বায়োস সেটিং বা পাসওয়ার্ড ভাঙ্গার ৫ টি উপায়

টিউন বিভাগ কম্পিউটিং
প্রকাশিত
জোসস করেছেন

* CMOS খুলে

* মাদারবোর্ড এর jumper ব্যবহার করে

* MS DOS কমান্ড ব্যবহার করে

* সফটওয়ার ব্যবহার করে

* ব্যকডোর BIOS পাশওয়ার্ড ব্যবহার করে

বিঃদ্রঃ এই টিউনটটি অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য। এটা সাধারন ব্যবহারকারী/হ্যাকারদের জন্য প্রযোজ্য নহে। অনুগ্রহ করে এটা প্রয়োগ করবেননা যদি আপনি হার্ডওয়্যার এর কাজের সাথে পরিচিত না হন। কোন ধরনের সমস্যা বা ক্ষয়ক্ষতির জন্য লেখক দায়ী নন। তাই এটা অনুসরন করুন নিজ দায়িত্বে।

১. CMOS ব্যটারিঃ

remove-battery

২. মাদারবোর্ডের Jumper ব্যবহার করেঃ

jumperকম বেশি সব মাদারবোর্ড এরই জাম্পার আছে যা সিমসের সব সেটিংস ক্লিয়ার করতে পারে বায়োস পাশওয়ার্ড সহ। মাদারবোর্ডের ব্র্যান্ডের উপর নির্ভর করে এই জাম্পারের অবস্থান নির্ভর করে। মাদারবোর্ডের ম্যানুয়াল পড়ে আপনি এটা জানতে পারেন বা নেটে সার্চ দিয়ে। আর ম্যানুয়াল না থাকলে আপনি ফিজিকালি দেখেতে পারেন সিমোস ব্যাটারির আশে পাশে। অধিকাংশ ম্যানুফেকচারার এরই CLR, CLEAR, CLEAR CMOS, ইত্যাদি দ্বারা লেভেল করে থাকে। জাম্পার খুঁজে পেলে সাবধানে এবং ভাল ভাবে খেয়াল করে দেখুন জাম্পারটি  ৩ পিন বিশিষ্ট একটা সেটের মাঝের পিনের সাথে অন্য ডানের বা বামের পিনের সাথে কানেক্ট করা।

computer-jumper-2 copy

আপনাকে যা করতে হবে জাম্পারটি খুলে নিয়ে ঠিক মাঝের পিনের সাথে বিপরীত পিন কানেক্ট করিয়ে দিন। যেমন ১ ২ ৩ টি পিন হয়, এবং প্রথমে যদি ১ ২ কানেক্টেড থাকে পরে খুলে আপনাকে ২ ৩ কানেক্ট করিয়ে দিতে হবে। এখন কিচুক্ষন(মিনিট খানেক) অপেক্ষা করুন। তারপর  আবার আগের মত লাগিয়ে দিন। তবে অবশ্যই খেয়াল করবেন যে পিসি খোলার পুর্বে এবং জাম্পার পরিবর্তনের সময় যেন পিসির পাওয়ায় সাপ্লাই ইউনিট বন্ধ থাকে।

৩. MS DOS কমান্ড ব্যবাহার করেঃ

এই পদ্ধতি কাজ করবে তখনই যখন আপনার সিষ্টেম চালু থাকবে, কারন এটা কাজ করতে হয় MS DOS এ। কমান্ড প্রম্পট ওপেন করুন স্টার্ট করুন START>>RUN>>cmd>>Enter। তারপর একে একে নিচের কমান্ড গুলো দিন।

debug

o 70 2E

o 71 FF

quit

dos

লক্ষ্য করুনঃ এখানে প্রথম লেটারটি ইংরেজি o কেউ ভুলেও এটাকে অংক 0 মানে শূন্য মনে করবেন না। উপরের কমান্ড গুলো দেবার পরে আপনার সিষ্টেম রিস্টার্ট দিন। কাওরন এই কমান্ডগুলো আপনার সিমোস সেটিং রেসেট করে দিবে সাথে সাথে পাশওয়ার্ড ও। আপনি যদি জানতে চান কিভাবে এটা কাজ করছে তাহলে শুনুন।

এই পদ্ধতিতে আমরা MS DOS এর ডিবাগ টুলস ইউজ করি। o ক্যরেক্টারটি কমান্ডগুলোর প্রথমে বসে IO পোর্টের আউটপুট ভেলু বুঝায়। ৭০ ও ৭১ বুঝায় পোর্ট নাম্বার যা সিমোস মেমরিতে প্রবেশে ব্যবহৃত হয়। FF দ্বারা আমরা সিমোসকে বলি যে অখানে ইনভেলিড চেকসাম আছে, আর এই কমান্ডের সাথে এটাকে রেসেত করে যা বায়স পাশওয়ার্ডকেও রেসেট করে।

৪. সফটওয়ার ব্যবহার করেঃ

অনেক সফটওয়ার আছে যেগুলো সিমোসের সেটিংস বা পাশওয়ার্ড অথবা দুইটাই করতে পারে মুহুর্তের মধ্যেই। কিন্তু ঐ যে উপরে উল্লেখ করেছি, এটা করতে হলে আপনাকে পিসির এদমিন একাউন্টে ঢুকে থাকতে হবে যেখান থেকে এটা উইন্ডোজের ডসে কাজ করবে।

৫. ব্যাকডোর বায়োস পাশওয়ার্ড দিয়েঃ

অনেক মাদারবোর্ড প্রস্তুতকারী কোম্পানি একটা পাশওয়ার্ড দিয়ে রাখে যা মাস্টার পাশওয়ার্ড হিসেবে পরিচিত। এই মাস্টার পাশওয়ার্ড শুধু মাত্র টেষ্ট ও ট্রাবলশুট করার জন্য তৈরী করা হয়। চলুন নিচে থেকে জেনে নিই বেশ কিছু কোম্পানির পাশওয়ার্ড।

AMI এর বায়োস পাশওয়ার্ডঃ

A.M.I.

AAAMMMIII

AMI?SW

AMI_SW

AMI

BIOS

CONDO

HEWITT RAND

LKWPETER

MI

Oder

PASSWORD

AWARD এর বায়োস পাশওয়ার্ড

01322222

589589

589721

595595

598598

ALFAROME

ALLy

aLLy

aLLY

ALLY

aPAf

_award

award

AWARD_SW

AWARD?SW

AWARD SW

AWARD PW

AWKWARD

awkward

BIOSTAR

CONCAT

CONDO

Condo

d8on

djonet

HLT

J64

J256

J262

j332

j322

KDD

Lkwpeter

LKWPETER

PINT

pint

SER

SKY_FOX

SYXZ

syxz

shift + syxz

TTPTHA

ZAAADA

ZBAAACA

ZJAAADC

PHOENIX এর বায়োস পাশওয়ার্ডঃ

BIOS

CMOS

phoenix

PHOENIX

Misc এর কমন পাশওয়ার্ডঃ

ALFAROME

BIOSTAR

biostar

biosstar

CMOS

cmos

LKWPETER

lkwpeter

setup

SETUP

Syxz

Wodj

unlocker

অন্যান্য ম্যানুফেকচারারের BIOS পাশওয়ার্ডঃ

Biostar – Biostar

Compaq – Compaq

Dell – Dell

Enox – xo11nE

Epox – central

Freetech – Posterie

IWill – iwill

Jetway – spooml

Packard Bell – bell9

QDI – QDI

Siemens – SKY_FOX

TMC – BIGO

Toshiba – Toshiba

VOBIS &  IBM – merlin

Level 3

আমি শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস