড্রাইভার আপডেট করে নিন। অথবা কি করবেন, না বুঝতে পারলে এরর ম্যাসেজ গুলো সম্পূর্ণ লিখে গুগল করুণ। বিশ্বাস করুণ, অনেক বড় বড় কম্পিউটার গীক, সমস্যা গুগল করেই সমাধান করার চেষ্টা করে, অধিকাংশ সময় তাদের কোন আইডিয়াই থাকে না, কি সমস্যা হয়েছিলো।
আজকাল উইন্ডোজ কম্পিউটারে এই সমস্যা একেবারেই কমন হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটার অন করতে না করতেই কিংবা দুই একটা সফটওয়্যার রান করতেই বা যেকোনো সময় হঠাৎ করে সম্পূর্ণ স্ক্রীন ব্লু হয়ে যায় এবং একেক সময় একেক এরর ম্যাসেজ শো করিয়ে পিসি রিস্টার্ট নিয়ে নেয়। বেশিরভাগ সময়ই পুরাতন আর ত্রুটিপূর্ণ ড্রাইভারের জন্য এই সমস্যা হয়ে থাকে।
তবে বিশেষ করে কেন এই হচ্ছে সেটা বোঝার জন্য এরর ম্যাসেজ দেখা দরকারি। যখন উইন্ডোজ কম্পিউটারে ব্লু-স্ক্রীন এরর প্রদর্শিত করে একটি ড্যাম্ব মেমোরি ফাইল জমা করে। আর অনেক সময় এই ফাইলের মধ্যে উপকারি তথ্য থাকতে পারে।
BlueScreenView নামের একটি ফ্রী ইউটিলিটি সফটওয়্যার এই সেভ হয়ে থাকা ড্যাম্ব ফাইলের লিস্ট গুলো প্রদর্শিত করতে সাহায্য করে। সাথে আপনি যেকোনো ড্যাম্ব ফাইলে ক্লিক করে এর মধ্যের তথ্য গুলো জানতে পারবেন। প্রত্যেকবার ব্লু-স্ক্রীন এরর ঘটার সময় এক একটি এরর ম্যাসেজ শো করানো হয়।
এই ড্যাম্ব ফাইল গুলোতে হুবহু সেই ম্যাসেজ গুলো দেখতে পারবেন। এবার এরর ম্যাসেজ গুলো লিখে গুগল করে দেখুন, দেখবেন অনেক সমাধান খুঁজে পেয়ে যাবেন। সাথে আপনি বুঝতে পারবেন, কোন ড্রাইভারের সমস্যা, গ্রাফিক্স কার্ডের সমস্যা, মেমোরির সমস্যা, নাকি হার্ড ড্রাইভের সমস্যা।
সত্যি কথা বলতে প্রত্যেকটি সমস্যার জন্য সমাধান লিখে টিউন করা সম্ভব নয়। একই প্রকারের সমস্যার পেছনে আলাদা আলদা কারণ থাকতে পারে। যদি সঠিক এরর হওয়ার কারণ খুঁজে পাওয়া যায়, তবে প্রবলেম ফিক্স করতে অনেক সুবিধা হয়ে যায়।
আবার এমনটাও না, যেকোনো প্রবলেম ব্যাস অনলাইন করলেই সমাধান হয়ে যাবে, হতে পারে আপনার কম্পিউটারের হার্ডওয়্যার প্রবলেম রয়েছে আর যেটা শুধু মাত্র ঐ হার্ডওয়্যার রিপ্লেস করার মাধ্যমেই হাল হতে পারে। যদি আপডেটেড ড্রাইভার আর লেটেস্ট ভার্সন উইন্ডোজ ব্যবহার করার পরেও আপনার সিস্টেম ফ্রিজ হয়ে যায় তো বুঝে নেবেন হার্ডওয়্যারে গণ্ডগোল রয়েছে।
আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!
ভাই, আমার ফায়ারফক্স এ এড অন রিমুভ করা তবুও অনেক সাইট ভিজিট করা যায় না।
বলে ad blocker disable করতে। হেল্প প্লিজ।