অনেকের মতো আমিও উইন্ডোজ পিসিতে(ডুয়েল বুটের জন্য) Hackintosh এর বুটেবল ISO এর বিভিন্ন ভার্সন (iAtkos,ideneb,Kalyway, Snow Leopard 10.6.8 Hazard) ইত্যাদি নামিয়ে ইন্টেল প্রসেসরযুক্ত পিসিতে ইনষ্টল দিয়েছি-ইনষ্টল সাকসেস দেখিয়েছিল, কিন্ত রি-স্টার্ট এর পর ম্যাক স্ক্রীণ আর আসেনি ।হয়তো কার্ণেল পেনিক এর জন্য ম্যাক স্ক্রীণ আসে নি । তবে ক্লিন ইনষ্টল দিয়ে দেখিনি । এর মধ্যে iAtkosআর Niresh ক্লিন ইনষ্টল দিতে হয় , ডুয়েল বুট দিলে হয় না । প্রায় ৭/৮ বার চেষ্টা করেছি বুটেবল Hackintosh এর ডিভিডি দিয়ে বুট করার জন্য । সফল হয়নি । তাই বলে আশা ছাড়ি নি । খোজ করতে লাগলাম গুগলে সহজ উপায় ইনষ্টলের পব্ধতি । নেট সার্চ করে পেয়ে গেলাম রাশিয়ান হ্যাকারের ইনষ্টলকৃত ম্যাকের ইমেজ(রাশিয়ান-ইংরেজী ভাষার) । উইন্ডোজ থেকেই হ্যাকিন্টোষ মাউন্টেইন লায়ন রিষ্টোর করতে হয় । মাত্র ৫/৬ মিনিট লাগে ইমেজটি রিষ্টোর করতে । টিউটরিয়েল টা দেখতে যতো বড় লাগছে আসলে মেটেরিয়েলস জোগাড় করে রাখলে রিস্টোর করতে সময় লাগে মাত্র ৫ থেকে ৬ মিনিট আমার ক্ষেত্রে যেটা হয়েছিল । যেখানে ক্লিন ইনষ্টল দিতে সময় লাগে প্রায় ৩০ থেকে ৪০মিনিট ।
নোট : এখানে মেটেরিয়েলস বলতে আপনার কি কি দরকার :-
১। পিসিতে উইন্ডোজ-৮ ইনষ্টল করা থাকতে হবে ।
২। R-Drive ইমেজ ইনষ্টল করে নিতে হবে যেটা দিয়ে হ্যাকিন্টোশের ইমেজ রিষ্টোর করবেন
৩। ৫০জিবি NTFS এ ফরমেট করা খালি ডি-ড্রাইভ (প্রাইমারি পার্টিশন) ।
৪। সাটা মোড –AHCI করা থাকতে হবে ।
৫। প্রসেসর ৬৪ বিট InTel (৩২বিট উপযুক্ত নয়) ।
৬। গ্রাফিক্স কার্ড : এনভিডিয়া , এটিআই, ইন্টেল HD -3000, ইন্টেল HD -4000।
৭। মাউস-কীবোর্ড ইউএসবি ।
৮। মাল্টিবিষ্ট নেট থেকে সংগ্রহ করে রাখতে হবে ড্রাইভার ইনষ্টল করার জন্য ।
৯। টরেন্ট থেকে নামানো মাউন্টেইন লায়নের ইমেজ ফাইল ।
আর কেউ যদি ব্যার্থ হন তাহলে আপনার উইন্ডোজ ব্যাকআপ করার জন্য বুটেবল এক্রোনিস ইমেজ এর সিডি লাগবে । যেটা দিয়ে পুনরায় আপনার উইন্ডোজ রিষ্টোর করে উইন্ডোজে ফিরে যেতে পারেন । যদি ব্যাকআপ নিয়ে থাকেন আর না হলে নতুন করে উইন্ডোজ ইনষ্টল দিতে হবে ।
সফল হলাম আমার Asus-P5p43tdpro মাদারবোর্ডে (প্রসেসর-Intel Core2 Quad CPU Q8400 , GPU-NVIDIA GeForce GT 220) রাশিয়ান ভার্ষন এর Mac OS X এর ইমেজ রিস্টোর (ডুপ্লিকেট বা ক্লোন) করে উইন্ডোজ-৮ থেকেই । ডুয়েল বুট সি-ড্রাইভে উইন্ডোজ-৮ আর ডি-ড্রাইভে ম্যাক ওএস এক্স ।
এই পর্যন্ত আমার ডেস্কটপ পিসির ডি-ড্রাইভে ইমেইজ রিষ্টোর পদ্ধতিতে Snow Leopard 10.6.8, Lion 10.7.3 , Lion 10.7.5, Mountain Lion 10.8.2 এবং সবশেষে Mountain Lion 10.8.3 ইনষ্টল দিয়ে সফল হয়েছি । তবে ড্রাইভার সাউন্ড মাল্টিবিষ্ট দিয়ে ইনষ্টল করেছি । আর লেন ড্রাইভার নেট থেকে নামিয়ে ইনষ্টল করেছি । আর গ্রাফিক্স অটো পেয়ে গেছে । ল্যাপিতে টেষ্ট করি নাই ।
আর প্রথম চেষ্টা ছিল ম্যাক ও.এস.এক্স Lion 10.7.3 । টিউনটা দেখে নিতে পারেন >
প্রসেসর : ইন্টেল ৬৪বিট
Core2Duo / Core2Quad / 1st, 2nd and 3rd Generation Core i3, i5, i7 / Xeon 3xxx, 5xxx, 6xxx, 7xxx, E3, E5, E7
মাদারবোর্ড : আসুস অথবা গিগাবাইট । তবে গিগাবাইট হলে ভাল
Simply, chipsets from 945G to C606 are supported. Common chips are 945, 965, 975, P35, P43, P45, P55, G31, G41, G43, X58, H61, HM65, HM67, H67, P67, Z68, Z77, X79, C602 and C606.
