কম্পিউটার চালানোর সময় অটোমেটিক্যালি নানা রকম অনেক অদরকারি জাঙ্ক ফাইল নিজে থেকেই তৈরি হয়। যা কম্পিউটারের গতি অনেকা টা কমিয়ে দেয়। পিসি এক্সপার্ট হিসেবে আমার কাছে একবার একটা ল্যাপটপ এসেছিল যা কেনার ২ বছরে মধ্যে এক বারও এই ফাইল গুলি ডিলিট করা হয় নাই , যখন আমি ঐ ল্যাপটপ অন করি তখন ঘড়ি ধরে সময় নিয়েছিল ৫০ মিনিট 😥 এবং যে কোন অডিও ভিডিও ওপেন করলে তা ডিলিট হয়ে যেত। কোন ভাবেই প্লে করা যেত না।
এই অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইলগুলো ডিলিট করতে আমরা সাধারনত Run এ গিয়ে recent, prefetch, %temp%, temp লিখে ফাইল গুলো ডিলিট করে থাকি। অনেক সময় এই কাজ টি আমাদের করতে মনে থাকে না , আর এই দিকে কম্পিউটারও হয়ে যায় স্লো।
এই অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইলগুলো অটোমেটিক্যালি ডিলিট করতে আপনাদের একটা সফটওয়্যার দিব , নাম UnCleaner , এই টি খুবই কাজের একটি টুল এবং ফ্রী । সাইজও খুবই কম।
এই সফটওয়্যারটি যে সকল ফাইল ডিলিট করে আপনার পিসিতে করবে গতিময় -
UnCleaner জাঙ্ক রিমুভের পাশা পাশি আরো অনেক সুবিধা দিবে । সব গুলি দেখে নিন -
এবার ব্যবহারের নিয়ম ও স্কিনশর্ট দেখে নিন -
১- জাঙ্ক ফাইল মোট কতটুকু জায়গা দখল করেছে তা দেখতে পারবেন।
২- Clean এ চাপলে সব পরিস্কার হয়ে যাবে।
৩- Auto-Clean চেপে Enable করুন , তাহলেই অটো কাজ করবে।
৪- কি কি কাজ করেছে তা দেখতে পাবেন।
মিডিয়া ফায়ার লিংক- https://www.mediafire.com/?t227ufba2qpt2tt
অফিশিয়াল লিংক - http://joshcellsoftwares.com/download/?appID=UNC
সবাইকে ধন্যবাদ আমার টিউন পরার জন্য। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন প্রযুক্তির সাথেই থাকবেন ।
সময় পেলে আমার ব্লগ OnlyTechTips ভিজিট করে আসবেন 🙂
আমি সেই আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
THANKS