আপনার প্রিয় কম্পিউটারকে সাজিয়ে নিন একটু অন্যরকম ভাবে। পরিবর্তন করুন আপনার পিসির ফোল্ডার, ড্রাইভ এবং সফটওয়্যারের আইকনগুলোকে। একঝুড়ি আইকনের সাথে থাকছে প্রিমিয়াম কিছু সফটওয়ার। [মেগা-টিউন]

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

আমি প্রথমেই বলে রাখছি আজকের টিউনটি শুধু নতুনদের জন্য। কারন অধিকাংশ বিষয় আপনাদের অজানা থাকার কারন নেই। আমরা সকলেই সব সময় প্রত্যাশা করি আমাদের প্রিয় কম্পিউটারটি যেন অন্য সবার কম্পিউটারের চেয়ে দেখতে আলাদা হয়। আর আমাদের পিসির আলাদা রূপের জন্য আমরা কতোকিছুই না করে থাকি। অনেকেই এ কাজের জন্য নানা রকম থিম ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি জানেন কিনা জানিনা কম্পিউটারে থিম ব্যবহার করা আপনার কম্পিউটারের জন্য নিরাপদ না। থিমগুলো আপনার সিস্টেম ক্র্যাশ করাতে পারে কিংবা সিস্টেম স্লো করে দিতে পারে। এ কারনে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ ভাবে আপনার পিসিকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে পারবেন।

আমরা জানি আমাদের পিসির সৌন্দর্য নির্ভর করে পিসির আইকনগুলোর উপর। এই আইকনের মধ্যে থাকছে ফোল্ডার আইকন, ড্রাইভ আইকন কিংবা সফটওয়্যারের আইকন। সফটওয়্যারের আইকন পরিবর্তন করা অপশনাল হলেও বাকি কাজগুলো আপনার কম্পিউটারের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে প্রয়োজনীয় আইকনগুলোর সমন্বয়ে তৈরী জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। এগুলো আমার ব্যক্তিগত সংগ্রহ, আশা করি আপনাদের ভালো লাগবে।

আইকন প্যাক | 34MB

ডাউনলোড করা জিপ ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং এক্সট্রাক্ট করে নিন। তারপর আপনার পিসির কোন নিরাপদ জায়গায় রেখে দিন। মনে রাখবেন পরে যদি আইকন ফোল্ডারের স্থান পরিবর্তন করেন তাহলে কিন্তু আইকনগুলো কাজ করবে না।

ফোল্ডার আইকন যেভাবে পরিবর্তন করবেন

ফোল্ডারের আইকন পরিবর্তন করা খুব সহজ। তারপরেও নতুনদের কথা ভেবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে ফোল্ডারের আইকন পরিবর্তন করতে চান সেটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties অপশন নির্বাচন করুন এবং তারপর ট্যাবগুলো থেকে নিচের চিত্রের মতো Customize ট্যাবটি সিলেক্ট করুন। তাহলে চিহিৃত জায়গাতে Change Icon অপশন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করুন।

Properties > Customize > Change Icon

এখন নিশ্চয় নিচের মতো অপশন দেখতে পাচ্ছেন? তাহলে Browse অপশন থেকে আপনার ফোল্ডারের জন্য কাঙ্খিত আইকনটি সিলেক্ট করুন এবং Apply বাটন চাপুন। কাজ শেষ, আপনার আইকনটি পরিবর্তন হয়ে গেছে।

Select Your Icon And Apply

এভাবে যতোখুশি আপনার ফোল্ডারের আইকন পরিবর্তন করে ফেলুন। নিচে আমার পিসির একটি স্ক্রিনশট দিয়ে দিলাম। কেমন লাগে জানাবেন।

