হার্ডডিস্কের ড্রাইভ হাইড করুন খুব সহজে কোন সফটওয়্যার ছাড়া দেখুন কিভাবে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।আমার টিউনটি করতে গিয়ে কোন ধরনের ভুল ক্রুটী হলে আপানার ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক আমি আজকে আপনাদেরকে দেখাব কিভাবে আপনার কম্পিউটারের হার্ডডিস্ক এর যে কোন একটা ড্রাইভ হাইড করবেন। আপনি ইচ্ছা করলে সব গুলো ড্রাইভ হাইড করতে পারেন সেটা আপানর ইচ্ছা। কেন করবেন কারন হল আপনার কম্পিউটারে অনেরক ইনফরমেশন জিনিস পত্র থাকতে পারে। ধরুন আপনার যেই কোন একটা ড্রাইভে দরকারি অনেক কিছু আছে।

সেই ক্ষেত্রে আপনার ড্রাইভটি হাইড করা না থাকার কারনে আপনার কাছের যে কোন একজন লোক ইনফরমেশন যেনে গেল। সেই ক্ষেত্রে আপনার অনেক অসুবিধা হতে পারে কিন্তু অনেকেই আছে বিভিন্ন সফটওয়্যার দিয়ে হার্ডডিস্কের ড্রাইভ হাইড করে  এত ঝামেলার  দরকার কি? আমারা যদি কোন ধরনের সফটওয়্যার ছাড়াই হার্ডডিস্কের ড্রাইভ হাইড করি তাহলে সফটওয়্যাররের দরকার নেই কিবলেন আপনারা। যাই হোক কিভাবে কাজটি করতে পারেন দেখে নেই

উপরের ছবিটি খেয়াল করুন প্রথমে আপনার মাই কম্পিউটারে মাউসের রাইট বাটন ক্লিক করে Manage বাটনে ক্লিক করুন তার পর নিচের ছবিটির মত দেখতে পাবেন প্রথম স্টেপ গেল

 

২য় স্টেপ শুরু উপরের ছবিটির দিকে খেয়াল করুন Disk Management বাটনে ক্লিক করুন তারপর নিচের ছবিটির মত দেখতে পাবেন

উপরের ছবিটার দিকে তাকান আমার কম্পিউটারের কে নামের ড্রাইভটি হাইড করব এই জন্য কে ড্রাইভটি দিয়ে দেখিয়েছি। এখন আপনি আপনার যেই ড্রাইভটি হাইড করবেন সেই ড্রাইপটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। ক্লিক করার পর যেই ভাবে আপনার পপআপ অপশনটি আসবে নিচে একটা ছবি দিয়েছি সেটা খেয়াল করুন

এইবার উপরের ছবিটার দিকে আর এক বার তাকান তার পর Change drive Letter and paths বাটনে ক্লিক করুন নিচের ছবির মত দেখতে পাবেন

তার পর Remove বাটনে ক্লিক করুন। করার পর oK বাটনে ক্লিক করুন। এই বার আপনার ড্রাইভটি হাইড হয়ে গেছে।এইবার আপনার হাইড করা ড্রাইভটি খুলতে চাইলে অর্থাৎ পূর্বে আপনার ড্রাইভটি যেই ভাবে ছিল সেই ভাবে করার জন্য স্টেপ বাই স্টেপ যেই ভাবে দেখিয়ে ছিলাম সেই ভাবে আবার আসবেন কোন পার্থক্য নেই। ঠিক আগের মত শুধু একটু পার্থক্য আছে। আগে যেমন Remove বাটনে ক্লিক করে হাইড করছেন Remove বাটন বাদ দিয়ে Add বাটনে ক্লিক করবেন। তার পরেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নিচের ছবিটার দিকে খেয়াল করুন

Add বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত দেখতে পাবেন

সর্ব শেষ আপনার কাজটা হলে একটু কষ্ট করে oK বাটনে ক্লিক করুন। এই বার আপনার কাজ শেষ। নাকে তৈল দিয়ে ঘুমান। আপনার আর কোন ঝামেলা নাই। এক বার হাইড খুলবেন আবার হাইড করবেন। আপনার হার্ডডিস্কের ড্রাইভ আর অন্য কেউ খুলতে পারবেনা। যাই হোক সব কথার বড কথা হল কি এই পর্যন্ত আপনাদের যাকিছু দেখিয়েছি মনে হয় কত বড একটা কাজ কত কাহিনী কিচ্ছা করতে হয়েছে কিন্তু সব মিলিয়ে হিসাব করলে এক মিনিটের কাজ না। যাই হোক আজ এই পর্যন্ত বিদায় নেওয়ার কিছু কথা

আমার টিউনটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে টিউমেন্ট করে জানাবেন। আর এই কাজটি করতে গিয়ে আপনাদের কোন ধরনের অসুবিধা হলে আমাকে টিউমেন্ট করে জানাবেন।আপনাদের পাশেই আমি আছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ…

আমার ব্লগে গুরে আসতে পারেন

আমার ফেসবুক

 

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এক দুই কিক্লে কি এই টা স্মভাব

টীউমেন্স করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি কাজটা বুজতে পারছেন না বলেন।