উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারকে গুগল ক্রোম ব্রাউজারে বদলে দিন! এখন কম্পিউটারের ফাইল ব্রাউজ করুন ওয়েব ব্রাউজারের মতো করে। মান্ধাতা আমলের উইন্ডোজ এক্সপ্লোরারের দিন শেষ হলো অবশেষে!

টিউন বিভাগ কম্পিউটিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের বিকল্প এবং কম্পিউটার এক্সপ্লোরারের সবচেয়ে বেশি ফাংশনালিটি সমৃদ্ধ সফটওয়্যার বিষয়ে আমার আজকের টিউন।

 ➡ টিউনের শিরোনামে উইন্ডোজ এক্সপ্লোরারকে গুগল ক্রোম ব্রাউজারের মতো করা হবে দেখে কেউ আবার উইন্ডোজ এক্সপ্লোরারকে ইন্টারনেট এক্সপ্লোরার হিসাবে ভুল করবেন না যেন 🙄 আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তারা সব সময় উইন্ডোজ এর ডিফল্ট ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে থাকি যা উইন্ডোজ এক্সপ্লোরার হিসাবে পরিচিত। আমার বিশ্বাস, সুবিধা কম হলেও ৯৯ ভাগ উইন্ডোজ ব্যবহারকারী কল্পনা করেও দেখেনি যে উইন্ডোজ এক্সপ্লোরারের ফাংশনালিটি বৃদ্ধি করে কাজে প্রোডাক্টিভিটি বাড়ানো যাবে। তবে যেখানে সাধারন ব্যবহারকারীর কল্পনা শক্তি পৌছাতে পারবে না সেখান থেকে ভালো কিছু বের করে আনা নিজের ব্লগিং ক্যারিয়ারের অন্যতম উদ্দেশ্য হিসাবে গ্রহণ করেছি। তাই আজকে আমরা দেখবো কীভাবে উইন্ডোজ এক্সপ্লোরারে গুগল ক্রোম ব্রাউজারের মতো ট্যাব ফাংশনালিটি যুক্ত করা যায়। উইন্ডোজ এক্সপ্লোরারকে ব্রাউজারের মতো ব্যবহার করা গেলে কম্পিউটার ব্রাউজিং এর ক্ষেত্রে অন্যরকম একটা পরিবর্তন আসবে। কারন তখন সহজেই কাঙ্খিত জিনিস খুঁজে পাওয়ার পাশাপাশি কাজে অনেক বেশি দ্রুততা আসবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে উইন্ডোজ এক্সপ্লোরারে পাখা লাগানো যায়।

Clover – উইন্ডোজ এক্সপ্লোরারকে ব্রাউজারে রূপান্তর

উইন্ডোজ এক্সপ্লোরারের ফাংশনালিটি বৃদ্ধি করার জন্য আমরা Clover নামের একটি ফ্রিওয়্যার সফটওয়্যার ব্যবহার করবো। সফটওয়্যারটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর জন্য বিশেষ ভাবে তৈরী করা। এই সফটওয়্যারটি ব্যবহার করলে আমাদের পরিচিত উইন্ডোজ এক্সপ্লোরে ব্রাউজারের মতো ফাংশনালিটি যুক্ত হবে। ফলে আমরা উইন্ডোজ এক্সপ্লোরারে ট্যাব, বুকমার্ক ইত্যাদি সুবিধা পাবো। নতুন কম্পিউটার ব্যবহারকারীরা যদি আমার কথা না বুঝতে পারেন তাহলে নিচের স্ক্রিনশটটি দেখুন।

  • উপরের চিত্রটি কোন ব্রাউজার না বরং আমার কম্পিউটারের ফাইল এক্সপ্লোরার যেখানে ট্যাব এবং বুকমার্ক ফাংশন দেখা যাচ্ছে। সফটওয়্যারটি ব্যবহার করার ফলে এভাবেই উইন্ডোজ এক্সপ্লোরারে ব্রাউজার সুবিধা যুক্ত হয়েছে। যদি সফটওয়্যারটি আপনার ভালো লেগে থাকে তালে এখনি নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে মাত্র ২ মেগাবাইটের সফটওয়্যারটি ঝটপট ডাউনলোড করে নিন।

  • ডাউনলোড শেষ হয়ে থাকলে অন্যন্য সাধারন সফটওয়্যারের মতো ইনস্টল করে নিন। ইনস্টল প্রক্রিয়া শেষ হলে আপনার ডেস্কটপে Clover এর আইকন দেখতে পাবেন। আইকনটিতে ক্লিক করলেই সফটওয়্যারটি চালু হয়ে যাবে এবং আপনার উইন্ডোজ এক্সপ্লোরারে ব্রাউজারের মতো ফাংশন যুক্ত হয়ে যাবে।

Clover – ফুল ফিচারস এবং ব্যবহার পদ্ধতি

আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে সফটওয়্যারটিতেও গুগল ক্রোমের ফিচারগুলোই পাবেন। অর্থাৎ এই সফটওয়্যারটিতে গুগল ক্রোমের মতো ট্যাব এবং বুকমার্ক সুবিধার পাশাপাশি গুগল ক্রোমের শর্টকাটগুলো ব্যবহার করতে পারবেন। তবে যারা গুগল ক্রোম ব্যবহার করেননি তাদের জন্য সফটওয়্যারটির ফিচারস এবং ব্যবহার পদ্ধতি নিচে উল্লেখ করছি।

  • এতে রয়েছে সুবিধাজনক ট্যাব সুবিধাঃ যেকোন ফাইল বা ফোল্ডারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাব ওপেন করতে পারবেন। অথবা মাউসের মাঝের বাটন (চাকা) ক্লিক করলেই সেই ফোল্ডারটি নতুন ট্যাবে চালু হবে। এছাড়াও গুগল ক্রোমের মতো Ctrl + T চাপলে নতুন ট্যাব চালু হবে, Ctrl + W চাপলে ট্যাব বন্ধ হবে এবং Ctrl + Tab চাপলে চালু থাকা ট্যাবগুলোর মধ্যে সুইচ করা যাবে।

  • সফটওয়্যারটি সম্পর্কে নতুন করে কিছুই শিখতে হবে না এমনকি ব্যবহারের ক্ষেত্রে সচেতন না হলেও সমস্যা নেই। কারন এটা অটোমেটিক আপনার উইন্ডোজ এক্সপ্লোরারে ব্রাউজার ফাংশনালিটি যোগ করে দিবে। সুতরাং ইচ্ছে মতো শুধু ব্যবহার করা…
  • বুকমার্ক বারঃ ব্রাউজারের মতোই সফটওয়্যারটিতে রয়েছে বুকমার্ক বার। যেকোন ফোল্ডারকে ড্রাগ করে এনে বুকমার্ক বারে ছেড়ে দিলে সেটা অটোমেটিক বুকমার্কড হয়ে যাবে। এছাড়াও ব্রাউজারের মতো করে Ctrl + D চাপলে সেটি বুকমার্ক হিসাবে অন্তর্ভূক্ত হবে।

  • সেটিংসঃ সেটিংস থেকে আপনার পছন্দ মতো থিম পরিবর্তন করতে পারবেন এবং কাজের সুবিধার জন্য হট-কীগুলো দেখে নিতে পারবেন।

  • এবার তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন নতুন উইন্ডোজ এক্সপ্লোরার। তবে যদি সমস্যা হয় তাহলে আপনাদের জন্য নিচের টিউমেন্ট সেকশন তো থাকছেই।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

বরাবরের মত ধন্যবাদ রইল। ভাল থাকুন R নতুন নতুন টিউনে TT কে সমৃদ্ধ করুন, এই কামনা রইল।

একই দিনে আরও একটি চমক। অসাধারন টিউন করেছেন। বরাবরের মতো প্রিয়তে……..

বরাবরের মত অনেক সুন্দর একটি টিউন, শেয়ার করার জন্য ধন্যবাদ। এমনিতে আমি গুগল ক্রোমই ব্যবহার করি।

Thanks , I Love it 🙂

Level New

ধন্যবাদ । অনেক কাজের জিনিস । ডেভেলপমেন্ট এর কাজ করার সময় এক সাথে অনেক গুলো উইন্ডো ওপেন রাখা লাগে ।এটার ট্যাব সিস্টেম ফিচারটা আমার অনেক কাজে লাগবে ।

আরে এতো দারুন জিনিস , আগে ডিরেক্টরি অপস সহ বেশ কয়েকটা সফট ইউস করেছি বাট ভাল লাগেনি । ধন্যবাদ ।

ভাই আপনার টিউন বরাবরের মতোই অসাধারন ।।বাট আপনার কম্পিউটারের আইকন গুলা আমার খুব ভালো লেগেছে।।কোথায় পাবো? ডাউনলোড লিংক টা একটু দিবেন?

    আইকন পরিবর্তন নিয়ে বহু আগেই একখান টিউন করে রাখছিলাম। একেবারে ড্রাইভ, ফোল্ডার এবং সফটওয়্যারের আইকন সহ। সাথে আমার সংগ্রহে থাকা সব আইকনও শেয়ার করেছিলাম। নিচের লিঙ্ক থেকে বিস্তারিত দেখে নিন।

    https://www.techtunes.io/computing/tune-id/329139

As Usual.Only One Word “AWESOME”

খুব ভাল লাগলো 🙂

খুব ভালো লাগলো ভাইয়া। কিন্তু রেজুলেশনটা কম, ভালো দেখাচ্ছেনা। রেজুলেশন বাড়ানোর কোন অপশন খোঁজে পেলাম না। সাহায্য দরকার।

    কিসের রেজুলেশন ভাই? একটু বিস্তারিত বললে সুবিধা হতো। তোমার প্রশ্নটাই বুঝতে পারিনি প্রতীক 🙁

সুন্দর জিনিস

Level 0

#সানিম মাহবীর ফাহাদ
bhai apne icon gulo change korechen kon softwear dea??

    আইকন পরিবর্তন নিয়ে বহু আগেই একখান টিউন করে রাখছিলাম। একেবারে ড্রাইভ, ফোল্ডার এবং সফটওয়্যারের আইকন সহ। সাথে আমার সংগ্রহে থাকা সব আইকনও শেয়ার করেছিলাম। নিচের লিঙ্ক থেকে বিস্তারিত দেখে নিন।

    https://www.techtunes.io/computing/tune-id/329139

ভাই আমি আসলে হয়তবা এভাবে লিখে আপনাকে বুঝাতে পারবোনা। সরাসরি দেখালে আপনি বুঝতে পারতেন। তারপরেও চেষ্টা করি। আসলে আমার পিসির রেজুলেশন হচ্ছে 1920*1080, হয়তবা ওটার রেজুলেশন এটার থেকে কিছুটা কম যে কারনে ফেটে যায়, আবছা আবছা লাগে।

    তুমি ফেসবুকে তোমার পিসির একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দিও। আমি দেখে তোমাকে জানাবো।

Level 0

# সানিম মাহবীর ফাহাদ BHAI MANY MANY THANX

পুরাই অস্থির

Level 0

# সানিম মাহবীর ফাহাদ bhai ame apnar dewa ion gulo use korche… amy ke aro kichu ion er download link dewa jabe?

অসাধারন একটা সফটওয়ার ১ বছর ধরে ব্যবহার করছি। এটা ছাড়া আমার যেকোনো কম্পিউটারকে অসম্পুর্ন লাগে। ধন্যবাদ শেয়ার করে সবার উপকারই করলেন। শুধুমাত্র আপনাদের জন্যই তাও দুই একদিনপ পর টিটিতে আসি। তাছাড়া আসার রুচিটাই হত না। এডমিন মডারেটরদের কোনো খেয়ালই নেই টিটির দিকে। টিউন লিখতে গিয়ে টিটির বর্তমান অবস্থা দেখে আর লিখতে মন চায় না। এতবড় একটা প্লাটফর্ম শুধুমাত্র যত্নের অভাবে সরকারী অফিসের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থা থাকলে অচিরেই টিটিতে ভিসিটরের বদলে শুধু স্প্যামার আসবে।

    টেকটিউনস মডারেটরদের টিটির দিকে খেয়াল ঠিকই আছে। তবে তাদের ব্যস্ততা বেড়েছে। যাহোক, টেকটিউনস এর সাথে আছেন জেনে ভালো লাগলো। আপনাদের জন্যই কিন্তু আমাদেরও টিউন করা।

জবরদস্ত একখান চিজ!!
ধন্যবাদ ☺