আমার কম্পিউটারের একাডেমিক এণ্ড ই-লাইব্রেরী ড্রাইভের ফোল্ডার আইকন

ড্রাইভ আইকন যেভাবে পরিবর্তন করবেন

ফোল্ডার আইকন নিশ্চয় এতাক্ষণে পরিবর্তন করে ফেলেছেন। তাহলে চলুন এবার ড্রাইভ আইকনগুলো পরিবর্তন করি। ড্রাইভ আইকন পরিবর্তন করতে হলে প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে ড্রাইভ আইকন চেঞ্জার নামে ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

ড্রাইভ আইকন চেঞ্জার | ২৬২কেবি

ডাউনলোড শেষ হলে সফটওয়্যারটি ওপেন করুন। তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন। এখন উপরে চিহিৃত জায়গাতে ড্রাইভ লেটার দিন এবং নিচের দিকে চিহিৃত Install অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে আইকন সিলেক্ট করতে বলবে। আইকন সিলেক্ট করে OK করলেই আপনার ড্রাইভ আইকন পরিবর্তন হয়ে যাবে।

ড্রাইভ লেটার ঠিকভাবে লক্ষ্য করুন

আশা করি সমস্যা ছাড়ায় ড্রাইভ আইকনগুলো পরিবর্তন করতে পেরেছেন। নিচে আমার পিসির ড্রাইভগুলোর একটি স্ক্রিনশট দিলাম যাতে কিছুটা ধারনা নিতে পারেন। তবে আপনারা চেষ্টা করবেন প্রাসঙ্গিক আইকন দিতে। তাহলে এটা অনেক অর্থবহ হবে।

আমার কম্পিউটারের ড্রাইভ আইকনগুলোর চিত্র

সফটওয়্যারের আইকন যেভাবে পরিবর্তন করবেন

এতোক্ষণে নিশ্চয় আপনারা পিসির ড্রাইভ এবং ফোল্ডারের আইকনগুলো পরিবর্তন করে ফেলেছেন। এবার চলুন পিসির সফটওয়্যারগুলোর আইকন পরিবর্তন করে ফেলি। প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ফুল ভার্সন ডাউনলোড করে নিন।

Exe Icon Changer | 1MB

ডাউনলোড শেষ হলে জিপ ফাইলটি খুলুন এবং ফুল ভার্সন ইনস্টলের জন্য নিচের নির্দেশনা অনুসরণ করুন।

  • ইন্টারনেট কানেকশন বন্ধ করুন।
  • সফটওয়্যারটির ইনস্টলারটি রান করুন।
  • আমার দেওয়া লাইসেন্স ফাইল দিয়ে ফুল ভার্সন করে নিন।

আপনার কাজ শেষ। এখন সফটওয়্যারটি ওপেন করুন। তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন।

চিত্রটি লক্ষ্য করুন এবং নির্দেশনা অনুসরণ করুন । কাজ হবেই

প্রথম জায়গায় আপনি সফটওয়ারটির জন্য যে আইকোন দিতে দিতে যান সেটা নির্বাচন করুন এবং দ্বিতীয় জায়গায় যে সফটওয়ারের আইকোন পরিবর্তন করতে চান সেটা দিয়ে রান করুন। কাজ হয়ে যাবে।

টিউনটির একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আপনারা টিউনটি বুঝতে পারছেন এবং কাজগুলো সঠিক ভাবে করতে পারছেন। এখন শেষ কথাগুলোই শুধু শেষে রয়েছে.......

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো এবং মান সম্মত টিউন

Level 2

গুড টিউন
ভাল লাগল

Level 0

Thnxxx,,,,Bro

Level 0

পিসি স্লো করে ফেলে।

    @Ai.munna: মুন্না ভাই, মন্তব্যটা আন্দাজে হয়ে গেলো না? শুধু মাত্র আইকন চেঞ্জ করলে পিসি স্লো বা ফাস্ট কিছুই হবে না। কারন এটা একটা ডিফল্ট সিস্টেম। আন্দাজে মন্তব্য করে নতুনদের দ্বিধায় ফেলা ঠিক না। তবুও টিউমেন্টের জন্য ধন্যবাদ।

