ম্যাক ও.এস.এক্স Mountain Lion 10.8.2 ইনস্টলের সহজ পদ্ধতি (ডুয়েল বুটিং) – (পর্ব-২)………………………….. ইন্টেল পিসিতে বিশ্বের ADVANCED অপারেটিং সিস্টেম Mac OS X Mountain Lion 10.8.2 (Restore From An Image )

অনেকের মতো আমিও উইন্ডোজ পিসিতে(ডুয়েল বুটের জন্য) Hackintosh এর বুটেবল ISO এর বিভিন্ন ভার্সন (iAtkos,ideneb,Kalyway, Snow Leopard 10.6.8 Hazard) ইত্যাদি নামিয়ে ইন্টেল প্রসেসরযুক্ত পিসিতে ইনষ্টল দিয়েছি-ইনষ্টল সাকসেস দেখিয়েছিল,  কিন্ত রি-স্টার্ট এর পর ম্যাক স্ক্রীণ আর আসেনিহয়তো কার্ণেল পেনিক এর জন্য ম্যাক স্ক্রীণ আসে নি ।  তবে ক্লিন ইনষ্টল দিয়ে দেখিনি । এর মধ্যে iAtkosআর Niresh ক্লিন ইনষ্টল দিতে হয় , ডুয়েল বুট দিলে হয় না ।    প্রায় ৭/৮ বার চেষ্টা করেছি বুটেবল Hackintosh এর ডিভিডি দিয়ে বুট করার জন্য । সফল হয়নি । তাই বলে আশা ছাড়ি নি । খোজ করতে লাগলাম গুগলে  সহজ উপায় ইনষ্টলের পব্ধতি নেট সার্চ করে  পেয়ে গেলাম রাশিয়ান হ্যাকারের ইনষ্টলকৃত ম্যাকের ইমেজ(রাশিয়ান-ইংরেজী ভাষার)উইন্ডোজ থেকেই হ্যাকিন্টোষ মাউন্টেইন লায়ন রিষ্টোর করতে হয় ।  মাত্র ৫/৬ মিনিট লাগে ইমেজটি রিষ্টোর করতে । টিউটরিয়েল টা দেখতে যতো বড় লাগছে আসলে মেটেরিয়েলস জোগাড় করে রাখলে রিস্টোর করতে সময় লাগে মাত্র  ৫ থেকে ৬ মিনিট আমার ক্ষেত্রে যেটা হয়েছিল । যেখানে  ক্লিন ইনষ্টল দিতে সময় লাগে প্রায় ৩০ থেকে ৪০মিনিট ।

নোট : এখানে মেটেরিয়েলস বলতে আপনার কি কি দরকার :-

পিসিতে উইন্ডোজ-৮ ইনষ্টল করা থাকতে হবে ।

R-Drive ইমেজ  ইনষ্টল করে নিতে হবে যেটা দিয়ে হ্যাকিন্টোশের ইমেজ রিষ্টোর করবেন

৫০জিবি NTFS ফরমেট করা খালি ডি-ড্রাইভ (প্রাইমারি পার্টিশন)

সাটা মোড AHCI করা থাকতে হবে ।

প্রসেসর ৬৪ বিট InTel (৩২বিট উপযুক্ত নয়)

গ্রাফিক্স কার্ড : এনভিডিয়া , এটিআই, ইন্টেল HD -3000, ইন্টেল HD -4000

মাউস-কীবোর্ড ইউএসবি ।

মাল্টিবিষ্ট নেট থেকে সংগ্রহ করে রাখতে হবে ড্রাইভার ইনষ্টল করার জন্য ।

৯। টরেন্ট থেকে নামানো  মাউন্টেইন লায়নের ইমেজ ফাইল ।

আর কেউ যদি ব্যার্থ হন তাহলে আপনার উইন্ডোজ ব্যাকআপ করার জন্য বুটেবল এক্রোনিস ইমেজ এর সিডি লাগবে । যেটা দিয়ে পুনরায় আপনার উইন্ডোজ  রিষ্টোর করে উইন্ডোজে ফিরে যেতে পারেন । যদি ব্যাকআপ নিয়ে থাকেন আর না হলে নতুন করে  উইন্ডোজ ইনষ্টল দিতে হবে ।