গ্রাফিক্সকার্ড : হ্যাকিন্টোষে গ্রাফিক্সকার্ড অত্যন্ত জরুরী একটা বিষয় । এটা ছাড়া ডেস্কটপ স্ক্রীণ আসবে না ।
- Intel Graphics HD 3000 and HD 4000 are supported, the rest are not. This means Intel HD 2000, Intel HD, X3100, X3150, X4500, GMA950 is not supported.
- nvidia vga cards from G80 core to the newest kepler series (G80, G84, G86, G92, G94, G96, G98, C79, GT200, GT215, GT216, GT218, GF100, GF104, GF106, GF108, GF110, GF114, GF116, GF119, GK104, GK106, GK107) are supported on 10.8.2. This does not mean that all of them will work of course but most of them will work
Network Devices: Wired:
- Intel Gigabit and Intel Pro/100
- Realtek RTL8111/8168
- Atheros AR8121/AR8113/AR8114/AR8131/AR8151/AR8161/AR8171/AR8132/AR8152/AR8162/AR8172
- Broadcom BCM57780, BCM57781, BCM57785
- Marvell 88E8035, 88E8036, 88E8038, 88E8039, 88E8056, 88E8001
Wireless: Some chips (ie. Atheros ar5008, Broadcom BCM4311) are natively supported by OS X. So, this is not the complete wifi support list of OS X.
- Atheros 9285, 9287, 9227
- Broadcom 4312, 4321, 4322, 43224, 43225, 43227, 43228 (Some of these broadcom chips need rebranding in order to work on OS X.)
ল্যাপটপ সম্বন্ধ্যে ধারনা পাবেন এই সাইটে >
সাটা মোড অবশ্যই AHCI করে নিতে হবে কিভাবে করবেন ?
উইন্ডোজ-৮ ইনষ্টল করার পর কিভাবে AHCI এনাবল করবেন । নিচের লিন্ক থেকে রেজিষ্ট্রি ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিন ।
http://cdn.ithinkdiff.com/wp-content/uploads/2012/03/ahci.zip
এক্সট্রাক্ট করার পর রেজিষ্ট্রি ফাইলটির উপর মাউস রেখে রাইট ক্লিক করুন ।
যে পপআপ উইন্ডো আসবে মার্জ এ ক্লিক করুন ।
User Account Control নামে একটা পপআপ উইন্ডো আসবে সেখান থেকে ইয়েস বাটনে ক্লিক করুন ।
এরপর পিসি রিষ্টার্ট দিয়ে বায়োসে ঢুকুন । বায়োসের মেইন অপশনে গিয়ে কীবোর্ডের ডাউন এরো কী চেপে Storage Configuration সিলেক্ট করে কীবোর্ড থেকে এন্টার প্রেস করুন । সাটা কনফিগারেনশন অপশন আসলে সাটা মোড AHCI করে নিন ।
MultiBeast - Mountain Lion 5.2.1 ডাউনলোড করে নিন এই সাইট থেকে - tonymacx86
আগে থেকেই নামানো থাকলে কাজ করতে সুবিধা হবে । আর বিশেষ করে আপনার লেনকার্ড ড্রাইভার ম্যাক কম্পিটিবল ডাউনলোড করে নিন । যাতে হ্যাকিন্টোষ ম্যাক ও.এস.এক্স Mountain Lion 10.8.2 ইনষ্টল দেওয়ার পর নেট ব্যাবহার করার জন্য লেনকার্ড ড্রাইভার ইনষ্টল দিয়ে নেট ব্যাবহার করতে পারেন ।
