আস-সালামু আলাইকুম। কেমন আছেন সবাই, আশা করি ভালো। আপনাদের সুস্ততা আমার কাম্য। আমার কাছে সবার টিউন ভালো লাগে। আমার টিউন আপনাদের ভালো লাগবে কিনা জানিনা তবে সব সময় ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।আর ভুল হলে ক্ষমা করবেন।আর আমি বিশেষ ভাবে দু:খিত যদি টিউনি পূর্বে টেকটিউনসসে প্রকাশিত হয়ে তাকে। আর টিউনটি যারা জানেন না শুধু তাদের জন্য।তাই যারা জানেন তারা না দেখলেও পারেন।
আমরা যারা নতুন HTML শিখতে চাই তারা চিন্তায় পরে যান কোন সফটওয়্যার দিয়ে HTML শিখবেন। তাদের জন্য নিয়ে এলাম সেরা HTML ইডিটর। এখানে সেরা দশ সফটওয়্যার থেকে আপনি আপনার টা বেচে নিতে পারবেন।
বর্তমান সময়ের সেরা দশে থাকা সফটওয়্যার গুলো।
বর্তমানে তালিকায় শীর্ষে থাকা ১০ টি HTML EDITOR সফটওয়্যার। আপনি আপনার টা বেচে নিন। এখান থেকে আপনারা সেরা ৫ টি সফটওয়্যার এর অপিসিয়াল সাইট থেকে দেখে আসতে পারেন।
উপরের লিস্টটি থেকে তালিকায় প্রথমে থাকা Adobe Dreamweaver সফটওয়্যারটি হলো সবার সেরা। তো ডাউনলোড শুরু করার আগে সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেন যাক।
Adobe Dreamweaver
Adobe Dreamweaver সর্ম্পকে ভাল ভাবে জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন।
Adobe Dreamweaver এর উল্লেখযোগ্য কিছু ফিচার :-
- খুব সহজে HTML এডিট করা।
- অটো tag এর সুবিধা।
- অনলাইনে সরাসরি previwe দেখা।
- তিন ভাবে (coad,split,desin) কাজ করা যায়।
- নতুনদের জন্য সহায়ক।
- এর মাধ্যমে CCS, PHP, XML ইত্যাদি আরো কাজ করা যায়।
এক্সপার্ট দেরর জন্য আরো অনেক সুবিধা আছে।
সফটওয়্যার টি যদি আপনার মনে ধরে তাহলে আপনি মাত্র ৫৯ মেগা বাইট খরচ করে এটি ডাউনলোড করতে পারেন।
এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।আর সফটওয়্যারটির ফুল ভার্সন পেতে এই সিরিয়াল কী টি ব্যবহার করুন।
সিরিয়াল কী: WPD800-56034-40532-02271
এখন আপনার কাজ শেষ,শুধু উপভোগ করুন। আর পেষ্ট টি বুঝতে কোনো অসুবিধা হলে টিউমেন্ট করবেন। কোনো পরামর্শ যদি দিতে চান তাহলেও টিউমেন্ট করুন অথবা আমাকে ফেউসবুকে মেসেজ দিতে পারেন।
দেখে আসবেন,আর ভাল লাগলে subscribe করতে ভুলবেন না।
tx…. sera 10 niye aro tune korun, sera business card, logo design , etc software