সফল হলাম আমার Asus-P5p43tdpro মাদারবোর্ডে  (প্রসেসর-Intel Core2 Quad CPU Q8400 , GPU-NVIDIA GeForce GT 220) রাশিয়ান ভার্ষন এর Mac OS X এর ইমেজ রিস্টোর (ডুপ্লিকেট বা ক্লোন) করে উইন্ডোজ-৮ থেকেই । ডুয়েল বুট সি-ড্রাইভে উইন্ডোজ-৮ আর ডি-ড্রাইভে ম্যাক ওএস এক্স ।


এই পর্যন্ত আমার ডেস্কটপ পিসির ডি-ড্রাইভে ইমেইজ রিষ্টোর পদ্ধতিতে
Snow Leopard 10.6.8, Lion 10.7.3 , Lion 10.7.5, Mountain Lion 10.8.2 এবং সবশেষে Mountain Lion 10.8.3 ইনষ্টল দিয়ে সফল হয়েছি । তবে ড্রাইভার সাউন্ড মাল্টিবিষ্ট দিয়ে ইনষ্টল করেছি । আর লেন ড্রাইভার নেট থেকে নামিয়ে ইনষ্টল করেছি । আর গ্রাফিক্স অটো পেয়ে গেছে । ল্যাপিতে টেষ্ট করি নাই ।

আর প্রথম চেষ্টা ছিল ম্যাক ও.এস.এক্স Lion 10.7.3 টিউনটা দেখে নিতে পারেন >

Mac OS X Lion – 10.7.3 (installed system for Intel. Quick and easy installation) The World’s Most Advanced Desktop Operating System.

প্রসেসর : ইন্টেল ৬৪বিট

Core2Duo / Core2Quad / 1st, 2nd and 3rd Generation Core i3, i5, i7 / Xeon 3xxx, 5xxx, 6xxx, 7xxx, E3, E5, E7

মাদারবোর্ড : আসুস অথবা গিগাবাইট । তবে গিগাবাইট হলে ভাল 

Simply, chipsets from 945G to C606 are supported. Common chips are 945, 965, 975, P35, P43, P45, P55, G31, G41, G43, X58, H61, HM65, HM67, H67, P67, Z68, Z77, X79, C602 and C606.

গ্রাফিক্সকার্ড : হ্যাকিন্টোষে গ্রাফিক্সকার্ড অত্যন্ত জরুরী একটা বিষয় । এটা ছাড়া ডেস্কটপ স্ক্রীণ আসবে না ।

- Intel Graphics HD 3000 and HD 4000 are supported, the rest are not. This means Intel HD 2000, Intel HD, X3100, X3150, X4500, GMA950 is not supported.

- nvidia vga cards from G80 core to the newest kepler series (G80, G84, G86, G92, G94, G96, G98, C79, GT200, GT215, GT216, GT218, GF100, GF104, GF106, GF108, GF110, GF114, GF116, GF119, GK104, GK106, GK107) are supported on 10.8.2. This does not mean that all of them will work of course but most of them will work

Network Devices: Wired:

- Intel Gigabit and Intel Pro/100

- Realtek RTL8111/8168

- Atheros AR8121/AR8113/AR8114/AR8131/AR8151/AR8161/AR8171/AR8132/AR8152/AR8162/AR8172

- Broadcom BCM57780, BCM57781, BCM57785

- Marvell 88E8035, 88E8036, 88E8038, 88E8039, 88E8056, 88E8001

Wireless: Some chips (ie. Atheros ar5008, Broadcom BCM4311) are natively supported by OS X. So, this is not the complete wifi support list of OS X.

- Atheros 9285, 9287, 9227

- Broadcom 4312, 4321, 4322, 43224, 43225, 43227, 43228 (Some of these broadcom chips need rebranding in order to work on OS X.)

ল্যাপটপ সম্বন্ধ্যে ধারনা পাবেন এই সাইটে >

TonyMacx86!

সাটা মোড অবশ্যই AHCI করে নিতে হবে কিভাবে করবেন ?

