তাসনুভা রায়া'র পক্ষ থেকে আপনাকে স্বাগতম।
যারা কম্পিউটার বিষয়ে নতুন তাদের কাছে সহজ ও সাবলীল ভাষায় কম্পিউটার কে পরিচয় করানোর জন্য তৈরী করা কম্পিউটার শিক্ষা কোর্সের তৃতীয় পর্ব হলো এই ভিডিওটি।
মূল স্ক্রীপ্ট:
~~~~~~~~~~~~~~
আপনি নিশ্চয়ই রেডিও, টেলিভিশন, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি যন্ত্রগুলোর সাথে পরিচিত, তাই না? রেডিও, টেলিভিশন, ক্যালকুলেটর, ঘড়ি এরা প্রত্যেকে কেবলমাত্র 'একটি' নির্দিষ্ট কাজ করতে পারে বা গুটিকয়েক কাজ করতে পারে। যেমন রেডিওতে কেবল গান বা কোন অনুষ্ঠান শোনা, টেলিভিশনে একটি নির্দিষ্ট সময়ে একটিমাত্র চ্যানেল দেখা, ক্যালকুলেটরের সাহায্যে গণনা করা এবং ঘড়ির সাহায্যে সময় পরিমাপ করা বা জানা যায়।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এরা প্রত্যেকে কেবল একটি নির্দিষ্ট কাজ করতে পারে। কিন্তু এমন একটি যন্ত্রের কথা ভাবুন যা উপরের যন্ত্রগুলোর সকল কাজ ছাড়াও আরও অসংখ্য কাজ করতে পারে। অর্থাৎ এটি 'একটি' নির্দিষ্ট কাজ বা গুটিকয়েক কাজ নয়, এটির সাহায্যে আপনি নানান ধরণের কাজ করতে পারবেন এবং একই সময়ে এর সাহায্যে আপনি একাধিক কাজ করতে পারবেন।
এই যন্ত্রটি হলো কম্পিউটার। কম্পিউটার মূলত একটি তথ্য প্রক্রিয়াকরণকারী যন্ত্র যা ইনপুট ডিভাইসের সাহায্যে নির্দেশ গ্রহণ করে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সাহায্যে নির্দেশ প্রক্রিয়াকরণ করে আউটপুট ডিভাইসের সাহায্যে প্রক্রিয়াজাত তথ্য প্রদর্শন করে। সাধারণত দুই ধরণের কম্পিউটার সবচেয়ে বেশী ব্যাবহৃত হয়। ল্যাপটপ ও ডেস্কটপ। এগুলোকে বলা হয় Personal Computer। তাছাড়া রয়েছে Server ও Super Computer। Server এর কাজ হলো তথ্য সরবরাহ করা আর Super Computer গবেষণার কাজে ব্যাবহৃত হয়।
কম্পিউটার তার সকল কাজ মূলত দুইটি অংশের সাহায্যে স¤পন্ন করে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে কম্পিউটার গঠিত। আপনি যে কাজই কম্পিউটারের সাহায্যে করতে চান তা হার্ডওয়্যার ও সফটওয়্যার এই দুটি অংশের একত্রে কাজ করার ফলে আপনি করতে পারেন।
যে সকল যন্ত্রাংশ নিয়ে কম্পিউটার গঠিত সেগুলো ই হলো হার্ডওয়্যার। হার্ডওয়্যার আপনি চাইলেই হাত দিয়ে স্পর্শ করতে পারবেন, হার্ডওয়্যার এর বাহ্যিক উপস্থিতি আপনি দেখতে পাবেন। কিন্তু সফটওয়্যার হলো একগুচ্ছ কোড বা নির্দেশনার সমষ্টি যা হার্ডওয়্যারকে নির্দেশ করে হার্ডওয়্যার কিভাবে কাজ করবে। আপনি সফটওয়্যার এর কাজ অনুধাবন করতে পারবেন বা দেখতে পাবেন কিন্তু সফটওয়্যার কে কখনো স্পর্শ করতে পারবেন না কিংবা এর বাহ্যিক উপস্থিতিও আপনি দেখতে পাবেন না।
যদি মানুষকে ধরা হয় কম্পিউটার তাহলে হার্ডওয়্যার হলো শরীর আর সফটওয়্যার হলো মস্তিষ্কে সঞ্চিত প্রক্রিয়াজাত তথ্য তথা জ্ঞান। কম্পিউটারের হার্ডওয়্যার যত বেশী শক্তিশালী, কম্পিউটার তত বেশী গতিশীল অর্থাৎ শক্তিশালী। অপরদিকে প্রত্যেকটি কাজ করার জন্য নির্দিষ্ট সফটওয়্যার রয়েছে। যেমন গান শোনার সফটওয়্যার দিয়ে লেখালেখি করা যাবে না ঠিক তেমনিভাবে লেখালেখির সফটওয়্যার দিয়ে গান শোনা যাবে না। প্রতিটি সফটওয়্যার এর সাহায্যে একটি বা একগুচ্ছ নির্দিষ্ট কাজ করা যায়।
হার্ডওয়্যার ও সফটওয়্যার এই দুইয়ে মিলে কম্পিউটার। হার্ডওয়্যার ব্যাতীত সফটওয়্যার যেমন অচঁল ঠিক তেমনিভাবে সফটওয়্যার ব্যাতীত হার্ডওয়্যার নিষ্প্রাণ। এই দুইটি অংশের সম্মিলিতভাবে কাজ করার ফলে আপনি কম্পিউটারের সাহায্যে আপনার প্রয়োজনীয় কাজ আদায় করতে পারেন।
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
Download Links | ডাউনলোড লিংক
ডাউনলোড ভিডিও | সাইজ: ৩৩ মেগাবাইট [720p]
ডাউনলোড অডিও | সাইজ: ৫.৬৫ মেগাবাইট [256 kbps]
ডাউনলোড PDF | সাইজ: ২৪২ কিলোবাইট
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
আমি তাসনুভা রায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks for ur tutorial