কিছু কিছু সাধারন টেকনোলজির সুবিধা আছে যেগুলো আমরা টেলিভিশনে দেখেই সন্তুষ্ট থাকি। বাস্তব জীবনে সেগুলোর প্রয়োগ নিয়ে কখনো চিন্তা করিনা। উদাহরণ হিসাবে মনে করুন, আপনি হলিউডের একটি মুভি দেখছেন। সেখানে কেউ একজন একই সাথে একটি মাউস এবং কিবোর্ড দিয়ে একাধিক কম্পিউটার নিয়ন্ত্রন করছে। এরকমটা আগে অনেক দেখেছেন নিশ্চয়? আমি সব সময় বলি কিছু মানুষ শুধু দেখেই মজা পায়, আশ্চর্য হয়; কিন্তু কাজটি কীভাবে করা হয় সেটা নিয়ে মাথা ঘামায় না। সত্যি করে বলুন তো, কেউ কি ভেবেছেন কাজটি কীভাবে করতে হয়? যদিও না ভাবলেও সমস্যা নেই, কিছু কিছু ভাবনার জন্য তো আমরা আছিই। যাহোক, কাজটি দুটি ভাবে করা যেতে পারে। প্রথমতো এর জন্য আপনি কিছু প্রয়োজনীয় এক্সেসরিস কিনলেন। অনেকগুলো কানেকশন একসাথে করে কোন ভাবে কাজটি করলেন। যাতে সময়, শ্রম এবং জায়গার অপচয় হলো। আর দ্বিতীয়তো কোন বিশেষ সফটওয়্যার ব্যবহার করলেন যার সাহায্যে খুব সহজেই কাজটি করতে পারলেন। বুদ্ধিমানরা অনুমান করুন তো আমি কোন পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি? হুম, ঠিক ধরেছেন। আমি দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ সফটওয়্যার দিয়ে এই কঠিন কাজটি সহজভাবে করার উপায় দেখাবো। আমি যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করবো তার নাম Synergy। চলুন Synergy সম্পর্কে আরও বিস্তারিত কিছু জেনে নেওয়া যাক।
আপনার ডেস্কে যদি একাধিক কম্পিউটার থাকে এবং আপনি যদি প্রত্যেকটার জন্য আলাদা কিবোর্ড এবং মাউস ব্যবহার করেন তাহলে একসাথে সবগুলো কম্পিউটার নিয়ন্ত্রন করা অনেক কষ্টকর একটি ব্যাপার হবে। এই কষ্ট থেকে বাঁচতেই আমরা আজ ব্যবহার করবো অসাধারন একটি সফটওয়্যার, যার নাম আমি ইতিমধ্যেই আপনারদেকে বলে দিয়েছি। Synergy ব্যবহার করে আমরা একই সাথে একটি কম্পিউটার কিবোর্ড এবং মাউস ব্যবহার করে একাধিক কম্পিউটার নিয়ন্ত্রন করবো। যদি তারা তিনটি বিভিন্ন অপারেটিং সিস্টেমের হয় তবুও।
এখানে আপনাকে দেখে নিতে হবে যে, কোন কম্পিউটারে কিবোর্ড এবং মাউস ফিজিক্যালি সংযুক্ত আছে? যে কম্পিউটারে কিবোর্ড এবং মাউস সংযুক্ত আছে সেই কম্পিউটারকে আমরা বলবো সার্ভার। এখন সার্ভারের কিবোর্ড এবং মাউস ব্যবহার করে আমরা যে কম্পিউটারগুলো নিয়ন্ত্রন করবো তাদেরকে বলা হয় ক্লায়েন্ট কম্পিউটার। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কী হয় সার্ভারের সাথে ক্লায়েন্ট পিসিকে সংযু্ক্ত করলে? নিচে এর উত্তর খুঁজে পাওয়া যায় কিনা একবার দেখা যাক। তবে তার আগে চলুন ১মিনিটের এই ভিডিওটি এক নজরে দেখে নেই।
