মাইক্রোসফট একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ এইট মাইক্রোসফটেরই অবদান। লিনাক্স, উবান্টু কিংবা অন্য সব অপারেটিং সিস্টেম থেকে এক্সপি, সেভেন এবং এইট ই বেশি জনপ্রিয় সারা বিশ্ব জুড়ে। আমার পছন্দের অপারেটিং সিস্টেম হল এক্সপি। কারন এর কাজ করার ধরন অনেকটা সহজ এবং বোধগম্য তবে আমি উইন্ডোজ এইট ও ব্যবহার করি। মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেমগুলো জনপ্রিয় হবার পিছনে অনেক কারন আছে তার মধ্যে আমার যা ভালোলাগে তা হলো এর রান কমেন্ট পদ্ধতী। এর মাধ্যমে আমারা প্রায় সবধরনের কাজ খুব দ্রুত করতে পারি। তবে রান কমেন্ট সম্পর্কে অভিজ্ঞাতা থাকেতে হবে। অনভিজ্ঞ কারো না জেনে রান কমেন্ট ব্যবহার করা ঠিক না। আমি অনেক প্যাচাল পারলাম কারন শব্দ সংখ্যা কম হলে পোষ্ট করা যায় না। কিন্তু এবার আসল কাথায় আসি। আজ আমি আপনাদের সাথে কিছু রান কমেন্টস শেয়ার করব।যা আপনাদের কাজ করার গতি বৃদ্ধি করবে।
প্রথমে আসি এক্সপির রান কমেন্টস নিয়ে। বাংলাদেশে বেশির ভাগ মানুষই ব্যবহার করে উইন্ডোজ এক্সপি। এক্সপির বেশ কিছু রান কমেন্টস আপনাদের জন্য দেওয়া হল।
বাংলাদেশে ২য় স্থনে আছে মাইক্রোসফটের উইন্ডোজ সেভেন। সংগ্রহ করুন সেভেনের কিছু রান কমেন্টস
কম হলেও মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ এইট এর ব্যবহার হচ্ছে। এর মধ্যে বেশ জনপ্রিয় ও হয়ে উঠেছে এইট।
আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...
ধনবাদ আপনাকে পিডিএফ আকারে প্রকাশের জন্য।আমি উইনডোজ ৭ পছন্দ করি। 🙂