আমরা প্রায়ই বিভিন্ন ধরনের সফটওয়্যার দেখি যেগুলো পিসি সম্পর্কে বিস্তারিত ইনফর্মেশন দেয় যেমনঃ আপনার Ram, হার্ডডিস্ক, প্রসেসর এবং আরও বিভিন্ন বিষয় সম্পর্কে। কিন্তু আপনি ইচ্ছা হলে কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার না করেই এসব ইনফর্মেশন পেতে পারেন CMD এর মাধ্যমে। তাই আজকের বিষয় হচ্ছে কিভাবে কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার না করে শুধু মাত্র CMD ব্যাবহার করে আপনি আপনার পিসির সম্বন্ধে বিস্তারিত ইনফর্মেশন পেতে পারেন।
প্রথমে Start এ ক্লিক করে Run এ যেয়ে অথবা Search Box এ লিখুন cmd. তারপর cmd চালু করুন।
তারপর সেখানে টাইপ করুন 'systeminfo'. নিচের চিত্রে দেখুনঃ
তারপর Enter চাপুন। এবার Loading হতে কয়েক সেকেন্ড সময় নেবে। তারপর সেখানে আপনি আপনার পিসির বিস্তারিত সকল ইনফর্মেশন পেয়ে যাবেন।
এখানে আপনি যদি Error Message পান, তাহলে আপনাকে DCOM Server Process Launcher service Activate করতে হবে। এটা করতে, প্রথমে Start >> Control Panel >> System and Security >> Administrator Tools >> Services এ গিয়ে DCOM Server Process Launcher খুঁজে তারপর এটা Activate করে নিন। ব্যাস, হয়ে গেল।
আমার সামাজিক প্রোফাইলঃ
ফেসবুক ~ টুইটার ~ গুগল প্লাস
আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। 🙂