সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। ঈদের রেশ মনে হয় কেটে গিয়েছে। আগের একটি টিউনে কিভাবে Fake ম্যাগাজিন কভার তৈরি করা যায়, এমন কিছু ওয়েবসাইট দিয়েছিলাম। তবে এসবের মাধ্যমে আপনি আপনার মনের মত ম্যাগাজিন কভার বানাতে পারবেন না। আজকে যে বিষয়ে টিউনটি করছি, তা হল ম্যাগাজিন কভার নিয়েই। তবে এতে আপনি আপনার মনের মত করে ম্যাগাজিন কভার, পোষ্টার প্রভৃতি বানাতে পারবেন। এর জন্য আপনার এই সফটওয়্যারটি লাগবে। যারা ফটোশপের কাজ ভাল জানেন, তারা হয়ত সহজেই ফটোশপ ব্যাবহার করে ম্যাগাজিন কভার, পোষ্টার ইত্যাদি তৈরি করতে পারেন। কিন্তু এই সফটওয়্যারটি ব্যাবহার করে আপনি আরও সহজে কাজটি করতে পারবেন। সফটওয়্যারটির নাম RonyaSoft Poster Designer.
সফটওয়্যারটি প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন।
Dropbox দিয়ে ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন এখানে।
Uppit দিয়ে ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন এখানে।
ভিতরে Keygen দেওয়া আছে। এখানে প্রথম বক্সে আপনার নাম লিখে Generate বাটনে ক্লিক করে তারপর নাম আর Key দিয়ে Regestration করে নিন।
সফটওয়্যারটিতে রয়েছে এরকম শত শত Template, যেখানে আপনি নিজের মত মাধুরী মিশিয়ে ম্যাগাজিন কভার তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি Blank Document দিয়েও কাজ করতে পারবেন।
দেখুন আমার তৈরি কিছু ম্যাগাজিন কভার। অবশ্য এগুলো তাড়াহুড়া করে করেছি। সেজন্য খুব একটা ভাল হয় নাই।
ব্যাটমান আমার খুব প্রিয় সুপারহিরো! তাই ব্যাটমানকে নিয়ে আমি একটা কভার বানালাম। এতে অবশ্য বেশ সময় দিতে হয়েছে। আগামীতে বস Bear Grylls কে নিয়েও একটা কভার বানাব।
এরকম ম্যাগাজিন কভার আপনিও সহজে বানাতে পারবেন। ভাল লাগলে সফটওয়্যারটি ডাউনলোড করে উপভোগ করুন। আজকের মত এখানেই রাখছি।
আমার সামাজিক প্রোফাইলঃ
ফেসবুক ~ টুইটার ~ গুগল প্লাস
আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগলো ।
আচ্ছা ভাই দেখেন তো Update কেমন হলঃ https://www.techtunes.io/how-to/tune-id/231318