স্বাভাবিকভাবে আমরা যখন কোন কম্পিউটারের মাউসকে ডানদিক, বামদিক কিংবা যেকোন দিকে একেবারে শেষ প্রান্তে নিয়ে আসি তখন একটা জায়গায় গিয়ে মাউস পয়েন্টারটি থেমে যায়। অর্থাৎ মাউস পয়েন্টারটি মনিটরের সীমা অতিক্রম করে যেতে পারেনা। কিন্তু আপনি যদি আপনার সার্ভার পিসির দুইপাশে দুইটা ক্লায়েন্ট পিসি রেখে তাদেরকে Synergy দিয়ে সংযুক্ত করেন তাহলে তিনটি মনিটর মাউস পয়েন্টারের জন্য একক ক্ষেত্র হিসাবে কাজ করবে। আমি আগেই বলেছি যদি কম্পিউটারগুলো একেকটা আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের হয় তবুও একই কাজ করবে। এখন আপনি যদি একটি কম্পিউটারের ক্লিপবোর্ডের কোন ডাটাকে অপর কম্পিউটারে পেস্ট করতে চান তাহলে মাউস পয়েন্টারটেকে শুধু সরিয়ে উক্ত কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে পেস্ট করলেই কাজ হয়ে যাবে।
যেহেতু প্রত্যেকটি কম্পিউটারে Synergy সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে সেহেতু আমাদের সবার আগে সফটওয়্যারটি ডাউনলোড করা প্রয়োজন। সফটওয়্যারটি বর্তমানে প্রিমিয়াম হওয়াতে সর্বশেষ প্রিমিয়াম ভার্সনটি আপনাদের দিতে পারছিনা বলে আমি দুঃখ প্রকাশ করছি। কারন আমার সাধ্যমতো খুঁজেও আপনাদের জন্য প্রিমিয়াম ভার্সনটি বের করতে পারিনি। যাহোক, আগে রিলিজ হওয়া ফ্রি-ভার্সন দিয়েই আমরা আমাদের কাজ চালাবো। সুতরাং দেরি না করে আপনার উইন্ডোজ, ম্যাক কিংবা লিনাক্স এর জন্য প্রয়োজনীয় ভার্সনটি নিচের ডাউনলোড লিংক থেকে ঝটপট নামিয়ে ফেলুন। সফটওয়্যারটির সাইজ মাত্র ৮ মেগাবাইট তাই ডাটা খরচ নিয়ে আপাততো চিন্তা করতে হবে না।
ডাউনলোড সফলভাবে শেষ হলে সফটওয়্যারটি স্বাভাবিক নিয়মে আপনার নিজস্ব মেশিনে ইনস্টল করুন। ইনস্টলেশন প্রক্রিয়া শেষে সফটওয়্যারটি প্রথমবার চালু করার পর নিচের নির্দেশনা অনুসরণ করুন।
যে কম্পিউটারে কিবোর্ড এবং মাউজ সংযুক্ত থাকবে সেই কম্পিউটারকে আমরা সার্ভার হিসাবে কনফিগার করে নিবো। আপনি চাইলে যেকোন সময় যেকোন পিসিকে সার্ভার বা ক্লায়েন্ট হিসাবে পরিবর্তন করতে পারবেন। যাহোক, চলুন ধাপে ধাপে শিখে নেই কিভাবে পিসিকে সার্ভার হিসাবে ব্যবহার করবো। আমি নিজে যেহেতু উইন্ডোজ ব্যবহার করি সেহেতু উইন্ডোজের উদাহরণ দিয়েই দেখিয়ে দিচ্ছি। আপনারা অন্য কিছু ব্যবহার করলে একইভাবে কাজটি করতে পারেন।
সার্ভার যদি প্রস্তত হয়ে থাকে তাহলে এবার ক্লায়েন্ট কনফিগারেশনের পালা। যে কম্পিউটারগুলোর মনিটর কন্ট্রোল করতে চান সেগুলোতে নিশ্চয় Synergy ইনস্টল করে রেখেছেন? এবার চলুন নিচের ধাপগুলো অনুসরণ করা যাক।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে পেয়ে যান আমার সকল টিউনের আপডেট! ক্লিক করুন এবং ইমেইল দিয়ে ভেরিফাই করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
সানিম ভাই, কাজ করে দেখতে পারলাম না, তবে সীমাহীন আগ্রহ নিয়ে লেখার বেড়াজালগুলো গলাধঃকরণ করলাম। সুযোগ হলে এক সময় চেষ্টা করে দেখবো।
আর সুন্দর টিউনের জন্য ধইন্যা পাতার শুভেচ্ছা কিন্তু থাকছেই।
🙂