উইন্ডোজ-৮ ইনষ্টল করার পর কিভাবে AHCI এনাবল করবেন । নিচের লিন্ক থেকে রেজিষ্ট্রি ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিন ।

http://cdn.ithinkdiff.com/wp-content/uploads/2012/03/ahci.zip

এক্সট্রাক্ট করার পর রেজিষ্ট্রি ফাইলটির উপর মাউস রেখে রাইট ক্লিক করুন ।

AHCI

যে পপআপ উইন্ডো আসবে মার্জ এ ক্লিক করুন ।

User Account Control নামে একটা পপআপ উইন্ডো আসবে সেখান থেকে ইয়েস বাটনে ক্লিক করুন ।

এরপর পিসি রিষ্টার্ট দিয়ে বায়োসে ঢুকুন । বায়োসের মেইন অপশনে গিয়ে কীবোর্ডের ডাউন এরো কী চেপে Storage Configuration সিলেক্ট করে কীবোর্ড থেকে এন্টার প্রেস করুন । সাটা কনফিগারেনশন অপশন আসলে সাটা মোড AHCI করে নিন ।

AHCI 2

AHCI 3

AHCI 3

MultiBeast - Mountain Lion 5.2.1 ডাউনলোড করে নিন এই সাইট থেকে - tonymacx86

tonymacx86

Multibeast

আগে থেকেই নামানো থাকলে কাজ করতে সুবিধা হবে । আর বিশেষ করে আপনার লেনকার্ড ড্রাইভার ম্যাক কম্পিটিবল ডাউনলোড করে নিন । যাতে হ্যাকিন্টোষ ম্যাক ও.এস.এক্স Mountain Lion 10.8.2 ইনষ্টল দেওয়ার পর নেট ব্যাবহার করার জন্য লেনকার্ড ড্রাইভার ইনষ্টল দিয়ে নেট ব্যাবহার করতে পারেন ।

উইন্ডোজ-৮ অথবা ৭ (৬৪বিট)  থেকেই(এক্সপির জন্য প্রযোজ্য নয়) হ্যাকিন্টোষ ম্যাক ও.এস.এক্স Mountain Lion 10.8.2এর ইমেজ রিষ্টোর করুন, সময় লাগবে প্রায় ১০মিনিটের মতো । আর উপভোগ করুন ইন্টেল পিসিতে বিশ্বের ADVANCED অপারেটিং সিস্টেম Mac OS X Mountain Lion 10.8.2

হ্যাকিন্টোষ ম্যাক ও.এস.এক্স ইন্টেল পিসিতে ইনস্টলের অনেক টিউটরিয়াল ওয়েবে আছে। কিন্তু আমার মনে হয়েছে নতুনদের জন্য এই টিউটোরিয়ালগুলো বেশ কঠিন। অনেকে আবার সাহস করে ম্যাক ও.এস.এক্স ইনষ্টল দিয়েও কার্ণেল পেনিকের জন্য বুট করাতে পারেন নি । আমিও পারিনি । নেটে সার্চ করতে করতে পেয়ে গেলাম রাশিয়ান টরেন্ট সাইটের একটা ঠিকানা । আর সেখানেই পেলাম উইন্ডোজের পাশাপাশি (Dual Boot) Mac OS X ইনস্টল করার খুবই সহজ পদ্ধতি । এই ব্যাপারে আমার যা অভিজ্ঞতা হয়েছিল তা নিয়ে একটা টিউন ও করে ছিলাম । তবে সেটা ছিল ম্যাক ও.এস.এক্স Lion 10.7.3 , আর সেটাতে একটা সমষ্যাও ছিল প্রতিবার যখন ম্যাকে ঢুকতাম প্রায় ৫/৬মিনিট লাগতো ডেস্কটপ স্ক্রীণ আসতে আর শাটডাউন হতেও সময় লাগতো ৫/৬মিনিট । গুগোল করেও সমাধান পাই নি ।

তারপর আরও একটা রাশিয়ান টরেন্ট সাইটে পেলাম ম্যাক লায়নের এই লেটেষ্ট ভার্ষন - Mac OS X Mountain Lion 10.8.2

সমাধান পেলাম এই Mac OS X Mountain Lion 10.8.2 এ । আগের ভার্ষনে ঢুকতে এবং সাটডাউনের সময় ৫/৬মিনিট যে সময় লাগতো সেটা আর নেই । ম্যাকে ঢুকতে সময় লাগে ৪০ সেকেন্ড ।

রেজিস্ট্রেশন করে টরেন্ট ডাউনলোডার দিয়ে নামালাম । সাইজ : ৪.৬৩জিবি

1

আমার হার্ডডিস্কের পার্টিশন বিন্যাশ :

hdd 1

hdd 2

৫০জি.বি ডি-ড্রাইভে (NTFS Formatted) R-Drive Image দ্বারা Mac OS X Lion 10.8.2 এর ইমেজ রিষ্টোর করে পিসি রিষ্টার্ট দিলাম ।

2

কিভাবে রিষ্টোর করবেন তা ধাপে ধাপে চিত্র দেখে অনুসরন করুন > ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন ।

