কম্পিউটার Restart সমস্যার সমাধান নিন

সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করলাম|আশা করি ভালো আছেন সবাই|আমি আগেই বলে নেই কম্পিউটার এর বিষয়ে আমার খুব একটা জ্ঞান নেই তবুও আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি
আজকে আমি আপনাদের সাথে কম্পিউটার এর অটোমেটিক রিস্টার্ট সমস্যা নিয়ে শেয়ার করব| চলুন মূল আলোচনায় যাই কম্পিউটার বিভিন্ন কারণে রিস্টার্ট সমস্যা হতে পারে

রিস্টার্ট সমস্যা # ১: চালু দেওয়ার পর যখন windows স্ক্রিন আসে  তখন  রিস্টার্ট নেয়

বেশিরভাগ সময় এই সমসস্যা হয় windows corrupted হলে বা windows এর কোনো ফাইল মিস করলে বা ভাইরাস জনিত সমস্যার কারণে ফাইল নষ্ট হলে | 

সমাধান : এই সমস্যার সমাধান হচ্ছে নতুন করে windows সেটআপ দেওয়া এবং update  আন্টি ভাইরাস দিয়ে full pc  স্ক্যান করা.

রিস্টার্ট সমস্যা # ২:কম্পিউটার চালু দেওয়ার কিছুক্ষণ পর রিস্টার্ট নেয়|
যদি আপনার কম্পিউটার চালু দেওয়ার কিছুক্ষণ পর রিস্টার্ট নেয় এবং কন্টিনিউ রিস্টার্ট নিতে থাকে 
সমাধান :প্রথমে আপনার কম্পিউটার এর সাইড কভার খুলুন এবং চেক করুন কুলিং ফ্যান গুরছে কিনা অথবা দেখুন প্রসেসর এর হিটসিং অতিরিক্ত গরম হয় কিনা তাহলে কুলিং ফ্যান টি  চেঞ্জ করুন|
 রিস্টার্ট সমস্যা # ৩ :কম্পিউটার চালু অবস্থয় যদি মাঝে মাঝে রিস্টার্ট নেয় |
সাধারনত এই সমস্যা টি হয় কম্পিউটার এ ভাইরাস থাকলে অথবা ram লুজ থকলে 
সমাধান :  প্রথমে আপডেট আন্টি ভাইরাস দিয়ে full pc স্ক্যান করুন যদি তাতে সমস্যার সমাধান না হয় তাহলে আপনার কম্পিউটার এর সাইড কভার খুলুন এবং  ভালো করে কম্পিউটার টি পরিস্কার করুন তার পর Ram টি খুলে পরিস্কার করুন তারপর Ram টি পুনরায় সেটিং করুন 

 
 রিস্টার্ট সমস্যা # ৪ :কম্পিউটার হঠাত রিস্টার্ট নেয়
যদি আপনার কম্পিউটার হঠাত অথবা ভোল্টেজ ড্রপ দেওয়ার কারণে অর্থাত ভোল্টেজ up/down করার কারণে রিস্টার্ট নেয় | 

সমাধান :বেশির ভাগ সময় এই সমস্যাটি পাওয়ার সাপ্লাই দুর্বল হলে হয় তাই পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেখতে পারেন |
ধন্যবাদ সবাইকে 
এই পোস্টটি পূর্বে এখনে প্রকাশিত http://repairhelps.blogspot.com/2013/07/how-to-solve-restart-computer.html এই ধরনে অরুও পোস্ট দেখতে আমার ব্লগ হতে ঘুরে আসতে পারেন 
http://repairhelps.blogspot.com

Level New

আমি Safiq24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস