আমি TT এর নতুন সদস্য এই পর্যন্ত কোন tune করিনি এটাই প্রথম ।
যারা প্রোগ্রামিং এ নতুন তাদের জন্য ।
"C" এর খুব সাধারন একটা বিষয় এবং মজার ও।
আমরা যারা কোড ব্লক use করি তারা জানি যে কোন প্রোগ্রাম রান করলে যে উইন্ডো টা আসে তা কালো এবং লিখার color সাদা।
কেমন হয় যদি এগোলো পরিবর্তন করা যায় ।
চলুন দেখি পরিবর্তন করতে পারি কি না?
code block এ COLOR পরিবর্তন করার জন্য একটা header file লাগবে
#include<stdlib.h>
এবং মাত্র ১ লাইন লিখে এ আপনি background এবং text color পরিবর্তন করতে পারবেন। চলুন আমন একটি পরনাঙ্গ প্রোগ্রাম করে দেখি ...
#include<stdio.h>
#include<stdlib.h>
int main()
{
system("COLOR 56");
printf("I have successfully changed color\n");
return 0;
}
এখানে system("COLOR 56"); হল color change করার function যা একটি library function. এখানে color এর পরে ২টা সংখ্যা আছে একটা হল 5 এবং পরেটা হল 6। প্রথম সংখ্যা টা text color change করার জন্য এবং পরেরটা background color change করার জন্য ।
আপনি ইচ্ছে করলে মান(56) পরিবর্তন করে চেষ্টা করতে পারেন...।
কোন ভুল থাকলে please ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন ।
ধন্নবাদ সবাইকে
আমি ReduanRafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।