সহজে চেক করুন আপানর Pen Drive, Memory Card অথবা USB Hard Drive টি অরজিনাল বা ফেক কিনা ।

সেদিন বাজার থেকে একটি ৮ জিবি কিনে এনে দেখি ৮ জিবি আর নেই। এর কারণ হলো কিছু চায়না ফেক  Memory Card বাজারে আছে। এগুলু খুব কম দরে পাওয়া যায়। তাই আমরাও দাম কম বলে এগুলি কিনে ফেলি। আজ আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যা দিয়ে আপনি সহজেই চেক করতে পারবেন আপানর Pen Drive, Memory Card অথবা USB Hard Drive টি অরজিনাল বা ফেক কিনা । প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।

এর পর H2testw.exe নামক সফটওয়্যারটি Install করুন। এবার ওপেন করুন। এবার Select Target এ গিয়ে আপনার  Pen Drive, Memory Card অথবা USB Hard Drive টি  দেখিয়ে দিন। আর নিচ থেকে  all available space এ ক্লিক করুন। এবার Write+Verify এ ক্লিক করুন। অপেক্ষা করুন শেষ হওয়া পর্যন্ত।

যদি কোন Error ছাড়াই স্ক্যান শেষ হয় তবে বুঝবেন আপানর  Pen Drive, Memory Card অথবা USB Hard Drive টি অরজিনাল।

পোস্ট প্রথম প্রকাশিত হয় এখানে।

Level 2

আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য। যদি কিনেই ফেলি, আর বাসায় পরীক্ষা করে দেখি এটা অরিজিনাল না, তবে কি দোকানদার ফেরত নিবে? লাভ কি যদি ততক্ষনাৎ পরীক্ষা করার কোন চান্স না থাকে। মেমোরী কার্ড কিনার জন্য কি তা হলে কম্পিউটার সাথে নিতে হবে।

    @জামান: তা অবশ্য ঠিক বলেছেন। তবে পরিচিত কোন দোকান থেকে কিনুন। যেন সমস্যা হলে ফেরত দিতে পারেন।

ভাই পেনড্রাইভের ক্লাস কিভাবে চেক করব?

I will try… thx… 🙂

পেনড্রাইভের ক্লাস কিকরে জানব ?