রিমোট কিবোর্ড’ নিয়ে এলো ইন্টেল (intel)

‘রিমোট কিবোর্ড’ নিয়ে এলো ইন্টেল (intel)
টিউন টি প্রথম প্রকাশিত হয়েছিলো "ব্লগ লেখক ডট কমে"

প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য নতুন একটি অ্যাপ উন্মুক্ত করেছে। যে অ্যাপটির সাহায্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজের অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে কম্পিউটারের কিবোর্ড এবং মাউস প্যাড হিসেবে ব্যবহার করতে পারবেন।
intel-app
ইন্টেলের তৈরি এই অ্যাপটির সুবিধা আপাতত উইন্ডোজ সেভেন এবং এইটে পরিচালিত সকল কম্পিউটারে ব্যবহার করা যাবে।

সুবিধাটি নিতে এই লিংকে প্রবেশ করে প্রথমে নিজের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপলিকেশনটি ইন্সটল করে নিতে হবে। পাশাপাশি যে কম্পিউটারের জন্য নিজের অ্যান্ড্রয়েড মোবাইলকে কিবোর্ড এবং মাউস প্যাড বানাতে চাচ্ছেন সেই কম্পিউটারে অ্যাপটির কম্পানিয়ন ভার্সন চালু করতে হবে। এটি চালু করতে যেতে হবে এই লিংকে। এতেই হয়ে যাবে স্মার্টফোনের সাথে কম্পিউটারের দারুণ সংযুক্তি।

তবে কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড ফোনটি যদি একই ওয়াইফাই দ্বারা ইন্টারনেট চালানো হয় তাহলে কম্পিউটারে অটোমেটিকভাবে সফওয়্যারটি ইন্সটল হয়ে যাবে। নতুন করে সফটওয়্যারটি ইন্সটল করার প্রয়োজন হবে না।

আবার দেখুন,

‘রিমোট কিবোর্ড’ নিয়ে এলো ইন্টেল (intel)
টিউন টি প্রথম প্রকাশিত হয়েছিলো "ব্লগ লেখক ডট কমে"

প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য নতুন একটি অ্যাপ উন্মুক্ত করেছে। যে অ্যাপটির সাহায্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজের অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে কম্পিউটারের কিবোর্ড এবং মাউস প্যাড হিসেবে ব্যবহার করতে পারবেন।
intel-app
ইন্টেলের তৈরি এই অ্যাপটির সুবিধা আপাতত উইন্ডোজ সেভেন এবং এইটে পরিচালিত সকল কম্পিউটারে ব্যবহার করা যাবে।

সুবিধাটি নিতে এই লিংকে প্রবেশ করে প্রথমে নিজের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপলিকেশনটি ইন্সটল করে নিতে হবে। পাশাপাশি যে কম্পিউটারের জন্য নিজের অ্যান্ড্রয়েড মোবাইলকে কিবোর্ড এবং মাউস প্যাড বানাতে চাচ্ছেন সেই কম্পিউটারে অ্যাপটির কম্পানিয়ন ভার্সন চালু করতে হবে। এটি চালু করতে যেতে হবে এই লিংকে। এতেই হয়ে যাবে স্মার্টফোনের সাথে কম্পিউটারের দারুণ সংযুক্তি।

তবে কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড ফোনটি যদি একই ওয়াইফাই দ্বারা ইন্টারনেট চালানো হয় তাহলে কম্পিউটারে অটোমেটিকভাবে সফওয়্যারটি ইন্সটল হয়ে যাবে। নতুন করে সফটওয়্যারটি ইন্সটল করার প্রয়োজন হবে না।

Level 0

আমি তোফায়য়েল আমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস