কম্পিউটারের সাধারণ পরিচর্যা দৈনিক মাসিক বার্ষরিক

আস্-সালামু আলায়কুম, বন্ধরা সবই কেমন আছ।
আজ আমি তোমাদের শিখাব কি করে  কম্পিউটারের সাধারণ পরিচর্যা করবে।

দৈনিক পরিচর্জা
 প্রতি দিন পিসি ব্যবহারের ফলে আমাদের পিসিতে কিছু ফাইল জমা হতে থাকে, এভাবে জমতে থাকলে এক পর্যায়ে পিসিটি স্লু হয়ে যায়। তাই এ কাজটি নিয়মিত করতে হয়।

Start Menu> Run> এখন Open লেখব %temp% তারপর OK Open হওয়া ফাইল ডিলিট করবে,
Start Menu> Run> এখন Open লেখব temp তারপর OK Open হওয়া ফাইল ডিলিট করবে,
Start Menu> Run> এখন Open লেখব recent তারপর OK Open হওয়া ফাইল ডিলিট করবে,
Start Menu> Run> এখন Open লেখব prefetch তারপর OK Open হওয়া ফাইল ডিলিট করবে,

যাদের Start Menu তে Run দেখতে পাওনা তারা,   Start Menu> All programs> Accessories> Run.

যাদের  Start Menu তে Run প্রয়োজন তারা. Task bar এর উপর মাউস এ ডান বাটন ক্লিক করে
Properties> Start Menu> Customize> Run command >Ok

 

 যদি এ কাজটি প্রদি দিন করেতে কষ্ট হয় তাহলে একটি সফট ডাউনলোড করে নাও।

মাসিক পরিচর্জা ৩ থেকে ৪ বার

একটি ঘড়কে সুন্ধর ভাবে গুছিয়ে রাখলে যেমন ঘড়টি সুন্ধর ও পরিপাটি থাকে, তেমনিই কম্পিউটারের কিছু নিয়মিত গোছালোর প্রয়োজন হয়ে পরে, নিয়তম এ পরিচর্জার ফলে আপনার পিসিটি থাকবে সবল এবং দীর্ঘস্থায়ী,
১. Disk Defragmenter,
# Start > All program > Accessories > System tools >Disk Defragmenter > ‍Select Drive (only one) > Defragmen Disk
২. Disk Clean up
# My computer > C, D, E, F, G, Drive on Right Button > Properties > General > Disk Clean up > OK


বার্ষরিক পরিচর্জা ২ থেকে ৩ বার# সর্তকাতার সাথে মাদার বোর্ড এর কোলিং ফ্যান খোলে পাখা এবং হিট সিং পরিষ্কার করেত হবে,
# র‌্যাম এর কপার পাতগুলো ইরেজার দিতে ঘষে পরিষ্কার করেত হবে,
# ব্লোয়ার দিয়ে মাদার বোর্ড পরিষ্কার করেতে হবে,
# সতি কাপড় দিয়ে কেসিং এর ভিতরের অংশ পরিষ্কার করেতে হবে,

# কোন কিছু জানার থাকলে কমেনস প্রশ্ন করতে পারেন যেন অন্যও উপকৃত হতে পারে,

একটি ক্লিক করে সকল ড্রাউভ রিফ্রেস করার প্রগ্রাম এবং নিজে সফট বানাও

আর সামনে আরো এমন মজার প্রচেক্ট পেতে চাইলেআমারদের Facebook Like দিয়ে সাথে থাকো এবং আমাদের চ্যানেলে Subscribe কর।

 

Level 6

আমি A.I. Sohag। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 109 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস