হাই বন্ধুরা, কেমন আছেন সবাই ?
সবাই মনে হয় ভালোই আছে। ভালো না থাকলেও ভালো থাকার চেস্টা করবেন।
ইতিমধ্যে শিরোনাম দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আজ আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। কম্পিউটার এখন আমাদের প্রতিদিনের নিত্য দিনের সাথী। আর যদি এই কম্পিউটার ব্যবহার করার সময় যখন এর গতি কমে যায় তখন যে কি অবস্থা হয় সেটা আর না হয় নাই বললাম।
যাই হোক কথা বেশি না বলে কাজের কথায় আসা যাক। আজ আমি আপনাদের যে পদ্ধতি দেখাবো এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটার এর গতি অর্থাৎ প্রসেসর এর গতি কিছুটা হলেও বৃদ্ধি করতে সক্ষম হব।
বিষয় টা আমি কয়েকটা ধাপে ক্লিয়ার করছি আর বুঝতে না পারলে ভিডিও টিউটোরিয়াল তো আছেই।
ধাপ ঃঃঃঃঃ
১-স্টার্ট মেনু থেকে রান সিলেক্ট করুন
২- msconfig লিখে এন্টার বাটুন চাপুন
৩-এইবার যে পেজ আসবে সেখান থেকে boot সিলেক্ট করুন।
৪- advance option এ ক্লিক করে number of processor এ টিক চিহ্ন দিন।।
৫-আপ্নার প্রসেসর অনুযায়ি প্রসেসর সিলেক্ট করুন।
৬- ok দিয়ে বের হয়ে আসুন।
৭- কম্পিউটার টি রিস্টার্ট দিন।
ব্যাস কাজ শেষ।
বুঝতে কোন সমস্যা হলে নিচের লিঙ্ক থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিন।
এইবার উপভোগ করুন আপনার প্রসেসর এর আসল গতি।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষন সবাই ভালো থাকবেন এবং টেকনলোজির সাথেই থাকবেন।
ধন্যবাদ।
আমি আবু সালেহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মোঃ আবু সালেহ। টেকটিউনস এর সাথে আছে শুরু থেকেই। প্রথম দিকে শুধু টিউন পড়তাম এবং পরবর্তীতে লিখা শুরু করলাম ২০১৫ থেকে। আমি কম্পিউটার এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি এবং বর্তমানে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করছি। পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি ২০১৫ থেকে। টেকনোলজি সম্পর্কে জানতা এবং অন্যকে জানাতে ভালো লাগে...
ভাইয়া, আমার number of processor এ 1, 2 আছে তো আমি কি করবো জানাবেন। আমার processor Intel core2Duo 3.00GHz