সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের বিকল্প এবং কম্পিউটার এক্সপ্লোরারের সবচেয়ে বেশি ফাংশনালিটি সমৃদ্ধ সফটওয়্যার বিষয়ে আমার আজকের টিউন।
➡ টিউনের শিরোনামে উইন্ডোজ এক্সপ্লোরারকে গুগল ক্রোম ব্রাউজারের মতো করা হবে দেখে কেউ আবার উইন্ডোজ এক্সপ্লোরারকে ইন্টারনেট এক্সপ্লোরার হিসাবে ভুল করবেন না যেন 🙄 আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তারা সব সময় উইন্ডোজ এর ডিফল্ট ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে থাকি যা উইন্ডোজ এক্সপ্লোরার হিসাবে পরিচিত। আমার বিশ্বাস, সুবিধা কম হলেও ৯৯ ভাগ উইন্ডোজ ব্যবহারকারী কল্পনা করেও দেখেনি যে উইন্ডোজ এক্সপ্লোরারের ফাংশনালিটি বৃদ্ধি করে কাজে প্রোডাক্টিভিটি বাড়ানো যাবে। তবে যেখানে সাধারন ব্যবহারকারীর কল্পনা শক্তি পৌছাতে পারবে না সেখান থেকে ভালো কিছু বের করে আনা নিজের ব্লগিং ক্যারিয়ারের অন্যতম উদ্দেশ্য হিসাবে গ্রহণ করেছি। তাই আজকে আমরা দেখবো কীভাবে উইন্ডোজ এক্সপ্লোরারে গুগল ক্রোম ব্রাউজারের মতো ট্যাব ফাংশনালিটি যুক্ত করা যায়। উইন্ডোজ এক্সপ্লোরারকে ব্রাউজারের মতো ব্যবহার করা গেলে কম্পিউটার ব্রাউজিং এর ক্ষেত্রে অন্যরকম একটা পরিবর্তন আসবে। কারন তখন সহজেই কাঙ্খিত জিনিস খুঁজে পাওয়ার পাশাপাশি কাজে অনেক বেশি দ্রুততা আসবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে উইন্ডোজ এক্সপ্লোরারে পাখা লাগানো যায়।
উইন্ডোজ এক্সপ্লোরারের ফাংশনালিটি বৃদ্ধি করার জন্য আমরা Clover নামের একটি ফ্রিওয়্যার সফটওয়্যার ব্যবহার করবো। সফটওয়্যারটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর জন্য বিশেষ ভাবে তৈরী করা। এই সফটওয়্যারটি ব্যবহার করলে আমাদের পরিচিত উইন্ডোজ এক্সপ্লোরে ব্রাউজারের মতো ফাংশনালিটি যুক্ত হবে। ফলে আমরা উইন্ডোজ এক্সপ্লোরারে ট্যাব, বুকমার্ক ইত্যাদি সুবিধা পাবো। নতুন কম্পিউটার ব্যবহারকারীরা যদি আমার কথা না বুঝতে পারেন তাহলে নিচের স্ক্রিনশটটি দেখুন।
আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে সফটওয়্যারটিতেও গুগল ক্রোমের ফিচারগুলোই পাবেন। অর্থাৎ এই সফটওয়্যারটিতে গুগল ক্রোমের মতো ট্যাব এবং বুকমার্ক সুবিধার পাশাপাশি গুগল ক্রোমের শর্টকাটগুলো ব্যবহার করতে পারবেন। তবে যারা গুগল ক্রোম ব্যবহার করেননি তাদের জন্য সফটওয়্যারটির ফিচারস এবং ব্যবহার পদ্ধতি নিচে উল্লেখ করছি।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
বরাবরের মত ধন্যবাদ রইল। ভাল থাকুন R নতুন নতুন টিউনে TT কে সমৃদ্ধ করুন, এই কামনা রইল।