বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমাদের সকলেরই স্মার্টফোন, পিসি বা ইন্টারনেট কানেকটেড কিছু না কিছু জিনিস রয়েছে। তো আমারা কি আসলেই জানি এই ইন্টারনেট থেকে ডাটা কিভাবে আমাদের কাছে পৌছায়?অনেকে হয়ত জানেন। কেউ কেউ হয়ত জানেন না।
আপনার পিসি বা স্মার্টফোন এর একটি আইপি অ্যাড্রেস এবং একটি পারমানেন্ট ম্যাক অ্যাড্রেস আছে। এই আইপ অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস কিভাবে ব্যবহারীত হয়? আপনি যখন গুগল বা অন্য কোন জায়গা থেকে কোন লিঙ্ক এ ক্লিক করেন তখন আপনি কিছু ডাটা, ডাটা প্যাকেট হিসেবে সারভার কে প্রেরন করেন, সারভার এ যখন ডাটা গুল পৌছায় তখন সেরভের সেই ডাটা প্রসেস করে আপনার কাছে ডাটা ফেরত পাঠানোর জন্য কিছু ডাটা প্রেরন করে।
ডাটা তে অবশ্যই আপনার ডাটা এবং একটি পার্মানেন্ট আইপি অ্যাড্রেস এবং একটি ম্যাক অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেসটি পারমানেন্ট কিন্তু ম্যাক অ্যাড্রেসটি জতবার একটি রাউটার এ পৌছায় ততবার ম্যাক এড্রেসটি পরিবর্তন হয়ে যায়। যখন একটি ডাটা প্যাকেট কোন রাউটার এ পৌছায় থিক তখন রাউটারটি ডাটা প্যাকেট এর আইপি এড্রেসটি দেখে বলে দেয় এর পরে কোন রাউটার এ গেলে ডাটাটি সহজে দ্রুততম সময়ে ইউজার এর কাছে হাজির হতে পারবে।
এভাবে ম্যাক এড্রেসটি ক্রমাগত বদলাতে থাকে। এবং ডাটা প্যাকেটটির কাছে যেই ম্যাক অ্যাড্রেসটি থাকে সেখানে গিয়ে হাজির হয়।এভাবে ক্রমাগত ম্যাক এড্রেসটি বদলাতে বদলাতে আপনার ঘরের রাউটার এ পছায়।আবং সেখানেও একি জিনিস ঘটে। ডাটা প্যাকেট এ আপনার ম্যাক অ্যাড্রেস টি অ্যাসাইন করে দেয় এবং অবশেষে ডাটা প্যাকেটটি আপনার কাছে পৌছায়।
এভাবেই ম্যাক এড্রেসটি কাজ করে।যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমার বানান ভিডিওটি দেখতে পারেন।
ভিডিওটি পাবেন এখানে । আর পারলে আমার চ্যানেলটিতে সাবসক্রাইব করবেন।
ফেসবুক এ আমিঃAshraf Akon
আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MAC address change korbo kivabe?????????????