কম্পিউটারে চালান আপনার প্রিয় ইলেকট্রিক গিটার (For Beginner level)

যারা গিটার ভালবাসেন, তাদের অনেকে হয়তো ইলেকট্রিক গিটার কেনার কথা ভাবছেন। কিন্তু গিটার কিনলেই তো আর তা বাজানো যায় না। কারন এর সাথে প্রয়োজন হয় Guitar Effect Processor এর, যার দাম নূন্যতম ৭,০০০/- টাকা। তাই Electric গিটার কিনতে হলে সাথে গুনতে হয় Processor এর দাম। এ জন্য অনেকেই পিছু হটেন। এ রকম যারা আছেন, তাদেরকে একটি Software এর সাথে পরিচয় করিয়ে দেব। যার নাম, Guitar FX Box 3.0। নিচে Download link দেয়া হল (mediafire এ আপলোড করেছি):-

https://www.mediafire.com/?bhsed53od8d1mis

এটি ব্যাবহার করা খুবই সহজ। আপনার সাউন্ড কার্ডের Mic-in এ Guitar এর jack ইনসার্ট করুন। Software টি চালু করে "Setup" এ ক্লিক করে আপনার Input, Output device সিলেক্ট করুন। এটির সটিক নির্বাচন আবশ্যক। "Preset>" এর click করে পছন্দমত একটি প্রোফাইল সিলেক্ট করুন্। এবার "Start" এ click করুন ও Guitar বাজিয়ে দেখুন কেমন সাউন্ড হয়। প্রোফাইলগুলো Change করে করে আপনার কাঙ্খিত সাউন্ড পেতে পারেন। এছাড়া "Tuner" এ গিয়ে আপনার Guitar ‍টিউন-ও করতে পারবেন।

বাজারের দামি Guitar Effect Processor গুলোর মত ভাল সাউন্ড হয়ত পাবেননা। তবে কাজ চালানোর জন্য (Beginner) একদম খারাপ না। আর হ্যাঁ, Software টি Beta version, একটানা আপনি চার মিনিট Guitar প্রে করতে পারবেন। কেউ full cracked version পেলে আমাকে একটু জানাবেন।

বিঃ দ্রঃ দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।

ধন্যবাদ।

Level 0

আমি শিক্ষানবীশ আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ঠিক আছে করে দেখতেছি

Level New

Link koi

vai ki vabe pc r shthe guiter connect korte hoy jodi ektu image shoho step by step dekhiye diten ektu valo hoito

    Level 0

    @soul_hacker:
    Your have to bought a “microphone to stereo” converter. Its price about 30 taka. Plug your cable (jack) into guitar & other side into converter. Then insert converter port into Pc/Laptop’s Mic-in jack. Other processes are described in main post.
    Sorry, I have no enough time to post details with image.
    Thanks.