নিজেই ঠিক করুন নিজের নষ্ট হয়ে যাওয়া মেমোরি কার্ড

তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনোভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হতে পারে। নানাভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং বাহ্যিকভাবে নষ্ট প্রায় কার্ডকে ঠিক করতে ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে। মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা না গেলে আপনাকে এই সফটওয়্যার সমাধান দিতে পারে। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না।

এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকে আমরা মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারি।

এ জন্য কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ডড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator নির্বাচন করে সেটি খুলুন। কমান্ড
প্রম্পট চালু হলে এখানে chkdsk mr লিখে এন্টার করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।

কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যেটি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।

এখানে convert lost chains to files বার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid file system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন। File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।..

এই ট্রিকটি আমি নিজে ব্যাবহার করি নি, তাই উপরে বর্ণিত স্টেপগুলো আপনার নিজের দায়িত্বে করবেন।

পুর্বে আমার ব্লগে প্রকাশিত।

Level 0

আমি সাকির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমাদের জীবনটাই একটা ম্যাজিক এর Stage. হঠাৎ করে আমরা আসি আবার হঠাৎ করেই চলে যাই। এর মাঝে যতটা পারি অন্যকে চমকে দেয়ার চেস্টা করি।এমনই একটা ছোট্ট প্রয়াস আমারও.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nije aktu try kore post korten aro vhalo post hoto

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

vai amar akta somdhan den
amar akta memory pc theke gan/file niya mobile e dukale kicui thake na kintu
memory r size joto tuku load korbo toto thake

    @sarwar sajeeb: ভাই আপনি কোনো নকিয়া মোবাইল দিয়ে আপনার মেমোরি কার্ড ফরমেট দিয়ে দেখুন কাজ হয় কিনা।মন্তব্য করার জন্য ধন্যবাদ।

    @sarwar sajeeb: আচ্ছা মোবাইলে ঢুকানোর পর আবার পিসিতে ঢুকালে কি ঐ ফাইল গুলো দেখা যায় ?

ভাই আমার একটা পেনডাইপ আছে যাতে write protect দেথায় কোন ফাইল পেনডাইপে কপি ও পেষ্ট করা যায় না
সমাধান থাকলে জানাইবেন

hmmmmmmm goood post

আমার একটা মেমরি কার্ড এর পাস্ওয়ার্ড ভুলে গেসি । নোকিয়া মোবাইল এ ডুকালে পাসওয়ার্ড চায় আর কম্পিউটার এ ডুকালে কিছু শো করে না । সমস্যার সমাধান কারো জানা থাকলে হেল্প করবেন প্লীজ……

নিজে ব্যবহার না করে, এই ধরনের গুরুত্বপূর্ন ট্রিক্স সবার সাথে শেয়ার করেছেন ? 😀 আপানার পোস্ট করা কত টা যুক্তিসঙ্গত সে বিষয়ে আমার সন্দেহ আছে ?

    Level 0

    @রাহাতুল ইসলাম: i agreeee

Level 2

পোষ্টের জন্য ধন্যবাদ।
command টা মনে হয় একটু ভুল হয়েছে। সম্ভবত chkdsk mr না হয়ে chkdsk m: হবে।
লেখক মাইন্ড করবেন না। জানার জন্য বললাম।

Level 0

kaj hoy na !

check it first then share

এ টা কি ধরনের পোষ্ট করেছেন যা মানুষ কে হয়রানি করে আগে নিজে শিখুন পরে অন্যকে শিখান অযথা সময় নষ্ট করলেন আমাদের ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ধন্যবাদ

কিন্তু করা যাচ্ছে না।

    @রিয়াদ হাসান: আপনি chkdsk mr এর বদলে chkdsk m কমান্ড ব্যবহার করে দেখেন তো কাজ হয় কিনা…

chkdsk /r m

chkdsk /r m:

Level 0

vai amr 1ta 4gb memory card card reader die pc te dhukale ekdom kisu e show kore na hotath kore j eta te ek ta mmry card ase…… ekdom kisu e na… mane read e korte pare na…. apnar ei sstm e ki eta thik hobe? kindly plz janaben… thanx 🙂

কিছুটা টেকনিকেল কিন্তু কাজ করলে অবশ্যই আপনি একজন জিনিয়াস।

Earn Money From Guest Blogging

Level 0

valoi post korcen

amar Sundisk memory tay kisu delete korte dicche na delete korte gele bole there is no permission……
plz help me….. kivabe eti solve hobe/????