কিভাবে আপনার পিসির পারফরম্যান্স অপটিমাইজ করবেন? জেনে রাখুন। একসময় হয়তো এই টিউনটিই খুঁজবেন।

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

স্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে পিসির পারফর্ম্যানস অপ্টিমাইজ করার উপায়গুলোর বিস্তারিত আলোচনা করব।

কাজের প্রয়োজনে এই আধুনিক যুগের মানুষ কম্পিউটারকেই প্রথম এবং প্রধান সহযোগী হিসেবে বেছে নেন। করণ এর মতো স্মার্ট যন্ত্র এখনও আবিষ্কৃত হয়নি। কিন্তু আধুনিক যুগের এই স্মার্ট যন্ত্রটিরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে একটি হল পিসির স্পিড স্লো হয়ে যাওয়া। তাই এই টিউনে আমি পিসির স্পিড অপটিমাইজ করার উপায় আলোচনা করছি। আপনারা যদি এসব পন্হা অবলম্বন করেন তবে অবশ্যই এর ফলাফল আপনি লাভ করবেন। তো, আসুন জেনে নেই ঐসব উপায়সমূহ।

☼ পিসির সকল হার্ডওয়ারের মধ্যে মিল রাখুন।

অনেক পিসি ব্যবহারকারীরা কোনো কিছু বাছ বিচার না করেই পিসির হার্ডওয়ার আপগ্রেড করেন যার কাঙ্খিত ফলাফল ব্যবহারকারীরা পান না। পিসির কোনো হার্ডওয়ার আপগ্রেড করতে হলে প্রথমে আপনার পিসির অন্যান্য হার্ডওয়ারগুলোর দিকে নজর দিন এবং নিজেই সিদ্ধান্ত নিন কেমন কনফিগারেশনের হার্ডওয়ার লাগালে আপনার পিসি ব্যাটার পার্ফরমেন্স করবে।

☼ সবসময় ওএস আপডেটেট রাখুন

সবসময় চেশ্টা করবেন লেটেস্ট অপারেটিং সিস্টেমের সাথে আপনার পিসিকে আপডেট করার। পুরনো অপারেটিং সিস্টেমের ভূল ক্রুটি (Bugs) আপনার পিসির প্রাপ্য স্পিড প্রদান করতে বাধা সৃষ্টি করতে পারে। যারা অপারেটিং সিস্টেম তৈরি করে তারা সবসময় চেশ্টা করে যাতে যথাসম্ভব ক্রুটিমুক্ত রাখা যায়। তাই তারা নতুন নতুন ও আরও উন্নত অপারেটিং সিস্টেম রিলিজ করে। কিন্তু দুঃখের বিষয় অনেক ব্যবহারকারীরা বিষয়টিকে তেমন পাত্তা দেননা। অনেকে মনে করেন, নতুন অপারেটিং সিস্টে বুঝি ব্যবহার করা অনেক কঠিন। তাদের এই চিন্তাভাবনার সীমাবদ্ধতার কারণেই নিজের অজান্তে পিসির বারোটা বাজাতে থাকেন। তাই সবারই উচিৎ সময়ের সাথে সাথে অপারেটিং সিস্টেমও আপডেট করা। মনে রাখতে হবে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই সবকিছুর সাথে নিজেকে আপডেট করতে হবে। নচেৎ, আপনি পরাজিত।

☼ ডেক্সটপে/সিস্টেম ড্রাইভে ফাইল রাখবেন না।

আপনার কোনো ব্যক্তিগত ফাইল বা ফোল্ডার পিসির Desktop Screen বা সিস্টেম ড্রাইভে রাখবেননা। কারণ এতে পিসির র্যাম এবং প্রসেসরের উপর চাপ পড়ে। আপনার কারণে পিসি স্লো হয়ে পড়ে এবং উইন্ডোজ লোড নিতে বেশি সময় নেয়। তাই কোনো ফাইল রাখতে হলে অন্য কোনো ড্রাইভে সুন্দরভাবে গুছিয়ে রাখুন।

☼ অটো স্টার্ট সফটওয়ার কম ব্যবহার করা।

অনেক ব্যবহারকারী কাজের সুবিধার্তে প্রচুর অটো স্টার্ট সফটওয়ার ব্যবহার করে থাকেন। অর্থাৎ এই সফটওয়ারগুলো পিসি চালু করার সাথে সাথেই চালু হয়ে যায় এবং ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হতে থাকে। এর ফলে আপনার পিসির র্যাম এবং প্রসেসর লোড হয়ে যায় এবং ফলাফল- পিসি স্লো। তাই যথাসম্ভব চেশ্টা করবেন অল্প অটো স্টার্ট সফটওয়ার ব্যবহার করার। কিংবা যদিও ব্যবহার করে থাকেন তাহলে রান কমান্ডে গিয়ে লিখুন msconfig এবং অপ্রয়োজনীয় সফটওয়ারগুলোর অটো স্টার্ট পারমিশন বন্ধ করে দিন। এই কাজটি করতে Glarysoft এর Startup manager নামক সফটওয়ার ব্যবহার করতে পারেন। তাও যদি না করেন এবং আপাতত পিসির স্পিড বাড়াতে চান তাহলে alt + ctrl + del কী তিনটি একসাথে চাপুন এবং টাস্ক ম্যানেটারে গিয়ে অপ্রয়োজনীয় সফটওয়ারগুলো end proccess এ ক্লিক করে বন্ধ করে দিন।