উইন্ডোজ-৮ অথবা ৭ (৬৪বিট) থেকেই(এক্সপির জন্য প্রযোজ্য নয়) হ্যাকিন্টোষ ম্যাক ও.এস.এক্স Mountain Lion 10.8.2এর ইমেজ রিষ্টোর করুন, সময় লাগবে প্রায় ১০মিনিটের মতো । আর উপভোগ করুন ইন্টেল পিসিতে বিশ্বের ADVANCED অপারেটিং সিস্টেম Mac OS X Mountain Lion 10.8.2
হ্যাকিন্টোষ ম্যাক ও.এস.এক্স ইন্টেল পিসিতে ইনস্টলের অনেক টিউটরিয়াল ওয়েবে আছে। কিন্তু আমার মনে হয়েছে নতুনদের জন্য এই টিউটোরিয়ালগুলো বেশ কঠিন। অনেকে আবার সাহস করে ম্যাক ও.এস.এক্স ইনষ্টল দিয়েও কার্ণেল পেনিকের জন্য বুট করাতে পারেন নি । আমিও পারিনি । নেটে সার্চ করতে করতে পেয়ে গেলাম রাশিয়ান টরেন্ট সাইটের একটা ঠিকানা । আর সেখানেই পেলাম উইন্ডোজের পাশাপাশি (Dual Boot) Mac OS X ইনস্টল করার খুবই সহজ পদ্ধতি । এই ব্যাপারে আমার যা অভিজ্ঞতা হয়েছিল তা নিয়ে একটা টিউন ও করে ছিলাম । তবে সেটা ছিল ম্যাক ও.এস.এক্স Lion 10.7.3 , আর সেটাতে একটা সমষ্যাও ছিল প্রতিবার যখন ম্যাকে ঢুকতাম প্রায় ৫/৬মিনিট লাগতো ডেস্কটপ স্ক্রীণ আসতে আর শাটডাউন হতেও সময় লাগতো ৫/৬মিনিট । গুগোল করেও সমাধান পাই নি ।
তারপর আরও একটা রাশিয়ান টরেন্ট সাইটে পেলাম ম্যাক লায়নের এই লেটেষ্ট ভার্ষন - Mac OS X Mountain Lion 10.8.2
সমাধান পেলাম এই Mac OS X Mountain Lion 10.8.2 এ । আগের ভার্ষনে ঢুকতে এবং সাটডাউনের সময় ৫/৬মিনিট যে সময় লাগতো সেটা আর নেই । ম্যাকে ঢুকতে সময় লাগে ৪০ সেকেন্ড ।
রেজিস্ট্রেশন করে টরেন্ট ডাউনলোডার দিয়ে নামালাম । সাইজ : ৪.৬৩জিবি
আমার হার্ডডিস্কের পার্টিশন বিন্যাশ :
৫০জি.বি ডি-ড্রাইভে (NTFS Formatted) R-Drive Image দ্বারা Mac OS X Lion 10.8.2 এর ইমেজ রিষ্টোর করে পিসি রিষ্টার্ট দিলাম ।
কিভাবে রিষ্টোর করবেন তা ধাপে ধাপে চিত্র দেখে অনুসরন করুন > ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন ।
প্রথম কাজ হবে Mac OS X Lion : 10.8.2 এর ইমেজ টরেন্ট থেকে ডাউনলোড করে নিন
রিষ্টোর করার জন্য R-Drive Image
ম্যাক এডমিন পাসওয়ার্ড : ১২৩
রাশিয়ান টরেন্ট সাইট । রেজিষ্ট্রেসন করে নিন । রেজিষ্ট্রেসন ছাড়া ডাউনলোড করতে পারবেন না ।
টরেন্ট সাইটের লিন্ক >
টরেন্ট সাইটের লিন্ক >
http://protak.ru/download/file.php?id=4083
তারপর R-Drive Image ডাউনলোড করে ইনষ্টল করে নিন । C: ড্রাইভ বাদে উইন্ডোজের যেকোন একটি ড্রাইভে (৫০জি.বি NTFS Formatted) ডি-ড্রাইভ হলে ভাল , আমরা Mac OS X Mountain Lion 10.8.2 এর ইমেজ রিষ্টোর করবো উইন্ডোজ-৮ থেকে ।
ডাউনলোড করা Mac OS X Mountain Lion 10.8.2 এর ISO ফাইলটিতে ক্লিক করে রাইট ক্লিক করুন । নামাতে পারলে ছবি দেখে কাজ করে যান ।
রাইট ক্লিক করার পর যে পপআপ উইন্ডো আসবে Open with এ গিয়ে windows Explorer এ ক্লিক করুন >
নিচের মতো চিত্র আসবে সেখান থেকে 1082 (image file of R-Drive image ) এ ক্লিক করে রাইট ক্লিক করুন >