প্রথম কাজ হবে Mac OS X Lion : 10.8.2 এর ইমেজ টরেন্ট থেকে ডাউনলোড করে নিন

রিষ্টোর করার জন্য R-Drive Image

ডাউনলোড লিন্ক

ম্যাক এডমিন পাসওয়ার্ড : ১২৩

রাশিয়ান টরেন্ট সাইট । রেজিষ্ট্রেসন করে নিন । রেজিষ্ট্রেসন ছাড়া ডাউনলোড করতে পারবেন না ।

rutracker 1

rutracker 2

টরেন্ট সাইটের লিন্ক >

rutracker torrent site

টরেন্ট সাইটের লিন্ক >

http://protak.ru/download/file.php?id=4083

তারপর R-Drive Image ডাউনলোড করে ইনষ্টল করে নিন । C: ড্রাইভ বাদে উইন্ডোজের যেকোন একটি ড্রাইভে (৫০জি.বি NTFS Formatted) ডি-ড্রাইভ হলে ভাল , আমরা Mac OS X Mountain Lion 10.8.2 এর ইমেজ রিষ্টোর করবো উইন্ডোজ-৮ থেকে ।

3

ডাউনলোড করা Mac OS X Mountain Lion 10.8.2 এর ISO ফাইলটিতে ক্লিক করে রাইট ক্লিক করুন । নামাতে পারলে ছবি দেখে কাজ করে যান ।
1083
রাইট ক্লিক করার পর যে পপআপ উইন্ডো আসবে Open with এ গিয়ে windows Explorer এ ক্লিক করুন >

5

নিচের মতো চিত্র আসবে সেখান থেকে 1082 (image file of R-Drive image ) এ ক্লিক করে রাইট ক্লিক করুন >
1082
পপআপ উইন্ডো আসলে Restore Image এ ক্লিক করুন >

7

নিচের মতো ছবি অনুসারে কাজ করুন >

8

সিলেক্ট করলে লাল আন্ডারলাইন দেখতে পাবেন >

9

পার্টিশন টাইপ অবশ্যই প্রাইমারি এক্টিভ সিলেক্ট করা থাকবে ।

10

নেক্সট করে তারপর ষ্টার্ট বাটনে ক্লিক করুন >

11

12

প্রসেসিং কম্পিলিট হওয়ার পর R-Drive Image ক্লোজ করে উইন্ডোজ রিষ্টার্ট দিন ।

13

আপনার পিসি রিষ্টার্ট দেওয়ার পর এইরকম বুট অপশনস দেখবেন >

14

বুট অপশনস hd(…) 1082 দেখবেন সেখান থেকে কোনো কিছু পরিবর্তন না করে যদি কীবোর্ডের এন্টার কী প্রেস করেন তাহলে একগুচ্ছ কেক্সট লোড হতে থাকবে>

15

লোড হতে সময় লাগবে অপেক্ষা করুন ৩০ থেকে ৪০ সেকেন্ড । লোড হওয়ার পর থেমে যাবে কিছু করার দরকার নেই >

16

ভাগ্য ভাল থাকলে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ি যদি মিলে যায় তাহলে ম্যাক স্ক্রীণ দেখতে পাবেন ডেস্কটপে রাসিয়ান ভাষায় ।

আর যদি উইন্ডোজ ৮/৭ এ যেতে চান বুট অপশনস সিলেক্ট থাকা অবস্হায় কীবোর্ডের উপরের এরো কী চেপে hd(…..) Win-8/7 মানে সি-ড্রাইভ সিলেক্ট করে এন্টার কী প্রেস করেন তাহলে উইন্ডোজে যেতে পারবেন ।

প্রথমেই রাশিয়ান ভাষা পরিবর্তন করে ইংরেজী করে নিন । রাশিয়ান ভাষা পরিবর্তন করে ইংরেজী করার জন্য নিচের ছবি গুলো অনুসরন করুন ।

17

18

19

20

21

ইংরেজী ভাষা চেন্জ করার পর আপলের আইকনে ক্লিক করুন পপআপ উইন্ডো আসবে নিচের চিত্রে দেখানো অপশনে ক্লিক করুন পিসি রিষ্টার্ট হলে ম্যাকে প্রবেশ করুন ভাষা ইংরেজী দেখতে পাবেন >

22

English

App

Displays

মনিটরের রেজুলেশন অনুসারে আপনার মনিটরের স্কেল ঠিক করে নিন :

Displays-2

তারপর ডিভাইস (অডিও,গ্রাফিক্স,নেট ) এর ড্রাইভার ইনষ্টল করা । যদি সফল হন ম্যাক ওএস ডিভাইস (অডিও,গ্রাফিক্স,নেট ) এর ড্রাইভার ইনষ্টল করার জন্য মাল্টিবিষ্ট নামে একটা সফ্টওয়্যার নেট থেকে নামিয়ে নিতে হবে

23

এই মাল্টিবিষ্ট দিয়ে আপনার ডিভাইস ড্রাইভার ইনষ্টল করতে পারবেন সহজে যদি আপনার মাদারবোর্ডে সেই ডিভাইস থেকে থাকে । না জেনে মাল্টিবিষ্ট থেকে কোনো কিছু ইনষ্টল করবেন না ।

উইন্ডোজের মতো ওএস এক্টিভেটের ঝামেলা নেই । আপডেট করা যায় কোন রকম ঝামেলা ছাড়াই । আর ভাইরাস মুক্ত । এন্টিভাইরাস ব‍্যাবহার করা লাগে না ।

আর সফ্টওয়্যার যেমন ওয়ার্ড, এক্রোবেট, ফটোশপ ইত্যাদি নেটে ম্যাক ভার্ষন পাওয়া যায় । ডাউনলোড করে ইনষ্টল দিতে পারবেন ।

আবার দেখা হবে এই টেকটিউনে অন্য আর একটা টিউন নিয়ে যদি সময় পাই । ততদিন পর্যন্ত ভাল থাকুন সুস্হ থাকুন, খোদা হাফেজ ।

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

amar pc te lion setup kora ase….. mounten lion e naki banglalion AX226 modem support kore na??? And bro aitar akta pro o ase!!!!! prob ta hoilo Proper Download Speed pauya jay na….

Level 0

30 min jabot wait korlam download a kono responce nei……just stuck hoia ase……

Keo jodi shofol vhabe download kore thaken…..pls help koren…

Level 0

পিসি তে কি শুধু একটা ও.এস. হিসেবে ম্যাক ইন্সটল করা সম্ভব??? আর স্ক্রিন রেজুলেসন এ কি কোন প্রবলেম হয়???

রাশিয়ান ভাষার সাইট, রেজি কিভাবে করব?

    @Rajib Hasan Rony:
    গুগোল মামুরে বললেই রাশিয়ান ভাষার সাইট ট্রান্সলেট করে দিবে । তখন রেজি করতে সুবিধা হবে ।

Level 0

plzz vaia give me user name & pass.My email id is [email protected]

Level 0

হাসানাত ভাই রাশিয়ান ভাষা বুঝিনা তাই রেজিস্ট্রেশন করতে পারছি না, দয়া করে টরেন্ট ফাইলটা অথবা User name , password টা [email protected] এ দিলে উপকৃত হব.

ভাই, আমি আপনার একটু হেল্প চাই। আমি হটসেল-পস Windows এর জন্য নামিয়েছি। কিন্তু রেজিস্টার করতে পারছি না।
সব keygen ই MacOSX এর জন্য। আপনি কি keygen টা আপনার Mac এ চালিয়ে key টা আমাকে mail করে দিবেন?

Keygen: http://uploaded.net/file/ouzds0ke (হতশালে।পোশ।শ্যস্তেম।১।৬।৪।যিপ)
যেকোনো নাম-এ রেজিস্টার করলেই হবে।

ধন্যবাদ।
de.bashis.de _AT_ gmail.com

    @দেবাশিস:
    ত্রুটি
    “প্রতি” এর ক্ষেত্রে “de.bashis.de _AT_ gmail.com” এর ঠিকানা চিনতে পারা যায় নি , দয়া করে নিশ্চিত হয়ে নিন যে সকল ঠিকানা ঠিক ভাবে লেখা হয়েছে ।
    Name : Minamoto // CORE
    Email : [email protected]
    Serial : 3ADE1-09F1F-84C86-97F9F-16716-F3B4F-MCMX-CYMX

    ম্যাকে তৈরী করা সিরিয়াল কি উইন্ডোজে কাজ করবে ?

      @হাসানাত চৌধুরী: অনেক ধন্যবাদ।
      জানি না ম্যাক এর সিরিয়াল উইন্ডজে কাজ করবে কিনা।
      উইন্ডজের সিরিয়াল তো পাচ্ছি না, তাই ম্যাকের টা দিয়ে চেষ্টা করে দেখব।

      মেল অ্যাড্রেসটা ইচ্ছে করেই ও রকম লিখেছিতো, যাতে করে ওয়েববটরা ওটা ধরতে না পারে।

Level New

ভাইয়া, এটা ইন্সটল দিতে কি কি হার্ডওয়্যার লাগবে? মানে প্রসেসর, মাদারবোর্ড ইত্যাদি কি কি লাগবে জানাবেন? http://www.fb.com/szsifat

    @beyondsifat:
    Motherboard : Asus Or Gigabyte লেটেষ্ট । এই ধরুন 5/7 হাজার টাকা দামের ।
    প্রসেসর : Core 2 Duo ,Quad Core , Core i3 , Core i5, Corei7 (64bit )
    Graphics Card : Nvidia , ATI
    USB : Mouse and keyboard
    আর উইন্ডোজ ৭ অথবা ৮ ইনষ্টল দেওয়া পিসি ।
    সাটা মোড অবশ্যই -AHCI থাকতে হবে ।

Level New

Vai Please Russian site er id ar password ta mail koren amake. amar email –

[email protected]

Vai please mail koren

Vai reg korci kintu Torrent File Ta Khuje Pacchi Na. Plz mail a torrent file ta kosto kore mail e pathan. my mail- [email protected]. R Nahole kivabe torrent file ta namabo ta chobi soho tutorial koren.

Level 0

টরেন্ট ফাইলটা কষ্টকরে মিডিয়া ফায়ারে Zip করে আপলোড করে দিলে আমারা সবাই উপকৃত হতাম 😀

Level 0

@হাসানাত চৌধুরী ভাই, অনেক পরিশ্রম করে অসাধারন টিউন করেছেন ম্যাক লায়ন ওএস নিয়ে ।
এক কথায় অসাধারণ ।

Level 0

ami to MultiBeast – Mountain Lion 5.2.1 download korte parchi na…registration korar poreu….aktu help koren…

Level 0

excellent tune. Amar samsung er netbook e ki run korbe MAC ? Config:- 500gb HDD, 2gb RAM, on board graphic .

Level 0

amar laptop model HP PROBOOK 4430 s configuaration

Processor Type Intel Core i3-2330m (2.30GHz, 3 MB L3 Cache, 1333 FSB)
Chipset Mobile Intel HM65 Express Chipset
RAM 2 GB DDR3
Hard Disk 500GB SATA
Screen Size 14.0-inch diagonal LED-Bright View HD Display resolution 1366 x 768 Optical Drive DVD+/–RW Super Multi DL Light Scribe DriveGraphics
Intel HD 3000 Graphics
Audio/Speaker ALTEC LANSING WITH 3D EFFECT WITH FULL DUPLEX SPEAKER
Networking Integrated 10/100/1000 GBe Ethernet LAN (RJ-45 connector)
Wireless Intel 802.11 b/g/n, b/g/n Wi-Fi Technology
Webcam 2.0MP WITH SMART LOGON
Card Reader 5 IN 1
Battery 65 W AC Power Adapter 6-cell (47WHr) Lithium-Ion battery
Other Features External I/O ports (3) USB 2.0 ports, (1)VGA, HDMI, Stereo microphone in, Stereo headphone/line out, RJ-45/Ethernet Media Card Reader 6-in-1 integrated Digital Media Reader
fingerprint reader
এটাতে কি ম্যাক সাপোর্ট করবে? এন্সার প্লীজ।

Level 0

kono problem hole apni daye .

Level 0

mac bolte apni ki bujhechen .apni je hackintosh er link diyechen ami setar kotha bolchi.

    @rajon71:
    ম্যাক নয় হ্যাকিন্টোষ হবে । আপনি ব্যাবহার করবেন রিস্ক আপনার ………………..তবে সাপোর্ট করবে ।

Level 0

asole ami moja korchilam,ami jehetu use korbo obviously risk amakey nite hobe,thnks reply debar jonno.arr apnar mail address ta dea jabe

Level 0

vaia registration korte parchi na plzz give me user name 7 pass.My email is [email protected].

Level New

ভাইয়া আপনার ফেবু আইডি তা দিন, নয়ত আমাকে ছোটো একটা মেসেজ দিন……… http://www.fb.com/szsifat

Level New

vaiya regestration er username and pass???? my mail:
[email protected]
[email protected]

Level New

Thanks a lot vai for mailing me. go ahead

হাসনাত ভাই, ফোন নম্বরটা দেন দয়া করে।

Level 0

হাসান ভাই আমি গিগাবাইট G -41,DDR3 মাদারবোর্ড ব্যাবহার করি।আমি ম্যাক Mac OS X 10.7.5 ইন্সটল দিয়েছি কিন্তু আমি মাদারবোর্ড এর ভিডিও,অডিও এবং ল্যান কোন ড্রাইভার খুঁজে পাচ্ছি না।
আমার কম্পিউটারের কনফিগারেশন:-
Motherboard: Gigabyte G41
Processor: Intel® Core™2 Duo E7500 (3M Cache, 2.93 GHz)
RAM: DDR-3 4GB
HDD: 1TB

দোয়া কোরে আমাকে কি কোরতে হবে বলেন।

Level 0

হাসান ভাই আমার Skype আছে কিন্তু হেড ফোন নষ্ট। আপনার মোবাইল নাম্বার আছে ,ভাইয়া আপনি বললে ফোন করবো। আমার ইমেইল [email protected]
Motherboard: GIGABYTE – Motherboard – Socket 775 – GA-G41M-Combo
Processor: Intel® Core™2 Duo E7500 (3M Cache, 2.93 GHz)
RAM: DDR-3 4GB
HDD: 1TB

হাসানাত ভাই রাশিয়ান ভাষা বুঝিনা তাই রেজিস্ট্রেশন করতে পারছি না, দয়া করে টরেন্ট ফাইলটা অথবা User name , password টা [email protected] এ দিলে উপকৃত হব.

@কিংশুক:
আপনার মেইল চেক করুন ।

Level 0

আচ্ছা, এটাতে ম্যাক ইন্সটল করা যাবে? http://sadpanda.us/images/1532173-XR472H9.jpg
খুব সম্ভবত নিচের দুটো এনভিডিয়া 410m গ্রাফিকস, দেখাচ্ছে সার্পোট করানো যাবে কি?

    @dracula_:
    আপনার পিসি কি ডেস্কটপ নাকি ল্যাপটপ ৤ পুরো কনফিগার দিন ৤ আপনি মাল্টিবিষ্ট ৫ নামিয়ে ট্রাই করে দেখতে পারেন ৤ ছবিতে যা বুঝলাম আপনার নেটওয়ার্ক আর সাউন্ড কার্ড মাল্টিবিষ্ট প্যাচ করানো যাবে কিন্ত গ্রাফিক্সের ড্রাইভার নাও নিতে পারে ৤

      Level 0

      @হাসানাত চৌধুরী: ল্যাপটপ। Fujitsu LH 531v.

      Intel HM65, Intel Core i5-2410M

      Intel HD Graphics 3000/Nvidia GF 410m

      Realtek ALC269 @ Intel Cougar Point PCH – High Definition Audio Controller

      Atheros AR9002WB-1NG Wireless Network Adapter/Realtek PCIe GBE Family Controller/Intel Centrino Advanced-N 6205 (abgn), 2.1 + EDR Bluetooth

        @dracula_:
        মনে হচ্ছে Multibeast দিয়ে প্যাচ করানো যাবে । তবে ল্যাপিতে আমি ট্রাই করে দেখি নি । আমার জানা মতে দুই-একজন চেষ্টা করেছিল ম্যাকস্ক্রীণ এসেছিল কিন্ত ড্রাইভার এর কারনে সফল হননি । তাই আপনি রিস্ক নিলেও নিতে পারেন কারন যদি ইনষ্টল করতে ব্যার্থ হন তা হলে আমার কোনো হেল্প কাজে নাও লাগতে পারে । তাই রিস্কটা আপনার । আর সাহস করে যদি ইনষ্টল করতে চান তাহলে সবার আগে Acronis True Image ISO সফ্টওয়্যার দ্বারা আপনার উইন্ডোজের ব্যাকআপ নিয়ে নিন । যাতে সমষ্যায় পড়লে পূর্বের অপবরেটিং সিস্টেমে যেতে পারেন । আর একটা সফ্টওয়্যার ও নামিয়ে রাখুন EASYUS partion master যেটা দিয়ে সহজে ড্রাইভ পার্টিশন করতে পারবেন সহজে ।

Level 0

তাহলে একটা ট্রাই দিয়েই নেই। পরে যা হবে গুতোগুতি করে ঠিক করে নেয়া যাবে। 😀

কিরকম সমস্যায় পড়তে হতে পারে? লাইক মাদারবোর্ডের ১২টা বাজবে নাতো আবার? :p

ইজিইউএস পার্টিশন মাস্টারটা আছে। ইনফ্যাক্ট ওটা দিয়েই পার্টিশনের কাজ করি। উইন্ডোজের পার্টিশন টুলের ব্যাপক দূর্নাম শুনেছি।

অ্যাক্রোনিসের কথাটা মাথায় থাকল।

আচ্ছা, এটাতো ডুয়াল বুটে হবে, তাই না? আর ম্যাকে কি এনটিএফএস ড্রাইভগুলো পাবে?

    @dracula_:
    মাদারবোর্ডের বারোটা বাজবে না ৤ আমি নিজেও আমার পুরোনো হার্ডডিন্কে এই নিয়ে হ্যাকিন্টোষ এর সেটাপ মনে হয় ৭/৮ বার দিয়েছি ফেল মেরেছি তার মানে কার্ণেল পেনিক এর জন্য ম্যাক এর ডেস্কটপ স্ক্রীণ শো করে নি কিন্ত ইনষ্টল সাকসেসফুল দেখিয়েছিল ৤ শেষে রাশিয়ান সাইট থেকে নেওয়া এই টিউনের মতো করে উইন্ডোজ ৮ এর ভিতর থেকেই ডি-ড্রাইভে R-Drive Image দ্বারা প্রথমে লায়ন তারপর মাউন্টেইন লায়ন দিয়ে সাকসেস হলাম ৤ এখন পর্যন্ত ভালই চলছে ৤ তবে মাল্টিবিষ্ট দিয়ে সাউন্ড ড্রাইভার ইনষ্টল করেছি আর ব্রন্ডব্যান্ড এর নেটওয়ার্ক কার্ড এর ড্রাইভার নেট থেকে খুজে ইনস্টল করে নিতে হয়েছে ৤ উইন্ডোজ থেকে ম্যাকের ড্রাইভার রিড-রাইট করতে পারবেন না ৤ ডুয়েল বুট হবে যেহেতু আপনি উইন্ডোজ থেকেই ম্যাকের ইমেজ রিষ্টোর করছেন ৤ ম্যাক থেকে উইন্ডোজের NTFS ড্রাইভগুলোতে রিড এন্ড রাইট করতে পারবেন ৤ সফল না হন তা হলে নতুন করে উইন্ডোজ সেটাপ দিতে হবে ৤ যদি Acronis True Image এর বুট সিডি থাকে ব্যাকআপ নিয়ে থাকলে তাহলে জাষ্ট উইন্ডোজটা রিষ্টোর করে দিবেন ৤ সময় কম লাগবে আপনাকে আর নতুন করে ইনষ্টল করতে হবে না ৤

Level New

vaiya amar email id: [email protected]
amar torrent er username and pass dorkar immediately, apni ektu register kore amake janaben, pls

Level 0

@হাসানাত চৌধুরী: দেখুন তো আমার ডেস্কটপ পিসিতে রাশিয়ান ভার্সনটা সাপোর্ট করবে কিনা:

intel DH55PJ motherboard, core i3 2.93GHz
2GB RAM, 500+80 gb HDD (i wanna install on 80gb hdd)
built-in graphics card 1GB

আমি কয়দিন আগে নিচের লিংকের ভার্সনটা 80জিবির হার্ডডিস্কে সাক্সেসফুলি ইন্সটল করেছিলাম। কিন্তু এটি ঠিকমত স্টার্ট হচ্ছেনা। অ্যাপল লোগোটি লোডিং হতেই থাকে, আর কিছু আসেনা। পিসি রিস্টার্ট হলেও একই সমস্যা। উপরন্তু আবার উইন্ডোজ ৮ এ ’ব্লু স্ক্রিন অফ ডেথ’ দেখিয়ে পিসি বারবার রিস্টার্ট হয়। এজন্য বায়োস সেটিং আবার চেঞ্জ করতে হয়েছে। তারপর উইন্ডোজ অটোমেটিক রিপেয়ার করে আগের একটি তারিখে রিস্টোর করতে হয়েছে।

@হাসানাত চৌধুরী
VAI PARTITION TA / 2TA KE PRIMARY KIVABE KORBO PLEASE JANAN VAI………………….. REPLY AS SOON AS POSSIBLE ……… THANKS

ধন্যবাদ এত ধৈর্য ধরে এত সুন্দর টিউন করার জন্য।