☼ পিসিরতে একটিমাত্র এন্টিভাইরাস ব্যবহার করুন।

অনেক ব্যবহারকারী আছেন যারা মনে করেন পিসিতে একাধিক এন্টিভাইস থাকলো মানে পিসির নিরাপত্তা আরও নিশ্চিত হল। আমি বলছি. এই ধারণা সম্পূর্ণ ভূল। একাধিক এন্টিভাইরাস পিসিতে ব্যবহার করলে পিসির স্পিড যেমন স্লো হয় তেমনি পিসির বারোটা বাজতেও তেমন সময় লাগেনা। কারণ তখন একটি এন্টিভাইরাস অপর এন্টিভাইরাসের সাথে conflict শুরু করে যার বিরুপ প্রভাব পড়ে সিস্টেমের উপর। তাই পিসিতে কখনই একটির বেশি এন্টিভাইরাস ব্যবহার করবেননা। আর সবসময় আপনার পিসির কনফিগারেশনের দিকে এন্টিভাইরাস ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের কার্যকরি এবং হালকা এন্টিভাইরাস ব্যবহার করে দেখতে পারেন। যেমনঃ এভিরা, বাইডু ইত্যাদি।

☼ পিসিকে পরিষ্কার রাখুন।

সপ্তাহে অন্তত একদিন সম্পূর্ণ পিসি খুলে এর বিভিন্ন হার্ডওয়ারের ধুলোবালি পরিষ্কার করবেন। কারণ পিসিতে যেসব ধুলোবালি ডুকে তা আপনার পিসির কুলিং সিস্টেমকে বাধাগ্রস্হ করতে পারে এবং এতে আপনার পিসি বিকলও হয়ে যেতে পারে। তাই পিসিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একান্ত জরুরী। ইংরেজিতে যাকে বলে neat and clean.

☼ জাংক ফাইল পরিষ্কার করা।

পিসিতে কাজ করার সময় এবং ব্রাউজার দয়ে বিভিন্ন সাইট ব্রাউজ করার সময় পিসিতে বিভিন্ন ধরনের এবং প্রকারের জাংক ফাইল জমা হয়। যেমনঃ cache, cookies, tmp ইত্যাদি। এসব ফাইল নিয়মিত ডিলিট করা একান্ত জরুরী। এজন্য আপনি রান কমান্ডে যান এবং নিম্নলিখিত কমান্ড দিয়লে যেসব ফাইল আসবে তার সবগুলো ডিলিট করুন।
Temp
%temp%
Prefetch
আপনি যদি প্রতিদিন এই ঝামেলায় জড়াতে না চান তাহলে বিভিন্ন কার্যকরি ইউটিলিটি সফটওয়ার (যেমনঃ সি ক্লিনার, গ্লারি ইউটিলিটি) ব্যবহার করতে পারেন।

☼ অপ্রয়োজনীয় প্রোগ্রাম ডিজেবল করুন।

উইন্ডোজের অনেক built in প্রোগ্রাম আছে যা আমাদের কোনো কাজেই আসেনা। উপরন্তু এসব প্রোগ্রাম আমাদের পিসিকে অনেকটাই স্লো করে দেয়। তাই বুদ্ধিমানের কাজ হল এসব প্রোগ্রাম ডিজেবল করে দেওয়া। এই কাজটি করতে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন।

* স্টার্ট ম্যানু থেকে কন্ট্রোল প্যানেলে যান এবং Programs এ ক্লিক করুন।

* প্রোগ্রামস ট্যাব হতে "Turn Windows Features on or off." অপশনটিতে ক্লিক করুন।

* এবার এই প্রোগ্রামগুলো ডিজেবল করে দিন Games, Indexing Service, Internet Information
Services, Hostable Web Core,
Windows Gadget Platform.

☼ উইন্ডোজের স্পিড আপ করতে আরও কিছু টিপস অনুসরণ করুন-

১. সপ্তাহে অন্তত একবার Disk defrag করুন।

২. পিসিতে একটি Restore Point তৈরি করুন।

৩. যেসব ড্রাইভার কাজ করেনা সেগুলো আপডেট করুন।

৪. উইন্ডোজের যে বিষয়গুলো সম্পর্কে জানেন না সেগুলো নিয়ে ঘাটতে যাবেন না।

৫. কোনো সফটওয়ার আনইনস্টল করার পর ঐ সফটওয়ারের কোনো ফাইল বা ফোল্ডার থেকে গেলে তা ম্যানুয়ালি ডিলিট করুন।

টিউনটির মাধ্যমে আপনার উপকার হওয়ার মধ্যেই মূলত টিউনটির স্বার্থকতা নিহিত।তাই টিউনটি ভালো লাগলে অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো ভূল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আজ এখানেই টিউনটি শেষ করলাম।খোদা হাফেজ।

ফেইসবুক এ আমি

Level 2

আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জুবায়ের আহমদ শাকিল thanks, onek valo post krechen asa kori sobaar e valo lagbe,

    আপাকেও আন্তরিক ধন্যবাদ ওয়ার্ডপ্রেস মাষ্টার । সবার উপকার হলেই টিউনটি সার্থক ।

joss hoise post ta

আনেক ধন্যবাদ।

“ভাল লিখেছেনা কাজের জিনিস . আরও ভাল ভাল টিউন আশা করছি”