পপআপ উইন্ডো আসলে Restore Image এ ক্লিক করুন >
নিচের মতো ছবি অনুসারে কাজ করুন >
সিলেক্ট করলে লাল আন্ডারলাইন দেখতে পাবেন >
পার্টিশন টাইপ অবশ্যই প্রাইমারি এক্টিভ সিলেক্ট করা থাকবে ।
নেক্সট করে তারপর ষ্টার্ট বাটনে ক্লিক করুন >
প্রসেসিং কম্পিলিট হওয়ার পর R-Drive Image ক্লোজ করে উইন্ডোজ রিষ্টার্ট দিন ।
আপনার পিসি রিষ্টার্ট দেওয়ার পর এইরকম বুট অপশনস দেখবেন >
বুট অপশনস hd(…) 1082 দেখবেন সেখান থেকে কোনো কিছু পরিবর্তন না করে যদি কীবোর্ডের এন্টার কী প্রেস করেন তাহলে একগুচ্ছ কেক্সট লোড হতে থাকবে>
লোড হতে সময় লাগবে অপেক্ষা করুন ৩০ থেকে ৪০ সেকেন্ড । লোড হওয়ার পর থেমে যাবে কিছু করার দরকার নেই >
ভাগ্য ভাল থাকলে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ি যদি মিলে যায় তাহলে ম্যাক স্ক্রীণ দেখতে পাবেন ডেস্কটপে রাসিয়ান ভাষায় ।
আর যদি উইন্ডোজ ৮/৭ এ যেতে চান বুট অপশনস সিলেক্ট থাকা অবস্হায় কীবোর্ডের উপরের এরো কী চেপে hd(…..) Win-8/7 মানে সি-ড্রাইভ সিলেক্ট করে এন্টার কী প্রেস করেন তাহলে উইন্ডোজে যেতে পারবেন ।
প্রথমেই রাশিয়ান ভাষা পরিবর্তন করে ইংরেজী করে নিন । রাশিয়ান ভাষা পরিবর্তন করে ইংরেজী করার জন্য নিচের ছবি গুলো অনুসরন করুন ।
ইংরেজী ভাষা চেন্জ করার পর আপলের আইকনে ক্লিক করুন পপআপ উইন্ডো আসবে নিচের চিত্রে দেখানো অপশনে ক্লিক করুন পিসি রিষ্টার্ট হলে ম্যাকে প্রবেশ করুন ভাষা ইংরেজী দেখতে পাবেন >
মনিটরের রেজুলেশন অনুসারে আপনার মনিটরের স্কেল ঠিক করে নিন :
তারপর ডিভাইস (অডিও,গ্রাফিক্স,নেট ) এর ড্রাইভার ইনষ্টল করা । যদি সফল হন ম্যাক ওএস ডিভাইস (অডিও,গ্রাফিক্স,নেট ) এর ড্রাইভার ইনষ্টল করার জন্য মাল্টিবিষ্ট নামে একটা সফ্টওয়্যার নেট থেকে নামিয়ে নিতে হবে
এই মাল্টিবিষ্ট দিয়ে আপনার ডিভাইস ড্রাইভার ইনষ্টল করতে পারবেন সহজে যদি আপনার মাদারবোর্ডে সেই ডিভাইস থেকে থাকে । না জেনে মাল্টিবিষ্ট থেকে কোনো কিছু ইনষ্টল করবেন না ।
উইন্ডোজের মতো ওএস এক্টিভেটের ঝামেলা নেই । আপডেট করা যায় কোন রকম ঝামেলা ছাড়াই । আর ভাইরাস মুক্ত । এন্টিভাইরাস ব্যাবহার করা লাগে না ।
আর সফ্টওয়্যার যেমন ওয়ার্ড, এক্রোবেট, ফটোশপ ইত্যাদি নেটে ম্যাক ভার্ষন পাওয়া যায় । ডাউনলোড করে ইনষ্টল দিতে পারবেন ।
আবার দেখা হবে এই টেকটিউনে অন্য আর একটা টিউন নিয়ে যদি সময় পাই । ততদিন পর্যন্ত ভাল থাকুন সুস্হ থাকুন, খোদা হাফেজ ।
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
amar pc te lion setup kora ase….. mounten lion e naki banglalion AX226 modem support kore na??? And bro aitar akta pro o ase!!!!! prob ta hoilo Proper Download Speed pauya jay na….