SSD আর HDD সম্পর্কে জানেন, কিন্তু হাইব্রিড ড্রাইভHybrid Drive সম্পর্কে জানেন কি? আসুন জেনে নেই

আপনারা অনেকেই SSD  এবং HDD  কি তা জানেন। যারা জানেন না তাদের জন্য আবার বলে দেই।

SSD কি?

SSD এর ফুল ফর্ম হোল Solide State Drive। SSD হোল ফ্ল্যাশ স্টোরেজ ডিভাইস যা অত্যন্ত বেশি গতি সম্পন্ন এবং অনেক রিলায়াবেল। স্মার্টফোন এ যে স্টোরেজ লাগান থাকে SSD ও একি জিনিস। শুধু SSD র কন্ট্রোলার আরো বেশি উন্নত।

HDD কি?

HDD এর ফুল ফর্ম হোল Hard Disk Drive। নরমাল মেকানিক্যাল ড্রাইভই HDD নামে পরিচিত। আপনি সাধারনত ডেক্সটপ বা ল্যাপটপ পিসিতে HDD ব্যবহার করে থাকেন।

তাহলে হাইব্রিড ড্রাইভ কি জিনিস? খায় না মাথায় দেয়?

হাইব্রিড ড্রাইভ হোল এমন একটি ড্রাইভ যেটি SSD এবং HDD এর সমন্বয়ে তৈরি। এটির ভিতরে যেমন ফ্ল্যাশ স্টোরেজ থাকে ত্তেম্নি স্পিন্নিং প্লাটার ও থাকে। একটি কন্ট্রোলার ফ্ল্যাশ ড্রাইভ ও স্পিন্নিং প্লাটারকে নিয়ন্ত্রন করে। কোন ডাটা SSD তে আর কোন ডাটা HDD তে যাবে তা এই কন্ট্রোলার নিয়ত্রন করে। একটি হাইব্রিড ড্রাইভ আপনাকে SSD এর মত ফাস্ট পারফরমেনন্স দিতে না পারলে নরমাল স্পিন্নিং মেকানিক্যাল হার্ড ড্রাইভ থেকে অনেক দ্রুত গতির এক্সপেরিএন্স দিতে পারে। তবে যদি সবচেয়ে গতি সম্পন্ন ডাটা স্টোরেজ চান তবে একটি SSD কিনে নেয়া এ ভাল।

আর হাইব্রিড ড্রাইভ ড্রাইভ সম্পর্কে আরো ভালভাবে জানতে নিছের ভিডিওটি দেখতে পারেন।

ভিডিওটি ভাল লেগে থাকলে এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেল লিঙ্ক

যদি পারেন চ্যানেলটিতে সাবসক্রাইব করতে পারেন।

ফেসবুক এ আমি ঃAshraf Akon

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস