এটা আমার প্রথম টিউন। আপনারা চাইলে দেখতে পারেন। কাজে আসতে পারে।
http://techmyline.blogspot.com/2015/12/payoneer-master-card.html
হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমরা এখন ডিজিটাল যুগে প্রাই সবাই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি। আর আমার বিশ্বাস প্রাই সবারই কম্পিউটার বা ল্যাপটপ ক্লিন থাকা বা রাখা নিয়ে সমস্যা। কারন আমরা কম্পিউটার বা ল্যাপটপ ক্লিন রাখার জন্য কতো কিনা করি। স্ক্যান করি, tree মারি, সেকেন্ডে সেকেন্ডে রিফ্রেশ করি, এতো কিছু করে, তাও দেখা যায় কম্পিউটার বা ল্যাপটপ ভারি হয়ে আছে। আজকে আমার টিউন এর উপরেইঃ সুতরাং কথা না বারিয়ে কাজের কথায় আসিঃ
আজকে আপনাদের একটা ছোট সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেবো। সফটওয়্যারটির নামঃ Cleanup.
সাইজঃ ৩০৮ KB.
এখান থেকে ডাউনলোড করিয়ে নিন।
এই ফাইল টি ডাউনলোড করার পরে Install করা লাগবে না। জাস্ট কপি করে এনে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডেস্কটপে রেখে দিন। এবং নিচের স্কিনশর্ট অনুযায়ী কাজ করুনঃ
প্রথমে আপনার ডেস্কটপে কপি করা আইকনটিতে ডাবল ক্লিক করুনঃ
২) তারপর আপনার সামনে এমন একটি উইন্ডো ওপেন হবেঃ
৩) তারপর CleanUp! এ ক্লিক করুন। এবার CleanUp Report দেখুন। দেখবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপের সব গুলো Temp ফাইল Delete হয়ে যাচ্ছে, এখন কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর আপনার সামনে আরেকটি উইন্ডো ওপেন হবেঃ
৪) তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি কি উইন্ডস Logoff করবেন না স্টার্টই রাখবেন। বাছ কাজ শেষ। তারপর উইন্ডোটা Close করে দিনঃ
দেখবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ আগের থেকে অনেক ফাস্ট হইছে। আপনার কম্পিউটার বা ল্যাপটপ যখনি ভারি বলে মনে হবে তখনি করতে পারবেন।
আশা করি আপনাদের ভালো লেগেছে।
আমার টিউনে আপনাদের উপকার কতখানি হবে জানিনা, তবে ক্ষতি যে হবেনা এটা আমি ১০০% শিওর।
সবাইকে ধন্যবাদ।
Munna
আমি Munna NeeL। Administrator, TechLines, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।