-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
অন্যন্য অপারেটিং সিস্টেমের মতোই উইন্ডোজের রয়েছে নিজস্ব হোস্ট ফাইল যা আপনার পিসির ইন্টারনেট কানেকশনকে ত্বরান্বিত করে থাকে। এর মানে হলো আপনি যখন কোন ওয়েব সাইটে প্রবেশ করতে যান তখন আপনার কানেকশন নিয়ন্ত্রন করে ডোমেইন নেইম সার্ভার (Domain Name Server – DNS)। হোস্ট ফাইল মূলত এই ডোমেইন নেইম সার্ভারকে বাইপাস করে কোন সাইটে আপনার ইন্টারনেট এক্সেস দ্রুতগতির করে। আমরা মূলত এই হোস্ট ফাইল ব্যবহার করেই আমাদের পিসি দিয়ে কোন ওয়েব সাইট বা ওয়েব কন্টেন্টে ইন্টারনেস অ্যাক্সেস নিয়ন্ত্রন করে থাকি। আমি কিছুদিন আগে এই হোস্ট ফাইল নিয়ে একটি বিস্তারিত এবং পরিপূর্ণ টিউন করেছিলাম। আমি সেখানে হোস্ট ফাইলের বৃত্তান্তের পাশে কীভাবে ম্যানুয়েলি হোস্ট ফাইল এডিট করতে হয় সেটা দেখিয়েছিলাম। আমার পূর্বের টিউনটি নিচের লিংক থেকে দেখে নিন।
মনে হয় আমার আগের টিউনটি ছিলো এডভান্স ব্যবহারকারীদের জন্য। কারন দুঃখের কথা অনেকেই ঠিক ভাবে সহজ কাজটি সহজ ভাবে করতে পারেনি। তাই আজকে তার বিকল্প কিছু নিয়ে হাজির হয়েছি। আজ দেখাবো কিভাবে একটি সফটওয়্যারের সাহায্যে হোস্ট ফাইল এডিট করে ইন্টারনেট ব্যবহারের সময় বিভিন্ন এডস, ম্যালওয়্যার এবং অনাকাঙ্খিত ওয়েব সাইট বা ওয়েব কন্টেন্টকে ব্লক করা যায়। হোস্ট ফাইল নিয়ে দুইটি টিউন করার অর্থ হলো এর প্রয়োজন আমাদের প্রযুক্তির দুনিয়ায় অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আজ আমরা যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো তার নাম HostsMan, যা হয়তো শিরোনাম দেখেই অনেকে আগেই জেনে গিয়েছিলেন। HostsMan হলো এমন একটি সফটওয়্যার যার সাহায্যে খুব সহজে আপনারা কোন প্রকার ঝামেলা ছাড়ায় উইন্ডোজ হোস্ট ফাইলকে এডিট করতে পারবেন। যার ফলে আপনি হয়তো মুক্তি পাবেন ওয়েব এডস, ম্যালওয়্যার এবং ক্ষতিকর ওয়েব সাইট থেকে। সফটওয়্যারটি ব্যবহার শুরু করার পূর্বে চলুন জেনে নিই সফটওয়্যার প্রধান কয়েকটি ফিচার সম্পর্কে।
সফটওয়্যার ভালো লাগুক আর না লাগুক নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। কারন ইন্টারনেট ব্যবহারকে আনন্দদায়ক করার জন্য সফটওয়্যারটি আপনার লাগবেই।
মূল্যঃ টেকটিউনস পরিবারের জন্য সম্পূর্ণ ফ্রি
ভার্সনঃ ৪.৫.১০২
ভার্সন টাইপঃ পোর্টেবল
সাপোর্টেড অপারেটিং সিস্টেমঃ উইন্ডোজ ৮/ ৭/ ভিস্তা/ এক্সপি
ডাউনলোড সাইজঃ ৩.৩৯ মেগাবাইট
ভাইরাস এবং ম্যালওয়্যার স্ক্যান রেজাল্টঃ No Threat Found (পোর্টেবল)
আপনারা যদি সফল ভাবে সফটওয়্যারটি ইনস্টল করে থাকেন তাহলে সফটওয়্যারটি ব্যবহারের জন্য নিচের নির্দেশিকা অনুসরণ করুন।
ডাউনলোড করা সফটওয়্যারটির জিপ ফাইলটি আনজিপ করে নিন। তারপর hm.exe ফাইলটি এডমিন হিসাবে রান করুন। নিশ্চিত হওয়ার জন্য উইন্ডোজ ট্রে-আইকন থেকে নিচের মতো চেক করে নিন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যবাদ। টিউনটা সুন্দর হয়েছে। এটা এমনিতেই একটি ফ্রিওয়্যার , আমি মনে করি কোন ফ্রিওয়্যার এর রিভিউ দিলে সবসময় সেটার অফিশিয়াল লিঙ্ক দেওয়া উচিত। এই সফটওয়্যারের অফিশিয়াল লিঙ্ক : http://hostsman2.it-mate.co.uk/HostsMan_4.5.102.zip