এবার কম্পিউটার বন্ধ হবে আপনার দেওয়া সময় মত

আসসালামুওয়ালাইকুম! আজ আমি আপনাদের মাঝে একটা ছোট্ট ট্রিকস নিয়ে আসলাম। আমরা অনেক সময় কম্পিউটারকে অনেক বড় কোন কাজ দেই যা করতে কম্পিউটারের অনেক সময় লাগে, এজন্য আমরা কাজটা দিয়ে কম্পিউটার অন রেখে বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনেক দেরিতে বাসায় ফিরি এবং ততক্ষণ কম্পিউটার অন থাকে, এতে কম্পিউটার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা ইচ্ছা করলে একটা নিদ্রিষ্ট সময় পরে কম্পিউটার নিজে থেকেই বন্ধ হয়ে যাবে এমন কমান্ড দিয়ে রাখতে পারি। এজন্য আমাদের কোন আলাদা সফটওয়্যার এর দরকার পরবে না। আমরা কম্পিউটারের run থেকেই এই কাজটা করে নিতে পারি। তো চলুন দেখাযাক কিভাবে এটা করা যায়।

প্রথমে windows key+R প্রেস করে কম্পিটারের run কমান্ড ওপেন করুন।

এবার run এ "shutdown /s /t 20" ("" কেটে দিন)এই কমান্ড ব্যবহার করুন। লক্ষ্য করুন t এর পরে ২০ দেওয়া আছে, তার মানে যদি ওইখানে ২০ রেখে ওকে প্রেস করি তাহলে কম্পিউটার ২০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। এখানে আপনাকে অ7440বশই টাইমিংটা সেকেন্ডে করতে হবে। মনে করেন আমি যদি চাই আমার কম্পিউটার ২ ঘন্টা ৩০ মিনিট পরে বন্ধ হবে তাহলে এই দুই ঘন্টা ৩০ মিনিটকে সেকেন্ড এ কনভার্ট করতে হবে। যেহেতু ৬০ মিনিটে এক ঘন্টা এবং ৬০ সেকেন্ডে এক মিনিট অর্থাৎ ২ ঘন্টা ৩০ মিনিটকে সেকেন্ড করলে হবে ২x60x60+30x60=7440+1800=9240

তাহলে কোডিংটা হবে "shutdown /s /t 9240"

ধন্যবাদ! কোন ভুল হলে ক্ষমা করবেন !

টিউনটা অনেক ছোট হয়ে গেল>> তাই বড় করার জন্য আপনাদের জন্য Adove Photoshop CC এর মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক নিয়ে আসলাম। এখানে দুইটা লিঙ্ক ব্যবহার করা হয়েছে। প্রথমটা ফটোশপ সিসি এর সেটাপ ফাইল একেবারে পিওর, মানে Adove যে সেটাপ ফাইল রিলিজ করেছে সেটা, এজন্য এটার সাইজ একটু বেশি। এটা প্রায় ২ জিবি। প্রথম লিঙ্ক যেহেতু এডবের আসল সেটাপ ফাইল তাই সেটআপ দিতে লাইসেন্স লাগে। তবে ভয় নেই সাথেই ক্রা.ক দেওয়া রয়েছে। ক্রা.ক ফোল্ডারের exe ফাইলটা ইন্সটল করলেই ফুল ভার্সন হয়ে যাবে। দুই নাম্বার লিঙ্ক এর ফটোশপ কমপ্রেসড। এটার সাইজ মাত্র ৩০৪ এব বি। এটা প্রি এক্টিভেটেড। তবে আমি প্রথম লিঙ্কটাই ব্যাবহার করি । প্রথমটায় পারফরমেন্স ভালো মনে হল এবং কমপ্রেসডটায় রান করতে হলে এডমিনিসট্রাটর পারমিশন লাগে। কম্প্রেসডটায় আর একটা সমস্যা হল এটা ড্রাগ এন্ড ড্রপ সাপোর্ট করে না। আপনার যেটা লাগে আপনি সেটাই নিতে পারেন।

ডাইনলোড

লিঙ্ক ১

লিঙ্ক ২

আমার এডিট করা একটা টেক্সড। এটা ফটোশপ এবং ইলেস্ট্রাটরের সাহায্যে করা। কেমন হল জানাবেন।

ধন্যবাদ!

Level 0

আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লেখেছেন ভাই 😀
ধন্যবাদ

Level 0

আপনাকেও ধন্যবাদ!

আপনার ডিজাইন করা টেক্সট ফাইলটার পিএসডি ফাইলটা দিতে পারবেন কোথাও আপলোড করে ???
দিলে আমার উপকার হত ।

    Level 0

    @Mosharaf Tanvir: পি এস ডি সেভ রাখি নাই, আর পি এস ডি দিলেও কোন লাভ হত না কারন যখন ইলেস্ট্রাটর থেকে ফটোশপ এ ফাইল আনতে হয় তখন আর টেক্সড থাকে না, এইটা পুরো থ্রিডির কাজ, এজন্য ফটোশপ এর যে ভার্শনে থ্রিডি আছে সেটা ইউস করতে হবে।

    Level 0

    @Mosharaf Tanvir: ও sorry ! পি এস ডি ফাইলটা আছে কিন্তু হাই রেজুলেশ এ এডিট করা তাই এইটার সাইজ ৩৮ মেগা>>> যা আমার পক্ষে এখন আপলোড করা সম্ভব না :'( তাছারা এটা দিয়ে আপনার কোন কাজ হবে না।

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ । কাজে লাগবে।

    Level 0

    @ব্লগার ভাই: আপনাকেও টিউন পড়ার জন্য ধন্যবাদ!

Thanks for tips

    Level 0

    @মাহমুদ কলি।: Wel-Come!