আপনার পত্যেক Ta টিউন এক কথায় ফাটাফাটি। আপনার pdf এর টিউন গুলো তো আমার ভীষন ই কাজে লেগেছে। চালিয়ে যান আপনার মতও টিউনের রা টিউন করেন বলে techtune এ এখনোও নিয়মিত আসি নতুন কিছু পাবার আশায়।

    @অরিজিত কামিলা: অাপনার কথা শুনে অনেক ভালো লাগলো অরিজিত কামিলা ভাই। তবে প্রত্যেকটি টিউন ফাটাফাটি না হলেও আমি সব টিউন বিস্তারিত লিখার চেষ্টা করি। তবে আপনারা আমার টিউন পড়েন বলেই হয়তো আমি নিয়মিত টিউন করার সুযোগ পাই। আমি টিটির সবার কাছে কৃতজ্ঞ।

বরাবরের মতো সেরা ।

অনেকে টিউমেন্ট করল আমিও বা বাদ যাবো কেন,ধন্যবাদ পিসি কে সুন্দর করে সাজানোর একটি টিউটোরিয়াল তৈরি করার জন্য,আপনি আরও এগিয়ে যান আমরা সবাই আপনার সাথে আছি।

    অনেক ধন্যবাদ রিদম দত্ত। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণা ছাড়া আর কিছু চাইবার নাই।

Level 0

thank you nice …………………….

Sanim bhai,sob thik ache kintu computer off kore abar on korle drive abar default show kore,tar mane restart dile drive gulo abar ager moto dekhai,tahole ki joto bar computer chalu korbo toto bar change korbo naki?somadhan ki bhai?

    @শাহাদাত কবির: শাহাদাত কবির ভাই, আপনি যে সমস্যার কথা বলছেন সেটার সাথে আমি পরিচিত না। একবার ড্রাইভের জন্য আইকন সিলেক্ট করে রাখলে সেটা পরবর্তি উইন্ডোজ সেটাপ না দেওয়া পর্যন্ত পরিবর্তন হবেনা। কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে যে যখন কোন ফোল্ডার বা ড্রাইভের আইকন পরিবর্তন করা হয় তখন সেখানে Desktop.ini নামে একটা ফাইল তৈরী হয়। যদি আপনার এন্টিভাইরাস বা আপনি নিজে ফাইলটি ডিলেট করে দেন তাহলে আইকনটি হারিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তবে Desktop.ini ফাইলটি ক্ষতিকর কিছু না।

sanim bhai aponi thik dhorechen,ami Norton anti virus use kori.norton desktop.ini file ta automatic delete kore dey.tai 2nd bar computer on korle default dekhay.jehetu ami net use kori bivinno side theke download kori sehetu antivirus onek jaruri.karon antivirus user age amar pc 2 bar attack hoyechilo format o dite hoyese.jai hok aponar tune ta sotti amar onek valo legese,kintu jehetu anti virus use korte hobe sehetu Drive icon changer ta use korte parlam na.aponar jonno suvo kamona thaklo.chaliea jan.

    @শাহাদাত কবির: আপনি যদি সত্যিই এটা ব্যবহার করতে চান তাহলে প্রথমে আপনি পিসির হিডেন ফাইলগুলো শো করে নিন। তারপর আপনার নরটন এন্টিভাইরাসের সেটিংস থেকে সব ধরনের Desktop.ini ফাইল কে এক্সেপশন লিস্টে রেখে দেন এবং সবগুলোর জন্য নেভার স্ক্যান প্রযোজ্য করে দিন। আশা করি পরবর্তি সময়ে নরটন এই ফাইলটিকে আর স্ক্যান করবে না। আর আপনিও পাবেন সুন্দর আইকনগুলো ব্যবহারের সুযোগ। আশা করি আপনি সফলভাবে কাজটি করতে পারবেন। আর যেকোন সমস্যায় আমাকে জানাতে ভুলে যাবেন না।

khub sundor dhonnobad..