পাল্টে ফেলুন আপনার Pendrive এর আইকন, কোন Software ছাড়াই ( ভিডিও টিউটিরিয়াল )

- - - -পরম করুণাময় আল্লাহের নামে - - - -

কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়া ও আল্লাহের রহমতে ভালই আছি ।  অনেক দিন হল কোন টিউন করিনা । অনেক ব্যস্ততার মাঝে ছিলাম । আজ আপনাদের জন্য একটি মজার ও মজার টিউন নিয়ে হাজির হলাম । আশা করি আপনাদের ভাল লাগবে । যাক আর কথা না বাড়িয়ে কাজে লেগে যাই ।

টিউন টি সম্পূর্ণ বাংলায় ভিডিও করা হয়েছে । ভিডিও টি দেখে নিন । এবং দেখুন কিভাবে কোন প্রকার সফটওয়্যার ছাড়া Pendrive এর আইকন পাল্টাতে পারেন............

ভিডিও লিঙ্ক- Yoitube Link - Click Here

আগের মত লেখার অভ্যাস টা কমে গেছে । তবে তাই বলে টিউন থেমে থাকবে না । বরং আরও আকর্ষণীয় ভাবে উপস্থাপিত হবে । ভিডিও টি দেখলেই বুঝতে পারবেন । আমি মনে করি যারা নতুন কম্পিউটার ইউজার তারাও এ কাজ টি করতে সক্ষম হবে ।

যদি কোন ভুল হয়ে থাকে মাফ করবেন । আর ভালো লাগলে কি  আর করবেন? তা আপনারাই জানেন ।

আজ এ পর্যন্তই , আগামীতে আবার হাজির হব নতুন কোন টিউন নিয়ে । কারো বুঝতে সমস্যা হলে জানাবেন ।

ধন্যবাদ সকলকে । আল্লাহ হাফেজ...............

Level 2

আমি হিম্মত আলী হিমু। CEO, MSNCLOUD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Web Designer And Developer . Computer System Engineer @ SARK Computer & Solution Center (2011-2016). iT engineer - UK Computer & Service Center (2016-2017). Owner Of www.msncloud.net Computer specialist - RAFA Mobile and Computer (2020-2021)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা আপনার ড্রাইভার এর আইকন তো দেখছি অনেক টা অন্য রকম । ড্রাইভার এর আইকন কি জেঞ্জ করা যায়?

হ্যাঁ করা যায়।
তবে তা আমি আগামী পর্বে জানিয়ে দিব।
শুভ রাত্রি ।

Level 0

আমার মত যাদের সিটিসেল জুম আল্ট্রা (১.৫ গিগা) তারা ভিডিও দেখতে গেলে খবর আছে 🙂

তারা এখান থেকে টেক্সট টিউটোরিয়ালটি পড়তে পারেন- http://munnamark.blogspot.com/2012/06/how-to-show-picture-on-usb-flash-drive.html

তেমন কঠিন কাজ না। তবে প্রধান সমস্যা হল আপনাকে একটা আইকন ফরম্যাটের ছবি বানাতে হবে। আর একটা ছোট্ট কোড পেন ড্রাইভে রাখতে হবে।

Tuneup utilites software diya sob drive & pendrive , dvd rom ar icon chane kora jai …

Level 0

এটা বুঝাতে ভিডিও টিউটোরিয়াল লাগেনা শুধু একটি অটোরান কোড এবং একটি আইকন ব্যাস এবার কোড এবং আইকনটি পেনড্রাইবে রাখুন। পেনড্রাইভ রিমোভ করে আবার যুক্ত করেন যদি না হয় কম্পিউটার রিস্টার্ট দিন।

নিচের কোডটি নোটপ্যাডে কপি পেষ্ট করুন

07EF:0001:0001:0001
[autorun]
icon = .\ExternalPortable.ico

ExternalPortable এই নামের পরিবর্তে আপনার আইনের নাম দিন হুবহু, তারপর সেভ করুন autorun.inf নামে।

Level 0

মি. জামান! আপনি শেষে যে আইনের কথাটা বললেন না ঝামেলাটা ওখানেই। 🙂

এই আইন বানাতে অনেকেরই খবর হয়ে যায়। আইন বানানোর পর যদি ওটার রেজুলেশন কম বেশি হয় তাহলে দেখা যায় এক্সপিতে অনেক সময় কাজ হয়না। ৭/৮ এ কাজ হয়।

আইনটা (আইকন) অনলাইন বা সফটওয়্যারের সাহায্যেও করা যায়। কিন্তু এটা ঠিক মত না হলেই ছবিটা শো করবে না।

আমার কোডটা অবশ্য আরো সহজ। মনে রাখা সম্ভব।

[Autorun]
Label=Marks
Icon=Munna.ico

তারপর যে যার মত করে পরিবর্তন করে নিবেন। (অবশ্যই আইকন টা ঠিক ফরম্যাটে থাকতে হবে। টিউনার পেজে এই লেখটা লিখে অনেক বকা খেয়েছি। তারপর যারা পেরেছে তারা জানানো পর আমিও ওদের সাইজ করেছি 🙂 )

    Level 0

    @munnamark: আইকন বানাতে এখন 1 2 ব্যপার। যারা ফটোশপ এ কাজ করতে জানেন তাদের আইকন বানানো কোন ব্যাপার না। ICOFormate নামে ফটোশপের একটি File ফরম্যাট আছে তা ডাউনলোড করে C/Program Files/Adobe/Photosho-8.0/Plug-ins/File Formate এ পেষ্ট করেন।এবার ফটোশপ প্রোগ্রাম চালু করুন আপনার ছবি ওপেন করুন ক্রোপ টুলস নিন এর সাইজ দিন- 256*256 পিএক্স, রেজুলেশন 300, ক্রোপ টুলস দিয়ে কাজ সারেন, সেভ করুন যে কোন নামে ফরম্যাট দিন windows ico । ব্যাস আইকন তৈরী। এখন গরু, ঘোড়া, গাধা সহ সব কিছুর আইকন তৈরী করতে পারবেন।

      Level 0

      @Jaman:
      আসল ব্যাপার হল যে পারে তার জন্য কোন ব্যাপারই না। ফটোশপ ছাড়াও আইকন বানানোর অনেক প্রোগ্রাম আছে। আর আরো মজার ব্যাপার হল অনলাইনেই আইকন বানিয়ে ফেলা যায়। সো এটা কোন বিষয় না।

      সমস্যাটা হয় তাদের যারা একটু বেগিনার লেভেলের। ঠিক আপনার বর্তমান প্রোফাইল পিকচার টার মত! 🙂 😉
      Don’t mind (মজা করার সুযোগটা হাতছাড়া করলাম না!)

যাক। অনেক কথাই জমেছে দেখছি।
আসলে যারা জানেন তাদের জন্য এটাই তেমন কিছুই না,
কিন্তু যারা না জানেন তাদের জন্য এটা অনেক কিছুই।
তাই আমি ভিডিও টি করেছি সেই সকল না জানা মানুশ গুলোর জন্য ।

VAI SHERE KORAR JONNO DHONNOBAD PLEASEHACK.BLOGSPOT.COM