কম্পিউটার বিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর জন্য আহ্বান

কম্পিউটার বিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর জন্য আহ্বান
বাংলাদেশে দক্ষ তথ্যপ্রযুক্তিবিদের চাহিদা বেড়ে যাচ্ছে। আর সে জন্য কম্পিউটার বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো দরকার, নানা রকম আয়োজনেরও প্রয়োজন রয়েছে। ‘কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০১৫’-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন আয়োজক ও অতিথিরা। বাংলাদেশসহ বিশ্বের ১৮০টি দেশে গত বছর কম্পিউটার বিজ্ঞান সপ্তাহ উদ্যাপন করা হয়।  (টিউন টি আগে প্রকাশিত হয়েছিল এখানে)
রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস ভবনে গতকাল মঙ্গলবার আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে অগ্রসর শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। অনুষ্ঠানে মাসিক ‘কিশোর আলো’র সম্পাদক আনিসুল হক শিশু-কিশোরদের ছোটবেলা থেকে কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী হতে আহ্বান জানান।
blcp
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, বিডিওএসএনের সহসভাপতি লাফিফা জামাল, সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) দেশে কম্পিউটার শিক্ষা সপ্তাহ পালন করে। এই আয়োজনের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় আওয়ার অব কোড, বিশ্ববিদ্যালয়ে কর্মশালা ও আড্ডা, অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং মেয়েদের প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনজিপিসি) অনুষ্ঠিত হয়েছে।
কম্পিউটার শিক্ষা সপ্তাহের পৃষ্ঠপোষক ছিল ডিজিটাল সলিউশন ইনোভেটর, একাডেমিক কেয়ার বর্ণ, রকমারি ডটকম, সিওর ক্যাশ, লুমেক্স আইটি, দোহাটেক ও ইজি পে ওয়ে। সহযোগিতা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, কোডমার্শাল, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ, গুগল ডেভেলপার গ্রুপ-বাংলা, গুগলওম্যান টেকমেকার্স ও দ্বিমিক কম্পিউটিং স্কুল এবং কিশোর আলো।  টিউন টি আগে প্রকাশিত হয়েছিল এখানে

Level 0

আমি তোফায়য়েল আমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস